নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো আজিজুর রহমান

মো আজিজুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইসলামিক জীবন ব্যবস্থা

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৭

পরিপূর্ণ ইসলামিক জীবন যে কতটা
সুন্দর হতে পারে তা প্রথম উপলব্ধি
করি এক বোনের জীবন দেখে..
বলতে দ্বিধা নেই, সেদিন থেকেই
আমার চিন্তা ভাবনায় আমূল পরিবর্তন
আসে...........
"
যেসব বিষয় গুলোতে দুটানা
মনোভাব কাজ করত সেগুলো তে
স্থায়ী সিদ্ধান্ত নিতে
পেরেছিলাম...
"
কথায় কথায় একদিন অনেক কিছুই
শেয়ার করেছিলেন আপু সাথে,
আপুর হাজব্যান্ড ছিলেন ডাক্তার..
ঢাকা মেডিকেল থেকে গোল্ড
মেডেল পাওয়া দ্বীনদার ছেলেটি
শুধুমাত্র পরিবারের চিন্তা করেই এত
সুবিধা থাকা সত্ত্বেও বিদেশ
গেলনা...
-বলছিলাম,আপনার শ্বশুর শ্বাশুড়ি তো
ঢাকাতেই থাকে, তো আপনারা
আলাদা বাসায় কেন আপু?
আপু বলল, সাজুর আব্বু (সাজু আপুর
বাচ্চা) চায়না আমি আমার দেবরের
সামনে যাই,তাই শ্বশুর শ্বাশুড়ি কে
অনেক বুঝিয়ে আলাদা বাসায় নিয়ে
আসছে আমাকে..
অবশ্য প্রতি শুক্রবার যাই ওখানে..
সারাদিন থেকে আসি..
-স্ত্রীর পর্দার জন্য কেউ এমনটা
করতে পারে সেটাই ছিল আমার
জীবনে প্রথম দেখা....
দ্বীনের প্রতি ভালবাসা টা সেদিন
আরো বেড়ে গিয়েছিল....
"
-আপনার বিয়ের দিনের কথা বলেন
আপু.......
আমার বিয়েতে আমার বাসায় কোন
প্রোগ্রাম হয়নি,আমাকে কোন
শাড়ি দেয়নি তবে দামি
সালোয়ার-কামিজ দিয়েছিল..
-শাড়ি ছাড়া বিয়ে হয় নাকি আপু!
শাড়িতে তো পর্দা ঠিক থাকেনা...
আর এখন তো বাসায় পড়িই...
একদিনের জন্য পর্দা নষ্ট হোক তা
আমিও চাইনি...
-মা শা আল্লাহ...
পাশাপাশি বাসা হওয়ায় সুযোগ
পেলেই গল্প করতে যেতাম
আপুর
সাথে... শোকেস এর উপর একটা
ফুলদানিতে প্রায়ই তরতাজা লাল
গোলাপ
থাকত..
একদিন জিঙ্গেসই করে ফেললাম-
-আপু কি ঘর সাজানোর জন্য গোলাপ
আনেন?
আরে না... সাজুর আব্বু আমার জন্য
নিয়ে আসে...আমার পছন্দের ফুল
তো!
-বাহহ!! ইন্টারেসটিং তো আপু!!
যেদিন বাসায় থাকে আমাকে ঘরের
কাজেও সাহায্য করে..
-মা শা আল্লাহ..
"
একদিন দেখি কাজী আনোয়ার
হোসেন স্যারের 'মাসুদ রানা' পড়ছে
আপু...
আপুর মত আমিও একসময় খুব পাগল
ছিলাম
মাসুদ রানা,ওয়েস্টার্ন,শার্লক
হোমস,সায়েন্স ফিকশনের.............
-চিৎকার দিয়ে বললাম-
আপুউউউউ...এগুলো আপনি কই পান!!
সাজুর আব্বু এনে দেয়.... নতুন
কোন সিরিজ বের হলে সে ঠিকই
খোঁজ রেখে নিয়ে আসে...
আমি হতবাক!! একজন হাজব্যান্ড
স্ত্রীর এত ছোট ছোট ভাল লাগা
গুলোও খেয়াল রাখে!!!
কিভাবে সম্ভব!!
.
একদিন আপুই আমাদের বাসায় এসে
হাজির!!
হাতে একটা ব্যাগ!
-কি দেখাতে এনেছেন আপু?
দেখনা সাজুর আব্বু আমার জন্য কি
এনেছে!
-খুলে দেখি এত্তগুলা কসমেটিকস!
স্টোনের কিছু অর্নামেন্টস..
আপু আপনি তো পর্দা করেন!
এগুলো কিভাবে ইউজ করবেন?
সাজুর আব্বু তো এসব এনে দেয়
বাসায় সাজুগুজু করার জন্য!
.
(কথা প্রসঙ্গে এক বোন একদিন
আমায়
বলেছিল- বউ তো জীবনে
একদিনই
সাজব!তাই ইচ্ছামত সাজব!বিউটি
পার্লার থেকে সাজব!আমার মন তো
আর তোর মত বুড়া মানুষের মন না!)
>সেদিন এই বোন ও ছিল সামনে..
তাকে উদ্দেশ্য করে বললাম-
দেখেছো আপু! তোমরা তো
জীবনে একদিনই বউ হবা...একদিনই
বউ
সাজবা!
আর পর্দাশীল রা তার হাজব্যান্ডের
জন্য প্রতিদিনই বউ হয়!প্রতিদিনই বউ
সাজে!
বিশ্বাস না হয় সাজুর আম্মু কে
দেখো.....
"
মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম এই
সাজুর আব্বু গুলোকে কোথায়
পাওয়া যায়!
কিভাবে পাওয়া যায়...!!
সাজুর আব্বুদের মত ছেলে না
পেলে আর বিয়ে করে লাভ কি!!
"
উত্তর টাও খুব সহজ........
এই সাজুর আব্বুদের মত
স্বামীদের
পাওয়া যায় মাঝ রাতের প্রার্থনায়
দুফোঁটা চোখের পানির
বিনিময়ে...
আল্লাহর তায়ালার উপর পূর্ণ আস্থা
রেখে ধৈর্যের বিনিময়ে...
পূর্ণ পর্দার বিনিময়ে...
নিজ সম্ভ্রমের হেফাজতের
বিনিময়ে...
"
রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা
মিন খাইরিন ফাক্বির..... (হে আমার
প্রতিপালক! আপনি আমার প্রতি যে
অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল)
---সূরা ক্বাসাসঃ২৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.