নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল লাগে এনিম দেখতে। আর তা নিয়ে লেখালেখি করতে।

মোঃ আসিফুল হক

এনিমের ভক্ত, টিভি সিরিজ দেখি, মুভিও দেখি। আর ক্রিকেটের পাগল ভক্ত। ভাল লাগে ঘুরাঘুরি করতেও।

মোঃ আসিফুল হক › বিস্তারিত পোস্টঃ

এনিম কেরেক্টার রিভিউঃ মাকুনৌচি ইপ্পো - একজন প্রেরনাদায়ী চরিত্র

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬





“Hard work doesn’t always pay off.

But the ones who succeed are the ones who worked hard!!“



জেনারের মধ্যে স্পোর্টস জেনার আমার সবচেয়ে প্রিয়; সেটা যত পেথেটিক এনিমই হোক না কেন – এটা অবশ্য এতদিনে সবার জানা হয়ে যাবার কথা !!! এর পেছনে একটা কারণও অবশ্য আমি দাঁড় করানোর চেষ্টা করেছি – বাইরে থেকে আমি যতটা আশাবাদী ভিতরে হয়ত ততটা নই; হয়ত আমি কিছুটা হলেও নৈরাশ্যবাদি। সেক্ষেত্রে “লুজার”, “পেথেটিক” ট্রাজিক হিরো যারা প্রবল সংগ্রামের মধ্য দিয়ে শেষমেশ বিজয়ী হয় – এই থিমের হিরোরাই হয়ত আমার বেশি পছন্দ। কিছু ফাইটিং এনিম হিরো যেমন নারুতো বা অন্যরা হয়ত এই ক্যাটাগরিতে পড়ে; কিন্তু আমি তাদেরকে বাস্তব জীবনের সাথে তেমন রিলেট করতে পারি না। ঠিক সেই কারণেই শিনোজাকি মিকোতো এবং মাকুনৌচি ইপ্পোরা আমার ফেভারিট ক্যারেকটারের বা ফেভারিট এনিমের স্থান দখল করে রাখে; যেখানে প্রিন্স অফ টেনিস বা “বিশেষ কিছু রোমান্টিক এনিম” বা তাদের হিরোরা আমাকে তেমন আকৃষ্ট করে না।







যাই হোক; ভুমিকাতেই বিশাল জায়গা নিয়ে নিচ্ছি। এই রিভিউ লেখার সময়েও টানাপোড়েনে ছিলাম; মিকোতোকে নিয়ে লিখব না ইপ্পোকে নিয়ে। মিকোতোই মনে হয় একমাত্র ক্যারেক্টার যে আমাকে আনন্দে কাদাতে পেরেছে; কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। বড় ইমপ্যাক্ট চিন্তা করলে আমার প্রথম পছন্দ মাকুনৌচি ইপ্পোই।











হাজিমে নো ইপ্পো এর কেন্দ্রীয় চরিত্র মাকুনৌচি ইপ্পো; যে কি না বর্তমানে জাপানের ফেদারওয়েট ক্লাসের চ্যাম্পিয়ন। পিতার মৃত্যুর পর শাই; ভদ্র এবং বিনয়ী এই চরিত্রটি তার মায়ের সাথে তাদের পারিবারিক ফিশিং বোট বিজনেসে দিন রাত খেটে সাহায্য করে। চিরদিন বুলির শিকার ইপ্পো বক্সিং সমন্ধে জানতে পারে তাকামুরা মামোরু এর মাধ্যমে। সেই সময়েই সে দৃঢ় প্রতিজ্ঞ হয় সে তার জীবনকে বক্সিং এর দিকে নিয়ে যাবে এবং শত বাধা বিপত্তি অতিক্রম করে সে শেষ পর্যন্ত জাপান চ্যাম্পিওন হয়।











ইপ্পোর যেই দিকগুলো আমার অত্যন্ত প্রিয় সেগুলা হল – সে খানিকটা ইন্ট্রোভার্ট এবং চুপচাপ স্বভাবের হলেও সে যেটা স্থির করে সেটার শেষ দেখেই তবে তার শান্তি। যার প্রমাণ মোটামুটি প্রথম দিকের পর্বেই পাওয়া যায় যখন সে তাকামুরার শর্ত মেনে নিয়ে ৭ দিন একা একা পরিশ্রম করে হাত দিয়ে ১০ টা পাতা ধরতে সক্ষম হয়।







ইপ্পো বুদ্ধিমান; সে তার মাথাকে ব্যাবহার করতে ইচ্ছুক; সে ভেবে চিনতে ডেম্পসি রোলের মতন জটিল মুভ আবিষ্কার করে এবং অত্যন্ত সাহসের সাথে কোন প্র্যাকটিস ছাড়াই রিয়েল ম্যাচে তার প্রয়োগ ঘটায় এবং সেটা খুব সফলভাবেই ( এই পর্বটা আমার অল টাইম ফেভারিট এনিম এপিসোডগুলার একটা J )। কামোগাওয়া কোচকে যখন ইপ্পো জিজ্ঞেস করে “what does it means to be strong?” এবং এর জবাবে যখন কামোগাওয়া রিপ্লাই দেয় “go and find it out finding” আমি সেখানে অনুপ্রেরণা পাই; এইজির কাছে ম্যাচ হারার পর দুই মাস অসম্ভব মনঃকষ্টের পর ফিরতি ম্যাচেই যখন সে পুরো ক্রাউডকে স্তব্দ করে দিয়ে “ডেম্পসি রোল” ইউজ করে আমি সেখানেও অনুপ্রেরণা খুজে বেড়াই; প্রবল লড়াই শেষে জয়ী হবার পরেও যখন ইপ্পোর মাঝে কোন ঔদ্ধত্য দেখা যায় না; বরং দর্শকদের মাথা নিচু করে সে অভিবাদন জানায় তখনও আমি শিক্ষা নিতে চেষ্টা করি।







শুরুতে যেই কোটটা করা সেটা কামোগাওয়ার; শেষ করি সেনডো তাকেশির একটা কোট দিয়ে –



“Hit, and get hit by a strong man. And win! Only then, can I truly believe that I’m strong. I….love that moment!“



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখি নাই....দেখা দরকার।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

মোঃ আসিফুল হক বলেছেন: হুম; যদিও স্পোর্টস জেনার অনেকের কাছেই তত ভাল লাগে না; তার উপর হাজিমে নো ইপ্পো আবার বক্সিং নিয়ে; কিন্তু তার পরেও এটার আবেদন কিন্তু বিন্দুমাত্র কমে নি। না দেখা থাকলে অবশ্যই দেখে ফেলা দরকার :) :)

২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

শিশুমন বলেছেন: মাকুনোউচি ইপ্পো যে সে লেভেলের বস,এটা সে নিজেও জানে না,তবে সেন্দো কে নিয়ে আরো লিখতেন,ভালো হত।অভারপাওয়ারিং কারেক্টার একটা।

হাজিমে নো ইপ্পো দেখে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার ভাল্লাগসে,সেটা হচ্ছে স্পোর্টসম্যানশীপ।এরা সবাই বক্সিং করলেও বাস্তব জীবনে কেউই বুলি হয়ে যায় নাই।সেন্দো টাকেশি পোলাপানদের পি এস কিনে দেয়,ভর্গ টাকার জন্য খেলে,মাশিবা তার বোনের জন্য।

বস আনিমে

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

মোঃ আসিফুল হক বলেছেন: ঠিকই বলেছেন; এই এনিমটাতে আবেগের জায়গা অনেক বেশি; যে কোন ক্যারেকটারকেই মুল ধরে কাহিনী আগাইতে পারত; প্রত্যেকটা ক্যারেকটার নিজ নিজ জায়গা থেকে স্বমহিমায় উজ্জ্বল। কাকে রেখে কাকে নিয়ে লিখব ডিসাইড করতে পারতেসিলাম না; আমার প্রথম চিন্তা ছিল তাকামুরা মামোরুকে নিয়ে লিখব; পরে ভাবলাম; থাক; ইপ্পোকে নিয়েই লিখি; তাকামুরাকে নিয়ে আল্লাহ বাচায় রাখলে ভবিষ্যতে কোন একদিন না হয় লেখা যাবে !!! :)

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লিখেছেন। আমার তো দেখার আগ্রহ হচ্ছে। এই ধরনের পোষ্ট সামুতে বেশ কম দেখেছি। সেই হিসেবে অনেক ভালো লাগল।

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

মোঃ আসিফুল হক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। :) আমাদের দেশে এনিম এখনও সেই রকম জনপ্রিয় না তো; তার সাথে বাংলায় এনিম নিয়ে লেখালেখি বা এনিম চর্চার অভ্যাসটা আরও কম; সেই জন্যই হয় তো এই ধরণের লেখা কিছুটা কম। :) :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

সেনপাই বলেছেন: গত কয়েক হাজিমেনো ইপ্পো জ্বরে ভুগছি। ৩য় সিজনের ৮ম এপি দেখার পর দেখার জন্য তর সইতে না পেরে গত দুই সিজন আবার দেখলাম।

ইপ্পো ছাড়া আরো কিছু ক্যারেক্টার আমার অনেক ভালো লাগেঃ কেইচি, কেনসিন, ওরেকি। এদের প্রত্যেককে ১/২ টি কারনে অনেক ভালো লাগলেও ইপ্পোর সবগুলান আমার অনেক ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.