নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
একটা জীবন তোমাকে চায়
তুমি ভালবাসা
একটা জীবন তুমি ছাড়া কি যে পাগলপাড়া
মিথ্যে আমার গোলাপ বাগান
মিথ্যে মায়া কানন
সত্য কেবল তোমারি প্রেম
তোমায় আপন জানন।
এক জনমে তোমাকে চাই
তুমি মনের আশা
স্বর্গে বুঝি লেখা আছে
এমন প্রেমের ভাষা
শূণ্য আমার হৃদয় নদী
শূণ্য তারি জল
প্রেম যে গহিন গভীরএমন
পায়না খুঁজে তল।
একটা জীবন তুমি বিহীন
মরন বুকে বাসা
সেই বুকেতে তুমি বন্ধু
বেঁচে থাকার আশা।
২| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। প্রথমেই এই বর্ষায় কদম ফুলের শুভেচ্ছা রইল। সুন্দরভাবে মতামত ব্যক্ত করে আমাকে অনুপ্রাণিত করায় অসংখ্য ধন্যবাদ। কাব্যের ভুবনে যেন চিরস্থায়ী হতে পারি দোয়া করবেন, পাশে থাকবেন। শুভ কমানা নিরন্তর। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায় গভীর আবেগময় ভালবাসা অভিব্যক্ত হয়েছে। যেমনঃ
একটা জীবন তুমি বিহীন
মরন বুকে বাসা
সেই বুকেতে তুমি বন্ধু
বেঁচে থাকার আশা।
তবে, কবিতায় কিছু বানান ভুল রয়েছে। টাইপোঃ তোমারি < তোমারই, তারি < তারই হবে।
বাংলা কবিতার আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। কবিতাটিতে ব্যক্ত ভালবাসার অভিব্যক্তি ভাল লেগেছে।