নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আকাশ

...আমি আকাশ..আমি একজন সাধারণ মানুষ..লিখালিখি করতে পারিনা তবে অনেক ইচ্ছা আছে জীবনে কিছু লিখার...

অদৃশ্য আকাশ › বিস্তারিত পোস্টঃ

★_____ধারণা_____★

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০


...সব কিছুর ই একটা নেগেটিভ আর একটা পজিটিভ
দিক থাকে..মানুষের ও তেমন পজিটিভ আর
নেগেটিভ দিক থাকে...
.
...সাধারণত যে মানুষ টা আমাদের সাথে খারাপ
কিছু করে বা যে মানুষ হিসেবে ভালো নয় তাদের
কে আমরা নেগেটিভ মানুষ হিসেবে জানি। ঠিক
তেমনি যারা আমাদের সাথে ভালো ব্যাবহার
করে এবং মানুষ হিসেবে ভালো তাদের কে আমরা
পজিটিভ মানুষ হিসেবে জানি। এটা খুব সাধারণ
একটা লজিক...
.
...আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে
যাদের কে আমরা নেগেটিভ মানুষ হিসেবে
আখ্যায়িত করে থাকি অথচ তাদের সাথে আমরা
ভালোভাবে ২ দিন কথা বলেছি কিনা তা
সন্দেহ!!! আর মেলামেশা করা তো অনেক দূরের
কথা...
.
...অথচ এই মানুষ গুলো কে ধরেই নিয়েছি যে এরা
নেগেটিভ, এরা খারাপ। এই মানুষ গুলো যদি একটা
পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের কে কিছু বলে তবুও
এটা আমাদের কাছে নেগেটিভ মনে হবেই হবে
কারণ ঐ যে মাথায় ঢুকে গেছে যে এই মানুষ টা
নেগেটিভ। ওর দ্বারা পজিটিভ কিছু আশা করাই
যায় না...
.
...আবার এমন কেউ যাকে প্রথম থেকেই আমরা
পজিটিভ ভাবি এবং বিশ্বাস করি সে যদি এসে
একটা নেগেটিভ মাইন্ড নিয়ে কথা বলে তবে
সেটাও আমাদের কাছে পজিটিভ ই মনে হবে...
.
...আসলে ব্যাপার টা নেগেটিভ-পজিটিভ এর না।
ব্যাপার টা হচ্ছে আমাদের চিন্তাধারার। আমরা
যদি পজিটিভ চিন্তা করি তাহলে সবকিছু
পজিটিভ মনে হবে আর নেগেটিভ চিন্তা করলে
নেগেটিভ মনে হবে...
.
...তাই কাউকে প্রথমেই খারাপ চিন্তাধারা
দিয়ে বিবেচনা না করে ভালো চিন্তাধারা
দিয়ে বিবেচনা করা উচিৎ...
.
...আমাদের বুঝা উচিৎ যে আমাদের নিজের
চিন্তাধারা দিয়ে শুধুমাত্র নিজেকেই বিবেচনা
করা যায়..অন্য কাউকে নয়...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

Emon hasan বলেছেন: :-)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

অদৃশ্য আকাশ বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.