![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আকাশ এবং মেঘলার বিয়ে।
পারিবারিক ভাবেই তাদের বিয়ে
টা হলো। মেঘলা কে প্রথম দেখাতেই
ভালো লেগে গিয়েছিল আকাশের।
ভালো লাগবেই বা না কেন?
ভালোলাগার মতোই একটি মেয়ে
মেঘলা। অসম্ভব সুন্দর ওর মুখ খানা, ঠোট
গুলো সরু কোমল পাতার মতো, আর চোখ
গুলো অসম্ভব মায়াবী। ওর চোখের
দিকেই তাকিয়ে আকাশ বারবার ওর
প্রেমে পড়েছে।
.
বাসর ঘরে ইয়া বড় এক ঘোমটা দিয়ে
বসে আছে মেঘলা। আকাশ আস্তে
আস্তে মেঘলার কাছে এসে বসলো
এবং ঘোমটা টা উঠালো। আকাশ এর সব
আশা আকাঙ্ক্ষা ভেঙে গেলো
মেঘলার চোখে পানি দেখে।
.
-: কি ব্যাপার আপনি কান্না করতেছেন
কেন?
-: .....................
-: প্লিজ কান্না করবেন না। কোনো
প্রব্লেম থাকলে আমাকে বলেন।
-: ....................
-: এভাবে চুপ করে থাকবেন না প্লিজ।
-: হু হু হু।
-: আচ্ছা মনে করেন আমি আপনার বন্ধু।
বন্ধু হিসেবে তো বলেন কি হইছে?
-: আসলে কিভাবে বলবো বুঝতেছি
না।
-: অন্য কাউকে ভালোবাসেন?
-: হুম।
-: তো বিয়ের আগে বললেন না কেন?
-: তখন বুঝতে পারিনি যে পরে এতোটা
খারাপ লাগবে।
-: তো এখন আর কি করার?
-: হু হু হু!!!
-: প্লিজ কাঁদবেন না। দেখুন বিয়ে টা
তো পুতুল খেলা না যে গড়লেন আবার
ভেঙে দিলেন। তো আপাতত যেভাবে
আছেন থাকেন। আর হ্যা আমি আজ
থেকে আপনার একজন ভালো বন্ধু। এর
চেয়ে বেশি কিছুর ভাবার দরকার নেই।
কেমন?
-: ওকে।
-: আর হ্যা একটু সর্তকতা অবলম্বন করবেন
যেন আমাদের ফ্যামিলির কেউ এসব আচঁ
করতে না পারে। ওকে?
-: হুম।
-: এবার লক্ষ্মী মেয়ের মতো কান্না
থামিয়ে ঘুমিয়ে পড়েন। আমি
বারান্দায় চেয়ার এ ঘুমোবো। কোন
সমস্যা হলে ডাক দিবেন। গুড নাইট।
-: গুড নাইট।
.
আজ আকাশ এর চোখে ঘুম নেই, নেই
শান্তির কোন ছাপ, শুধু আছে বিষণ্ণতায়
ভরা কিছু মুহূর্ত যা ভুলার মতো নয়। কি
করবে বুঝতে পারছে না সে। সারাটা
রাত কেটে গেলো এই নির্ঘুম চোখেই।
.
পরেরদিন.......
.
-: কেমন আছেন, মেঘলা?
-: ভালো।
-: তো আপনার কালকের অপরিপূর্ণ কথা
গুলো যদি একটু বলতেন।
-: হুম। ওর নাম ছিল স্বপ্নিল। ও দেখতে
কেমন,কি করে কিছুই জানিনা আমি।
ফেবুতে পরিচয় আমাদের। ও ফেবুতে
লিখালিখি করতো, তো একদিন একটি
পেইজে ওর গল্প পড়ে অনেক ভালো
লেগেছিল। কি মনে করে যেন ওর
আইডি নাম দিয়ে সার্চ দিয়ে রিকু
দিই। ও একসেপ্ট করে কিন্তু আমাকে
কোন নক করেনি। তো আমি ই ওকে "হাই"
বলে নক করি। কিন্তু ও "হ্যালো" না
বলে আমাকে সালাম দিল। আমি
সালাম এর জবাব নেই। এরপর থেকে ওর
সাথে রেগুলার ফেবুতে কথা বলতাম।
ওকে অনলাইন দেখলেই নক করতাম, একসময়
মূলত শুধুমাত্র ওর জন্যই আমি ফেবু তে
বসতাম। ওর ভেতর কিছু জিনিস ছিল যা
আমাকে ওর প্রতি দূর্বল করে
ফেলেছিল। যেমন: ও আপনি করে কথা
বলতো,ভালো ব্যাবহার করতো আর
সবচেয়ে বড় হলো ওর সাথে এতোদিন
কথা বলতাম কিন্তু ও কখনো আমার
নাম্বার কিংবা পিক চায়নি। একসময়
বুঝতে পারলাম আমি ওকে
ভালোবেসে ফেলেছি। কিন্তু তা আর
প্রকাশ করার সাহস হলো না। জানেন ওর
লিখা সব গল্প আমি পড়তাম যা কিনা
আমাকে ওর প্রতি আরো বেশি দূর্বল
করে তুলেছে। তবে আজ বুঝতেছি ও
আমার হৃদয়ের কতোটা স্থান জুড়ে ছিল।
জানিনা ও আমাকে ভালোবাসে
কিনা তবে ওকে আমি অনেক
ভালোবাসি অনেক।
-: হুম। কিন্তু বিয়ের আগে এই কথা গুলো
বললে হয়ত আজ আপনাকে এমন
পরিস্থিতে পরতে হতো না।
-: হয়তো। একটা কথা বলবো?
-: হুম।
-: আপনি অনেক ভালো। যতোটা
ধারণা করেছিলাম তার চেয়েও
অনেক বেশি ভালো।
-: থাক বাদ দেন।
-: আচ্ছা আপনার ফেবু আইডি টা যদি
একটু দিতেন প্লিজ।
-: হুম। আমার ফেবু নাম 'অদৃশ্য' 'আকাশ'।
-: থ্যাংকস।
-: আপনি লিখালিখি করতে জানেন?
-: তেমন না। অন্যের লিখা পড়ি এবং
নিজে একটু চেষ্টা করি এই আর কি! তবে
আপনার স্বপ্নিল এর মতো হয়তো না।
-: এই আইডি তে লিখেন?
-: নাহ! অন্য একটা আইডি আছে ঐ টা তে
লিখি।
-: একটু আইডি টা দেয়া যাবে?
-: হুম।
ক্রিং ক্রিং....
-: মেঘলা, আমার একটু যেতে হবে একটি
আর্জেন্ট কল আসছে, পরে কথা হবে।
বাই।
-: ওকে।
.
এর মধ্যেই আকাশ এবং মেঘলা অনেক টা
কাছাকাছি এসে পরেছে তবে সম্পর্ক
টা বন্ধুত্বের বেড়া অতিক্রম করতে
পারলো না।
.
১৫ দিন পর.......
.
-: আকাশ, আপনার মোবাইল টা একটু
দেয়া যাবে? আমার মোবাইলে চার্জ
নেই। একটু ফেবু তে কাজ ছিল।
-: এতে পারমিশন নেয়ার কি আছে!!! ঐ
যে মোবাইল নিন। আমার আইডি তে
লগইন করা আছে লগআউট করে নিন।
-: থ্যাংকস।
-: হুম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি।
.
মেঘলা আকাশের মোবাইলে ফেবু তে
লগ আউট করতে গিয়ে যা দেখলো তা
আর সে বিশ্বাস করতে পারছিলো না।
এই সেই স্বপ্নিল এর আইডি টি যাকে
মেঘলা ভালোবাসে। সে
ভালোভাবে সব চেক করে পুরোপুরি
সিওর হলো যে এটাই সেই আইডি।
কিছুক্ষণ পরেই আকাশ রুমে আসে।
আসতেই মেঘলা তাকে বলে:-
-: আচ্ছা আপনার অন্য একটা কি যেন
আইডি আছে। ঐ দিন যে বলতে চাইলেন,
পরে কল আসলো আর আপনি না বলেই
চলে গেলেন।
-: ও হ্যা। সরি সেটা তো বলাই হয়নি।
আমার ঐ আইডি নাম ...(কথার মাঝে
থামিয়ে)
-: 'অলিখিত' 'কাব্য'। তাইতো?
-: হ্যা। আপনি কি করে জানলেন?
-: 'মেঘলা আকাশ' এই আইডি টা চেনেন?
-: হ্যা। আমার সাথে মেয়েটার
ফেবুতে পরিচয়। কিন্তু আপনি চেনেন
কিভাবে?
.
মেঘলার মুখ থেকে আর একটি শব্দ ও বের
হলো না। মেঘলা শুধু আকাশ এর সামনে
এসে আস্তে করে আকাশের বুকে
নিজেকে আশ্রয় দিল। আর বললো
-: তোমার আসল নাম কি?
-: স্বপ্নিল (আকাশ)। কিন্তু....(কথার
মাঝে থামিয়ে)
-: 'মেঘলা আকাশ' আর কেউ নয় ওটা
আমি।
-: কি!!!!!!!
-: হুম। আর আমার সেই স্বপ্নের রাজকুমার ই
এই 'অলিখিত' 'কাব্য'।
.
আকাশ কি করবে বুঝতে পারছে না।
নিজের চোখের জল কে আটকাবে
নাকি মেঘলার চোখের জল মুছবে! কোন
কিছু না ভেবে দু হাত দিয়ে শক্ত করে
জড়িয়ে ধরলো মেঘলা কে। মেঘলা ও
যেন নিজের লজ্জায় লাল মুখ খানা
আকাশের বুকে লুকিয়ে ফেললো আর
বলতে লাগলো "ভালোবাসি, অনেক
বেশি ভালোবাসি তোমায়"।
©somewhere in net ltd.