নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আকাশ

...আমি আকাশ..আমি একজন সাধারণ মানুষ..লিখালিখি করতে পারিনা তবে অনেক ইচ্ছা আছে জীবনে কিছু লিখার...

অদৃশ্য আকাশ › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ এর প্রথা

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯

ছোটবেলা থেকেই পহেলা বৈশাখ
আসলেই একটি কথার প্রচলন শোনা
যেত। কথাটি হলো:- বছরের প্রথম
(পহেলা বৈশাখ) দিনটা যেমন ভাবে
কাটে ঐ পুরো টা বছর নাকি
সেইভাবেই কাটে। প্রথা টা
মানতাম ও। তাইতো পহেলা বৈশাখ এর
দিন টি জীবনের সবচেয়ে ভালভাবে
কাটানোর চেষ্টাই করতাম। ঐদিন আর
কারো সাথে খারাপ ব্যাবহার বা
ঝগড়া, মারামারি করতাম না। কেউ
কিছ কটু কথা বললে ও জবাব দিতাম
না। সবার কথা মান্য করতাম, ছোটদের
স্নেহ করতাম, সবার সাথেই ভালো
ব্যাবহার করতাম। কিন্তু পরে
দেখতাম যে প্রতিদিন এর দিনগুলো
পুরোপুরি ঐ দিনের মতো কাটছে
না। তবে ঐ দিনের পর থেকে কেন যেন
দিনগুলো আগের চেয়ে ভাল কাটছে।
তখন এই ভালোলাগার কারণ টা
বুঝতাম না।
তবে আজ বুঝি। তাইতো আজ ও আমি ঐ
প্রথা অবলম্বন করি। আমি জানি এটি
একটি ভুল প্রথা বা কুসংস্কার।
তাতে কি হয়েছে?
একটি বার গভীর ভাবে ভাবলেই বুঝা
যায় যে আমরা এই প্রথা টা যদি বছরে
একটি দিন অবলম্বন করি তাহলে আমরা
অন্তত এই একটি দিন সব ভেদাভেদ
ভুলে গিয়ে সবার সাথে ভালো
ব্যাবহার করবো, এই একটি দিন কাউকে
কষ্ট দিব না, এই একটি দিন চেষ্টা
করবো কারো মুখে হাসি ফুটাতে
কিংবা হাসি না ফুটাতে পারলেও
অন্ততপক্ষে কাউকে কাঁদাবো না।
আরও একটু ভাবুন আমরা যদি এই প্রথা
টা অবলম্বন করি তাহলে অন্তত এই
দিন টা কি আমাদের জীবনের
সবচেয়ে খুশির দিন হবেনা? হ্যা
হবে। কারণ এই প্রথা তে আজকের
দিনে কারো মনে কষ্ট থাকবে না,
কারো চোখে জল দেখতে হবেনা,
সবার মুখে সেদিন শুধু হাসির
ঝলকানি দেখা যাবে।
এটাই কি ভালোবাসা না? হ্যা
এটাই আসল ভালোবাসা। এই প্রথা টি
যে শুধুমাত্র একটি দিনের জন্য
খুশি বয়ে আনবে তা কিন্তু নয়।
মনে করুন আমি আজ আপনার সাথে
ভালো
ব্যাবহার করলাম এতে আপনি অবশ্যই
খুশি হয়ে আগামীকাল আমার সাথে
ভাল ব্যাবহার করবেন। সেদিন আমি
খুশি হয়ে পরের দিন আবার আপনার
সাথে ভাল ব্যাবহার করবো। ভাবুন
এভাবে যদি ক্রমাগতভাবে একের পর
একদিন আমরা কারো সাথে ভালো
ব্যাবহার করতে থাকি এবং ভাল
ব্যাবহার পেতে থাকি তাহলে কি
আমাদের সারা বছর ভাল ব্যাবহার
এবং ভালবাসা আদানপ্রদান এর
মাধ্যমে কেটে যাচ্ছে না? হ্যা
যাচ্ছে।
তাই আমরা সবাই প্লিজ এই প্রথা টা
কে অবলম্বন করার চেষ্টা করি।
ভালো কিছু করার জন্য প্রথমে
একটি ভালো সূচনার দরকার হয়। তো
আমরা কি পারিনা সেই সূচনা টি
শুরু করতে? হ্যা পারি। আমাদের
আজকের এই ছোট্ট পদক্ষেপ টির হাত
ধরেই হতে পারে আগামীকাল এর শুভ
সূচনা। আর এই সূচনার ফলাফল ই
আমাদের দিবে সুন্দর এবং
ভালোবাসায় পরিপূর্ণ একটি বছর।
__________★★★__________
..........সবাইকে জানাই..........
★...... #শুভ_নববর্ষের_শুভেচ্ছা ......★

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.