![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এই পৃথিবীতে কত টাকা কত দিকে, কত সময় কত দিকে ব্যয় করতেছি। আসুন হিসাব করিঃ
"
"
-দুনিয়াবি পড়াশোনার জন্য "দৈনিক" আমেরিকা যাওয়া আসা করাও সহজ...............কিন্তু
*আরবি শিখতে সপ্তাহে তিনদিন
দুইটি দেশ পাড়ি দেওয়াও বড় কঠিন..............
"
"
-দুনিয়ার শিক্ষায় মাসে
হাজার,দেরহাজার,দুইহাজার খরচ করা কোন ব্যাপার না। আমরা এটা জানি যে ভবিষ্যতে তো সেটা উসুল করে নেয়া হবে। তাই খরচ করতে কোন সমস্যা হয় না।
"
*আরবী শিক্ষায়ঃপাঁচশওওওওও
টাকাআাা!!!!!!এখন আসলে এত টাকা..!!
ইয়ে,আরেকটু কমানো যায়না?????
তাছাড়া আল্লাহর কালাম
পড়াবে,তাতে আবার টাকা কিসের!!!
"
-দুনিয়ার শিক্ষায় দিনের এক-
তৃতীয়াংশ সময় বের করা যায়। খুব সহজে।
পাশ করা,হাইয়েস্ট মার্কস তোলার
ব্যাপার আছে। তাছাড়া একটা সুখী
জীবনের হাতছানিতে সাড়া দেবার
প্রবল আকাঙ্খা।
"
*আরবী শিক্ষার জন্য টেনেটুনে একটা বের করা খুব কষ্টের ব্যাপার।জাস্ট কোরআন পড়াই তো।কোন এক সময় দেখা যাবে।
"
এমন মুসলিম হয়ে আমরা ঠিক কি পাব?
দুনিয়াই কতটুকু পাব যার জন্য পুরো জীবন তিলে তিলে নিঃশেষ করে দেয়া?
আখিরাত যে চিরস্থায়ী একথাটা
ভুলে আদৌ রেহাই পাব কি?
"
"
আল্লাহর কালাম শুদ্ধভাবে পড়া শিখা আমাদের দ্বীন ও দুনিয়ার জন্য খুবই জরুরি। কারণ আমাদের উন্নয়ন,কল্যাণের রহস্য তো সেখানেই লুকানো আছে।
দুনিয়ার ছলনায় জড়িয়ে আখিরাতের কল্যাণ থেকে যেন আমাদের বঞ্চিত হতে না হয়।
"
"
মহান আল্লাহ আমাদের অন্তর্চক্ষু
উন্মোচন করে দিন"আমিন,"
"
"যেনে রাখো,আল্লাহর জিকির
দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।"
(আল কোরআন)
*
*
★আমি বলতে চাই আসুন আমরা শুধু এই দুনিয়া নিয়ে মেতে না থেকে আখিরাতের জন্য কিছু করি★
©somewhere in net ltd.