নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল লাগে এনিম দেখতে। আর তা নিয়ে লেখালেখি করতে।

মোঃ আসিফুল হক

এনিমের ভক্ত, টিভি সিরিজ দেখি, মুভিও দেখি। আর ক্রিকেটের পাগল ভক্ত। ভাল লাগে ঘুরাঘুরি করতেও।

মোঃ আসিফুল হক › বিস্তারিত পোস্টঃ

Manga রিভিউ – Liar game

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২





Doubt them, question them, suspect them, and take a good long look into their hearts. Humans are the kind of beings that can’t put their pain into words, after all.

Shinichi Akiyama



পুরো মাঙ্গাটার রিভিউ বোধহয় এক লাইনেই বলে দেওয়া যায় এইভাবে – “একজন অসম্ভব রকমের সৎ মেয়ে কোনভাবে একটা খেলায় জড়িয়ে যায় যেখানে জিততে হলে মিথ্যে কথা বলতে হবে; আর হার মানেই ভয়ঙ্কর পরিনাম। এবং right from the word “go” সে নিজে মিথ্যের কবলে পড়ে সব খুইয়ে বসে এবং সাহায্য চায় একজন ধান্দাবাজের।”



সহজ সরল এবং অপ্রতিম একটা কাহিনী। বিশেষত্ব? এই খেলার মাধ্যমে এই সিরিজ অন্বেষণ করে বেড়িয়েছে মানব মনের অন্ধকার অংশ - মিথ্যা, শঠতা, লোভ ও স্বার্থপরতা এবং সেগুলোকে ছাপিয়ে মানুষের প্রতি মানুষের ভালবাসা বিশ্বাসের শক্তিকে।



মাঙ্গার প্রতি আমার শুরু থেকেই কেমন যেন একটা বিতৃষ্ণা ছিল; কেন জানি। এতো দিনেও তাই কোন সিরিজ পড়া হয়ে ওঠে নি। এই সিরিজের গল্প kaijiর সাথে অনেকটাই সমান্তর – তথ্যটা জানার পর কৌতুহলবশত পড়া শুরু করলাম; এবং দুই দিন পর আমি লিটারেলি জোরে জোরে লাইন বাই লাইন পড়ে গেসি; এইরকমই থ্রিলিং একটা সিরিজ !!!



কাঞ্জাকি নাও- একজন অসম্ভব সৎ মেয়ে। এতটাই সৎ যে তা মাঝে মাঝেই তার কাজকর্ম বোকামি বলে প্রতীয়মান হয়। স্বভাবতই সে লায়ার গেমের জন্য সবচেয়ে অযোগ্য প্রতিযোগী হবার কথা – যে খেলার মুল লক্ষ্যই হল মিথ্যা আর ধোকাবাজির মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে অর্থ দখল করা; আর হারলেই যেখানে অপেক্ষা করছে বিশাল অঙ্কের ঋণ আর ভয়ঙ্কর ভবিষ্যৎ। কিন্তু একদিন নাও অবাক বিস্ময়ে তার দোরগোড়ায় ১০০ মিলিওন ইয়েন আর খেলায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র পায়। নানা ঘটনার চক্করে খেলায় অংশ নিয়ে প্রথমেই পুরো অর্থ খুইয়ে বসে সে। উপায়ান্তর না দেখে দ্বারস্থ হয় জিনিয়াস জুয়াড়ি Shinichi Akiyama’র। তার সহায়তাতেই এই খেলার আসল উদ্দেশ্য এবং এর পিছনের লোকদের পরিচয় উন্মোচনের মিশনে নামে দুজনে।



মাঙ্গার আর্ট খুব আহামরি না; বিশেষ করে প্রথম দুই এক ভল্যুম। পরে খানিকটা উন্নতি হলেও আহামরি কিছু হয় নি; তবে চালিয়ে নেওয়া যায় খুব সহজেই।



গল্পের চরিত্রগুলো অত্যন্ত চমৎকারভাবে গড়ে তোলা; এবং মাঙ্গার মুল এবং প্রধান আকর্ষণ। শুরুতেই নাও কে উপস্থাপন করা হয় বোকাসোকা, সহজ সরল, সবসময় অন্যের মুখাপেক্ষী, অল্পতেই কান্নাকাটি করা একজন হিসেবে। কিন্তু যতই গল্প এগুতে থাকে নাও ততই আকিয়ামার সাহায্যে শক্তিশালী হয়ে উঠতে থাকে, এবং তার সরলতা আর সর্বসত্ত্বা দিয়ে সে সবাইকে সাহায্য করার মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠতে থাকে।



আসা যাক আকিয়ামার চরিত্র বিশ্লেষণে (সতর্কবানীঃ অতিরিক্ত উত্তেজিত ফ্যান গার্লদের মতন প্যানপ্যানানি সামনে :D )। জিনিয়াস বল্লেও বোধ হয় কম বলা হয়ে যাবে আকিয়ামাকে। মোটামুটি ডেথ নোটের এলের মতন ঠান্ডা মাথায় সব পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া; সব সময় ন্যায় আর সত্যের সাথে থাকা আকিয়ামা এক কথায় দুর্দান্ত। তার এই কাজকর্ম এবং ক্ষমতার বিশ্লেষণে আর গেলাম না; সেটা পড়ার সময় নিজেই পড়ে নেবেন খন।











পাবলিক রিএকশনঃ (ফারসিম আহমেদ)

কানজাকি নাও প্রচন্ড রকম সৎ একটা মেয়ে। এতই সৎ যে তাকে বর্তমান সমাজের মূল্যবোধের যে অবস্থা তাতে প্রশংসা না করে বোকাই বলা যায়। তো এমন সৎ ভালোমানুষ এক মেয়েকে যদি লায়ার গেইম নামের এমন একটা খেলায় অংশ নিতে হয়, যে খেলার মূল কথায় হচ্ছে অন্য প্রতিযোগীদের ধোঁকা দেয়া, তাহলে কেমন হবে? যা হবার, তাই হলো। নাও প্রথম রাউন্ডেই তার প্রাথমিক পুঁজি একশ মিলিয়ন ইয়েন হারালো। পেনাল্টি হিসেবে দুইশ মিলিয়ন ইয়েনের খাঁড়া যখন ঝুলছে তার উপর, সেই অবস্থায় অসহায় নাও খোঁজ পেল এক জিনিয়াস প্রতারকের, নাম তার আকিয়ামা শিনিচি। এই দুই সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ যখন জুটি বাঁধলো, তার পরিনতি কি হবে? তারা কি পারবে লোভ আর প্রতারণা যার পরতে পরতে মেশানো, সেই লায়ার গেমের ভয়াবহ জগতকে জয় করতে?



কেন পড়বেনঃঅসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার, যারা ওয়ান আউটস বা আকাগি এর মত ওয়ান ম্যান শো গুলো উপভোগ করেছেন, তাদের জন্য মাস্ট রিড।



কেন পড়বেন নাঃ তেমন কোনো কারণ নেই।



আমার রিএকশনঃ ভবিষ্যতে গলাবাজি করে বলতে পারব এইরকম একটা বস মাঙ্গা দিয়া আমার মাঙ্গা পড়ার শুরু হয়েছিল !!!



শুরু করেছিলাম আকিয়ামার চমৎকার একটা উক্তি দিয়ে; শেষটাও তাই –

“Trust.” That act without a doubt a very noble one.. but you know, what many people do, that they call “trust,” is actually giving up on trying to understand others. And that has nothing to do with “trust,” but is rather.. apathy. There are countless people out there who fail to realize that apathy is a far more devastating act than doubting others.

Shinichi Akiyama





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১

মোঃ আসিফুল হক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ !!! :)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সামুতে এনিমি, মাঙ্গা লাভার ব্লগার মনে হয় অনেক কম। আপনার চমৎকার পোস্টে প্রায় মন্তব্যহীন।

সুন্দর রিভিউ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

মোঃ আসিফুল হক বলেছেন: হ্যা; এইটা অবশ্য সারা দেশেই কম; তবে তাতে আমার তেমন আফসোস নেই। :) সামুতে লেখার উদ্দেশ্য দুইটা - ১) লেখা দেখে যদি কেউ একজনও উৎসাহিত হয় সেটাই আমার সাফল্য আর ২) আমার নিজের লেখাগুলোর একটা আর্কাইভ হিসেবে সাউমকে ব্যাবহার করছি আর কি !!! কেউ যদি আমার সব লেখা কখনও পড়তে চায় তবে একটা লিঙ্কেই কাজ হয়ে যাবে !!! :)


প্রশংসার জন্য ধন্যবাদ। :)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

স্বাধীনতার বার্তা বলেছেন: একজন প্রায়ই বলে এটা পড়ার জন্য। কিন্তু টাইম হয় না। :'(

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

মোঃ আসিফুল হক বলেছেন: টাইম আসলে করে নিতে হয়; একটু কষ্ট করে দিনের আধা ঘন্টা এক ঘন্টা করে টাইম বের করে পড়ে ফেলেন; এক মুহূর্তও অপচয় মনে হবে না এইটুক শিওর; প্রতি মুহূর্তই উপভোগ করবেন নিশ্চিত !!! :)

৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৩

পৃ৬ বলেছেন: এটার নাকি ড্রামা অ্যাডাপশন আছে... দেখি নি যদিও।
যাইহোক,সুন্দর রিভিউ☺
(আমি সব জায়গায় বাংলা মাঙ্গা রিভিউ খুঁজছি।)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

মোঃ আসিফুল হক বলেছেন: ড্রামা এডাপশন থাকলে তো অবশ্যই দেখা লাগবে। খুঁজে দেখি।
আর বাংলায় মাঙ্গা রিভিউ চাইলে দু'টো রিসোর্স সাজেস্ট করতে পারি -
১) http://www.animeloversbd.com/
২) https://www.facebook.com/groups/mangaporua/

আশা করি পছন্দমতন জিনিস পাবেন। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.