![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-: আকাশ, আই এম সরি। কিন্তু আমি আর
আমাদের রিলেশন টা রাখতে পারবো
না।
-: কিন্তু কেন?
-: আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ
দিচ্ছে।
-: আর ২ টা বছর সময় দেয়া যায়না???
-: না। আমি আর পারছি না। এভাবে আর
কতো দিন? আমি অনেক চিন্তা ভাবনা
করেই ব্রেকআপ চাচ্ছি।
-: এটাই ফাইনাল?
-: হুম।
-: তো আমি এখন কি করতে পারি?
-: ভুলে যাও আমাকে।
-: ...............
-: আমার সাথে যোগাযোগ করার
চেষ্টা না করলে খুশি হব।
-: ................
-: পারলে ক্ষমা করে দিও।
-: ..................
-: কি হলো!!! কিছু বলছো না যে!!!
-: ভালো থেকো। বাই
-: বাই।
.
বলেই চলে গেলো মেঘলা। আকাশ
গভীর দৃষ্টিতে মেঘলার চলে যাওয়ার
পথের দিকে তাকিয়ে আছে। ভাবছে
হয়ত এটা মেঘলার অভিমান যা সে
প্রতিদিন ই করে থাকে। ভাবছে হয়ত
মেঘলা আবার ফিরে আসবে প্রতিদিন
এর মতো, এসে হয়তো অনেক গুলো বকা
দিয়ে আবার একটু পরেই এসে জড়িয়ে
ধরে বলবে "আকাশ, আই এম সরি। কিন্তু
কৈ!!! আজ তো আর ফিরে আসছে না
মেঘলা। তাহলে কি ও সত্যি চলে
গেলো??? তাহলে কি আমাদের 2
বছরের সম্পর্ক এভাবে হেরে গেলো
বেকারত্তের কাছে??? কি অদ্ভুত এই
পৃথিবী!!! ভাবতেই চোখের এক কোণে
কয়েক ফোটা জলের জন্ম ঘটলো। নাহ!!
আজ আর আটকাবে না এই জল কে, মুছবে ও
না আজ। আজ যত ইচ্ছে ঝরে নেক ।
বিষন্ন মনে আজ একাকিত্ব আর চোখের
জল কে সাথে নিয়ে পথ চলতে লাগলো
আকাশ। মন খুলে আজ কাদঁতে ইচ্ছে করছে
আকাশ এর । সে কাদঁলেই বা কি!!! তার
চোখের জল মুছার মতো আজ আর কেউ
নেই।
.
আকাশ ওনার্স ১ম বর্ষের ছাত্র। মধ্যবিত্ত
সংসার এর ছেলে সে। টুকটাক ২-১ টা
টিউশনি করে পড়ালেখার খরচ চালায়।
.
বাসায় বাবা-মা আর ছোট্ট একটি বোন
নিয়ে তাদের পরিবার। আকাশ আর
মেঘলার ২ বছরের রিলেশন। ২ জন ২ জন
কে অনেক ভালবাসতো। ঝগড়া-
ভালোবাসার মধ্যে দিয়েই তাদের
সম্পর্ক চলছিলো। তবে আজ বেকারত্বের
কাছে হেরে গেলো আকাশ, আর
হারিয়ে ফেললো মেঘলা কে।
.
৫ বছর পর.....
আজ আকাশ জীবনে প্রতিষ্ঠিত। বড়
একটি কোম্পানির কর্মকর্তা সে। গুলশান
এ ৫ তলা একটি বাড়ি আছে, গত মাসে
একটি প্রাইভেট কার ও কিনেছে সে।
বোন টা কে একটি ভাল এবং উচ্চ
ফ্যামিলি তে বিয়ে ও দিয়েছে। মা-
বাবা কে নিয়ে অনেক সুখি আছে আজ।
আজ সব আছে তার কাছে,
নেই শুধু মেঘলা। তবে হ্যা মেঘলার
স্মৃতি আজ ও আছে আকাশ এর হৃদয়ের
কোণে। আজ এই খুশির দিনেও মেঘলা
কে হারানোর যন্ত্রণা তাকে ছাড়ছে
না। সেদিন আকাশ ভাবতো তার
ভালোবাসা বুঝি বেকারত্ত্বের
কাছে হেরে গেছে তবে আজ এটাকে
ভুল ধারণা মনে হচ্ছে তার কাছে, কারণ
তার ভালবাসা বেকারত্ত্বের কাছে
নয় বরং সময়ের কাছে হেরে গেছে। সময়
এমন একটি জিনিস যার কাছে যার
কাছে পৃথিবীর সব কিছুই হার মানে।
হায়রে! পৃথিবী টা আসলেই অদ্ভুত, না
পৃথিবী নয় বরং পৃথিবীর মানুষ গুলোই বড় অদ্ভুত।
২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬
নীল আকাশ বলেছেন: ৫ বছর পর.....
আজ আকাশ জীবনে প্রতিষ্ঠিত। বড়
একটি কোম্পানির কর্মকর্তা সে। গুলশান
এ ৫ তলা একটি বাড়ি আছে, গত মাসে
একটি প্রাইভেট কার ও কিনেছে সে.।
৫ বছরে এত কিছু !!! একটু বেশি হয়ে গেলো না..। টাইম ডিউরেশন টা একটু বেশি হোলে মনে হয় ভালো হত...।
৩| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯
নিষ্কর্মা বলেছেন: ভাই, গুলশানে ৫ বছরে ৫-তলা বাড়ি বানানো অনেক বড় কিছু। বোঝাই গেল আপনার ঐ এরিয়া সমন্ধে কোন আইডিয়াই নাই।
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯
নব্যযুগের সভ্য ফেরিওয়ালা বলেছেন: ভাল চেস্টা পড়ে ভাল লাগসে
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
রানার ব্লগ বলেছেন: ভাইজান চেষ্টা করছেন ভালো কিন্তু টপিকস টা অনেক পুরানা, নতুন কিছু ভাবেন, আর পড়াশুনা করেন।