![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---– বিজ্ঞান এই,, সেদিন জেনেছে
"লবণাক্ত পানি ও মিষ্টি পানি"
একসাথে মিশ্রিত হয় না।
অথচ আল্লাহ্ সুবানাহু ওয়া তা'য়ালা ক্বুর'আনুল কারীমে ২৫ ও ৩৫ নম্বর সূরার ৫৩ ও ১২ নম্বর আয়াতে বলছেন,,,
:
"তিনিই দুই সাগরকে মিলিত করেছেন-- একটি পিপাসা নিবারণকারী মিষ্ট স্নিগ্ধ এবং অন্যটি লোনা ও বক্ষজ্বলনকারী এবং ঐ উভয়ের মধ্যে পর্দার সীমানা রেখেছেন, ফলে একে অন্যের সীমানা লঙ্গন করতে পারে না। এবং
দুই সাগরতো একরকম হয় না, একটি সুমধুর পিপাসা নিবারণককারী, সহজে গলার মধ্য থেকে নেমে যায় এবং অন্যটি লোনা ও বিস্বাদ।
কিন্তু সাগর থেকেই তোমরা টাটকা গোশত খেতে পাও এবং মনি মুক্তা ও অলংকার তুলে লও, যা তোমরা পরিধান কর এবং তুমি তার মধ্যে জাহাজ সকলকে দেখছো পানি ফেরে চলে, যেন তোমরাই তাঁর অনুগ্রহ (রুজি) অন্বেষণ কর এবং তারঁ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর"।
:
আজ থেকে সাড়ে চৌদ্দশত বৎসর পূর্বে কে অনুমান করতে পারতো উপরে উল্লেক্ষিত বিষয়টি আর সাম্প্রতিককালের উদ্ভাবিত পাহাড়ের মতো জাহাজের ধারনাটি।
মূলত দুনিয়াবি অক্ষর জ্ঞানহীন আরবীয় একজন পুরুষের মাধ্যমেই এই জ্ঞানগর্ভ বানী পৃথিবী জানতে পেরেছে। যা তৎকালীন আরবদের কল্পনার বাহিরে ছিল।
.
Post_Azizur Rahman(শেষ বিকেলের আলো)
©somewhere in net ltd.