নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আকাশ

...আমি আকাশ..আমি একজন সাধারণ মানুষ..লিখালিখি করতে পারিনা তবে অনেক ইচ্ছা আছে জীবনে কিছু লিখার...

অদৃশ্য আকাশ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চেয়েও বড় কিছু পাওয়া

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

-: আকাশ! ঐ আকাশ! বেটা বাইর হ!
-: কোন হারামজাদা রে? ও আরমান!
দোস্ত তুই! আমি ঠিক খেয়াল করি নাই।
-: হারামি! তাড়াতাড়ি বাইর হ।
-: কেন?
-: তরে না বললাম আজকে আমার
কাজিন এর বিয়ে!
-: তো আমি কি করুম?
-: কিছু না। তুই রেডি হয়া বের হ!
-: ওকে। দাড়া ৫ মিনিট।
-: বইসা থাকলে তর কোনো প্রব্লেম?
-: নাহ! ওকে তুই বইসা থাক।
.
আকাশ এবং আরমান ছোট বেলার বন্ধু।
স্কুল থেকে কলেজ, সকালে ঘুম থেকে
উঠার পর থেকে রাত্রে ঘুমোতে
যাওয়ার আগে সব কিছুই করা হয়
একসাথেই। অনেক ভালো
আন্ডারস্টেন্ডিং তাদের মধ্যে। অনেক
সময় তো কেউ মুখ ফুটে কিছু বলার আগেই
অন্যজন তা বুঝে ফেলে। সব মিলিয়ে
তারা যেন (কারান-আরজুন)।
.
-: আরমান, দোস্ত চল।
-: আরে বাবা! কি মাঞ্জা টাই না
মারছোস।
-: যা ভাগ সালা!
-: ওকে চল দুলাভাই।
.
স্থান: মামার চায়ের দোকান.....
.
-: মাম্মা! লিকার কম দিয়া দুধ-চিনি
বাড়ায়া ২ কাপ মলাই ভাসাইনা চা
লাগাও। আর সাথে ২টা... না না ১টা
B&H সিগারেট লও। আমাদের বন্ধুত্ব
যতোদিন আছে আমরা ততোদিন এক
সিগারেট ই দুজন খাবো। এটাই আলাদা
মোহাব্বত।
-: হুহ! ভাত খাইতে ভাত পায়না আবার
আইছে B&H ছিগারেট!! তুই বিড়ি খা
বিড়ি।
-: দেখ আরমান! সব সময় এক কথা বলবি না,
আমার মান-সম্মান বলতে কিছু ১টা তো
আছে নাকি!!!
-: হইছে হইছে চা নে।
-: হুম। দোস্ত বিল টা দে!
-: কৈ গেলো আপনের এতো বড় বড়
কথা???
-: প্যাচাল কম পার! বিল দে। টাকা
নাই।
-: হুম। ওকে এবার চল।
-: হুম।
.
ওরা দুজন বিয়ে বাড়িতে পৌছলো।
আরমান সবার সাথে কথা বলতে চলে
গেলো। আকাশ একা একা দাঁড়িয়ে
আছে। হঠাত করেই আকাশ এর চোখ
আটকে গেলো স্বর্গের অপ্সরীর মতো
দেখতে একটি মেয়ের উপর। অনেক বার
চোখ সড়ানোর চেষ্টা হয়ে গেছে
কিন্তু আকাশ ব্যার্থ প্রমাণ হলো। কেমন
যেনো একটি অদ্ভুত মায়াবী চেহারা
মেয়েটার। চোখ গুলো টানা
টানা,পড়নে একটি নীল শাড়ি, চুলগুলো
সব ছাড়া। সব মিলিয়ে যেনো একটি
পরী। দেখতে দেখতেই মেয়েটি
কাছে এসে পরলো এবং আকাশ কে
যেনো একটু আলতো ভাবে ছুঁয়ে তাকে
বাস্তব জীবনে ফিরিয়ে আনলো....
.
-: এই যে হ্যালো! শুনছেন???
-: জি! আমাকে বলছেন?
-: হুম।
-: জি বলুন।
-: কোথা থেকে শুরু করবো বুঝতেছি না।
আচ্ছা আপনার নাম?
-: নদী। আপনার?
-: আকাশ।
-: সত্যি? নাকি নদীর সাথে মিলিয়ে
নিজের নাম আকাশ বানিয়ে
ফেললেন? হা হা হা।
-: আরে নাহ!! একটি কথা বলবো?
-: জি বলুন।
-: আপনার হাসি টা অনেক সুন্দর।
-: আর আমি সুন্দর না বুঝি?
-: যার বিন্দুমাত্র হাসি ই এতো সুন্দর যে
মন কেড়ে নেয়, আর সে সুন্দর না হয়ে
কোথায় যাবে?
:- হইছে! হইছে! আর পাম্পিং করতে হবে
না।
-: আপনি কি বেলুন যে পাম্পিং
করবো!! আচ্ছা বাদ দিন। চলুন ঐ দিক টা
তে যাই।
-: চলুন।
-: আপনার হাত টা কি আমি ধরতে
পারি?
-: নিজের ইচ্ছে মেয়েরা কখনো হাত
দেয়না। তবে আপনি ধরতে চাইলে
আমি মানা করবো না।
...........
-: দোস্ত দোস্ত একটা গুড নিউজ আছে।
-: আরে রাখ তর গুড নিউজ। তরে সারা
বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়া
গেলাম। কোথায় ছিলি?
-: আরে শুন। ঐ যে মেয়েটা দেখছিস?
ঐটা তোর ভাবি। সব ঠিকঠাক করে
আসলাম।
-: ঐ টা তো নদী।
-: হুম। তো?
-: ভুলেও ওর সাথে এসব এ জড়াইস না। ওর
ক্যারেক্টার সম্পর্কে তুই কিছুই জানিস
না।
-: আরে রাখ বেটা আমি ই বা কি
ভালোর ইয়া টা!!!
-: আর কিছু বলুম না। জাস্ট বললাম এসব এ
জড়াইস না ওর সাথে প্লিজ।
-: তুই অফ যা!
.
এরই মধ্যে আকাশ আর নদীর তুমুল প্রেম
চলছে। আকাশ আজ নদী কে ছাড়া কিচ্ছু
বুঝেই না। আকাশ নদী কে সত্যিকারের
ভালবেসে ফেলেছে।
....
স্থান: মামার চায়ের দোকান...
.
-: দোস্ত ভালো থাকতে তুই নদীর
সাথে ব্রেকআপ করে ফেল। নাহয় পরে
পস্তাবি।
-: দ্যাখ আরমান, সবসময় ওরে নিয়া
এভাবে বলবি না।
-: আহহা!! খারাপ কে খারাপ বলুম না?
-: ও খারাপ না। বাট তর প্রব্লেম তো
আমি বুঝছি।
-: মানে?
-: আমি আর নদী প্রেম করি এতে তুই
হিংসা করিস। আরেক টা কথা ওকে
নিয়া এরকম কথা বাদ দিতে না
পারলে তুই আর আমার সাথে কথা বলিস
না।
-: ওহ! খুব ভালো! ভালো থাকিস। বাই।
.
৩ মাস পর......
.
-: সরি আকাশ। আমি তোমার সাথে আর
রিলেশন রাখতে পারবো না!
-: কি বলতেছ এসব?
-: হুম। ঠিক ই বলছি।
-: আমি এমন কি করলাম?
-: কিছু না। আসলে আমি অন্য একজন কে
ভালোবাসি। আর সে ও আমাকে
ভালোবাসে। সো আমাকে ভুলে যাও,
বাই।
-: ..........
.
আজ আকাশ নিজেকে পৃথিবীর সবচেয়ে
একা এবং দুর্ভাগা বলে মনে করছে।
যার জন্য ছোটবেলার বন্ধুকে ভুল বুঝে
ত্যাগ করলাম সে কিনা আজ এই
প্রতিদান দিলো??? সেদিন রাতে
আকাশ শুধু নীরবে চোখের জল ফেললো।
........
স্থান: মামার চায়ের দোকান
.
-: আরমান,দোস্ত!!!
-: বস।
-: দোস্ত আমি আসলে বুঝতে পারি
নাই...
-: (কথার মাঝে আকাশ কে থামিয়ে
হঠাত চায়ের দোকানদার কে বললো)
মামা লিকার কম দিয়া দুধ-চিনি
বাড়ায়া দুই কাপ মলাই ভাসাইনা চা
দাও। আর সাথে ১ টা... নাহ! ২ট B&H
দাও।
-: মামা ২টা না, একটা সিগারেট দাও
(দোকানদার এর উদ্দ্যেশে)
-: না মামা ২টা দাও।
-: ভাত খাইতে ভাত পায়না আবার ২টা
সিগারেট। যা তুই বিড়ি খা গিয়া।
-: সালা আমার ডায়লগ আমারেই মারস?
-: বুঝতে হবে দোস্ত!
-: হুম দোস্ত।
-: প্লিজ দোস্ত আমারে ক্ষমা কইরা দে।
-: ধুর সালা! ক্ষমা টমা কিচ্ছু নাই। সব
ঠিক আছে। নে, চা খা।
.
আজ চায়ের চুমুকে পুরো পৃথিবী যেনো
সতীজ হয়ে গেলো। কারণ আজ থেকে
আবার ও সতীজ হয়ে উঠলো আরমান আর
আকাশ এর বন্ধুত্ব। আজ এই খুশি তেই বোধয়
প্রকৃতি এক নতুন রুপে সেজেছে।
চারিদিকে ফুল ফুটছে। পাখি গান
গাইছে। আজ পৃথিবী হাসছে তার মন
খুলে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.