নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

If you stop you will be run over

বদিউজ্জামা০০৭

If you stop you will be run over

বদিউজ্জামা০০৭ › বিস্তারিত পোস্টঃ

LAPTOP টা না হয় দু বছর পরই কিনলাম !!!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

একটা সময় ছিল ,যখন ফ্যামিলির উপর
অনেক রাগ-অভিমান করতাম।
পৃথিবী তে বাপের ছোট ছেলে -
মেয়েদেরই রাগ করার কেমন
জানি একটা অধিকার থাকে। তো তখন
আমার রাগ হজম করার জন্য সবাই প্রস্তুত
থাকত ---

যেমন প্রবেশিকা পাস করার পূর্ব পযন্ত
খাবার সময় যখন দেখতাম খাবার
প্লেটে ভালো তরকারী নাই তখন একটু
রাগ করলেই ডিমের পোচ এসে হাজির
হয়ে যেত।

এ রকম আর ও ঘটনা আছে যেমন ---
ক্লাস three তে থাকতে একদিন নতুন
লুঙ্গির প্রতি আমার খুব ভুত চাপল।
তো যথারিতি রাগ করে থাকলাম,অল্প
সময়ের মধ্যেই বুধবারের হাট হতে আমার
দুই ভাই দুইটা লুঙ্গি নিয়ে হাজির।

ইন্টারমিডিয়েটে একটু রাগ
করেছি এন্ড্রোয়িড ফোন পেয়ে গেছি।
এ রকম অনেক অনেক উদাহরণ আছে।

আর এখন আমার রাগ-অভিমান হজম
করবে এমন কেউ নাই। কারণ -

কারণ ভাইয়েরা যে এখন বিবাহিত ।

আর বাবা- মায়ের প্রতি এ বয়সে রাগ !!??
প্রসঙ্গই ওঠে না।

বি:দ্র: ভাই তোমরা ভাবীদের রাগ-
অভিমান remove করতে পারলেই বাপের
রাগ করা ছোট ছেলেটা খুশি হবে।
Laptop টা না হয় দু বছর পর চাকরীর
টাকা জমিয়েই কিনলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.