নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

খেলা ! খলা! খেলা!

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০


আমরা এখন এমন এক সময়ে বসবাস করিতেছি যেখানে ক্রমেই সব ভার্চুয়াল হইয়া যাইতেছে। শুনিতে আশ্চার্য লাগে রোবটও খেলা করে আবার উহাদেরও খেলার প্রতিযোগিতা হয়। কিন্তু আমাদের নতুন প্রজন্ম খেলার মাঠ পাইতেছেনা। শহরের পর গ্রামেও ক্রমশ তা সংকুচিত হইয়া পড়িতেছে। এর ফলাফল বড়ই ভয়াবহ হইয়া উঠিতেছে- ছেলে-মেয়েরা তাই সারাক্ষণ মোবাইল লইয়া খেলা করিতে ব্যস্ত হইয়া উঠে। আর টেলিভিশনে খেলা দেখে।

এতে করিয়া তাদের শারীরিক ও মানষিক বিকাশ কিছুটা বাধাগ্রস্ত হইতেছে। অথচ আমরা এককালে কতরকম খেলাইনা খেলিতাম। সব প্রকার খেলাকে বিপদে ফেলিয়াছে-ক্রিকেট ও ফুটবল।
এই দুই খেলাকে লইয়া সকলে অতিশয় ব্যস্ত- লিখাতে, কথাতে,আলোচনায়, সমালোচনায়, পত্রিকায়, রেডিওতে, টিভিতে সবখানে, যেন এই দুই খেলা ছাড়া পৃথিবী অচল। অন্যকোন খেলা পৃথিবীতে ছিলনা, নেই।

হাডুডু(কাবাডী), দাড়িয়াবান্দ, গোল্লাছুট, বৌ-চি, কানামাছি,টেনিস, টেবিল-টেনিস, ব্যাডমিন্টন, কিংকং, সাতচারা, লাল ইট, লুকোচুরি(পলানতি), লুডু,দাবা, ক্যারাম, কার্ড(তাস), চোর-পুলিশ, রাম-সাম যদু-মধু আর কত কি ?

কোথায় হারিয়ে গেল সেদিন, সেই খেলা। আহা! মনে পড়িয়া গেল বড়ই খারাপ লাগিয়া উঠে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: ইন্টারনেটের খপ্পরে পড়ে সব হারিয়ে গেছে।

আর বাচ্চারা খেলবে যে তেমন জায়গাও নাই।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন।
সামনে আরও ভয়াবহ দিন আসিতেছে।

ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে খেলা বলতে শিশুরা মোবাইলে ভিডিও গেম খেলা বোঝে!

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাই সত্যিই বলেছেন।

খেলা-ধূলা সব এখন মোবাইলের ভিতর ঢুকেছে। অথচ আমরা কত সুন্দর সময় কাটিয়েছি খেলা খেলে।

ধন্যবাদ ও শুভকামনা।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯

আটলান্টিক বলেছেন: "রাম-সাম যদু-মধু" এগুলোও কি খেলার নাম?

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা এগুলোও একপ্রকার খেলা।

ছোট কাগজে ০৪টি-রাম, ০৪টি-সাম, ০৪টি-যদু ও ০৪টি-মধু লিখে ভাজ করে মোট ১৬টি কাগজ ভাজ করে ০৪ জন খেলোয়ারের মাঝে ফেলতে হবে। ০৪ জন খেলোয়ার যে কোন ০৪টি কাগজ নিবেন।এর পর ১টি করে কাগজ চালাচালি করতে হবে। এভাবে যে প্রথম ০৪টি রাম বা ০৪টি সাম বা ০৪টি যদু বা ০৪টি মধু দেখাতে পারবে সে প্রথম হবে এবং আবার খেলা শুরু হবে।

ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

পোষ্ট পড়ে শৈশবে ফিরে গেলাম !!! :) মনে পরে গেল অনেক খেলার কথা। B-)


আহা !!! আগে কি সুন্দর দিন কাটাতাম।


১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিইতো আমরা বড় হয়ে গেলাম আর খেলাগুলোও যেন কোথায় পালিয়ে গেল। হা. হা. হা..............................

মন্তব্য ভাল লাগলো।

ধন্যবাদ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

ফিনিক্স! বলেছেন: আহা, সেই সৃতিগুলো.. মাংসচুর, বোম্ব বাশটিং, কলম ক্রিকেটের মতো খেলাগুলোর কথাও মনে পরে :(

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় এভাবেই সবকিছু কেড়ে নেয়।
স্মৃতিময় সেদিনগুলোর কথা মনে করলেই সুখ।
ধন্যবাদ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

জীবন সাগর বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার খাড়া করাইছেন আলোচনায়, ভালো লাগলো পোষ্ট।

এখন পুলাপানদের খেলার মাঠ বলতে মোবাইল কিবোর্ড ! যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ সংবাদ।

সুন্দর আলোচনায় ভালো লাগা রইল।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাগর ভাই আপনার মন্তব্যও সুন্দর হয়েছে।

ভাললাগা জানিয়ে খুশী করলেন।

শুভ কামনা জানবেন।

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


খেলাহীন কৈশোর সমস্যপুর্ণ তরুণ শ্রেণীর জন্ম দিয়ে চলছে।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: মনে হয় সত্যি তাই(অনেক ক্ষেত্রে)।

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আলোচনা করেছেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিয়েছেন

আগামী প্রজন্মান্তর এর ফল ভোগ করবে খুব খারাপ।

সামাজিক ও রাষ্ট্রিক উদ্যোগ প্রয়োজন গুরুত্ব সহকারে....

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত পেলাম।
ধন্যবাদ নয়ন ভাই।

আচ্ছা আপনিতো একাই তিন জনের নাম দখল করেছেন ।
কোন নামে ডাকলে খুশী হবেন - নয়ন, নাঈম না জাহাঙ্গীর। হা. হা. হা..........................
ভাল থাকবেন। একটু রশিকতা করলাম।

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব হারিয়ে যাচ্ছে ফেসবুকের কাছে...

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব হারিয়ে যাচ্ছে।
সময়ের সাথে সাথে সব হারিয়ে যাবে এটাই নিয়ম।

ভাল থাকুন সবসময়।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, প্রতিউত্তরে কৃতজ্ঞতা রইল।

আমাকে সবাই নয়ন নামেই ডাকে চিনে, আপনি যেভাবে ডেকে খুশি, আমি সেভাবেই আনন্দিত হবো ভাই।

ভালোবাসা নিরন্তর

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিউত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন।
ভাল থাকবেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.