| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
বিবিসি বাংলার সংবাদ যারা শোনেন বা নেটে চোখ বোলান তাদের জন্য সত্যিই দুঃসংবাদ।
বিবিসি আমাদের এ জীবনে কত সংবাদ শোনাল অথচ আজ থেকে ভোরের ও রাতের অধিবেশন বন্ধ হয়ে যাচ্ছে।
অধিবেশন দুটিই আজ স্মৃতির সংবাদ হয়ে যাবে। সময় বুঝি এমনই। এক সময় যা ঝাঁকজমক সময়ের পরিক্রমায় আবার একসময় তা বিরান হয়ে যায়।
মোবাইলে প্রতি রাতে ১০।০০ বিবিসি শোনা অভ্যাস হয়ে গিয়েছি। ১০।০০ বাজতেই সব কাজ শেষে বিছানায় শুয়ে মনোযোগ দিয়ে বিবিসি শোনা সত্যিই আনন্দের ও বিনোদনের ছিল।
কিন্তু আজ থেকে তা আর হবেনা। বিবিসি বাংলার সংবাদ, উপস্থাপনা, খেলার খবর ও বিভিন্ন পরিবেশনা বেশ মুগ্ধ করতো শ্রোতাদের।
কিছু দিন আগে এবিসি রেডিওর জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান ডর বন্ধ হয়ে গেল।
এভাবেই কি কালের আবর্তে একে একে হারিয়ে যাবে রেডিওর সব জনপ্রিয় অনুষ্ঠান ?
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
তবুও কষ্ট হয়। নিয়তি বুঝি এমনই।
ধন্যবাদ।
২|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৭
ব্লগার_প্রান্ত বলেছেন: বিবিসি কে ভুলতে পারবো না। ![]()
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও না।
সে যে মন জয় করে নিয়েছে।
ধন্যবাদ।
৩|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭
রানা সাহেব বলেছেন: কারন কি?? ভালই তো জনপ্রিয় ছিল।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কারণ হিসাবে তারা বলেছে,
টেলিভিশন ও ইন্টারনেটের সবংবাদের প্রতি মানুষ বেশি ঝুঁকছে,
দিন দিন রেডিওর মত বিবিসির শ্রোতা কমে যাচ্ছে। তাই এ সিদ্ধান্ত।
৪|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬
তারেক_মাহমুদ বলেছেন: কি আর করা যাবে, মনে হয় জনপ্রিয়তা হারিয়েছে তাই বন্দ করে দিচ্ছে।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন পুরোটা হারায়নি।
কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারাও অনলাইনকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
তাই বন্ধ করে দিয়েছে ভোর ও রাতের অধিবেশন।
দুঃখজনক।
৫|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
নতুন নকিব বলেছেন:
বিবিসি হারিয়ে যাচ্ছে! সবই হারিয়ে যাবে একে একে! কত খবরের জন্য বিবিসির দ্বারস্থ হতাম!
সংবাদ পরিবেশনে জাতিগত বৈষম্য (যেমন, উদাহরন স্বরুপ- ইরাক, আফগান যুদ্ধ কিংবা ফিলিস্তিনের চলমান জবরদখল নিয়ে সঠিক সংবাদ ধামাচাপা দিয়ে আলতোভাবে উপরে উপরে রিপোর্ট করা) এবং কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব থাকলেও আন্তর্জাতিক সংবাদ জানার একটা মাধ্যম ছিল বটে।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবই হারিয়ে যাবে।
কিন্তু মন মানতে চায়না।
একদিন সবই সয়ে যাবে। যুগের দাবী মিটাতে তারাও টিভি, নেটে অনুষ্ঠান বৃদ্ধি করছে
তারিই ফলাফল দুটি সুন্দর অধিবেশন বন্ধ হয়ে যাওয়া।
বিবিসিও একদিন স্মুৃতি হয়ে যাবে।
ধন্যবাদ।
৬|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
কালীদাস বলেছেন: ডিক্লায়ার দিয়েছে অলরেডি?
এককালের পার্ট অফ লাইফ হারিয়ে যাবে বিবিসি বন্ধ হয়ে গেলে। স্বৈরাচারের পতন, কুয়েত যু্দ্ধ, ... মনে পড়ে এখনও আপডেটগুলো বিবিসি থেকেই পেতাম।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকের অনেক স্মৃতি, অনেক সংবাদ, অনেক জ্ঞানার্জনে বিবিসির অবদান অম্লান।
যারা এর সাথে জড়িয়ে পড়েছেন এবং শ্রোতা হয়েছেন তারা দুঃখ পাবেন।
তবুও বাস্তবতা মেনে নিতে হবে।
স্মৃতিতে উজ্জ্বল রবে বিবিসি।
ধন্যবাদ।
৭|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
আখেনাটেন বলেছেন: বিবিসি এদিকে বন্ধ করছে আর শুনছি ওদিকে চায়নারা তাদের রেডিওকে আরো ভাষায় আরো অাকর্ষনীয়রূপে প্রচারের।
বিশ্বরাজনীতি, অর্থনীতির নতুক দিক বলতে পারেন এই বন্ধ হয়ে যাওয়া। তবে গ্রামে থাকা মানুষ কিংবা বলতে পারেন মোটামুটি অথেনটিক সংবাদ শুনতে চাওয়া মানুষের জন্য এটা একটা অাঘাতই। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সঠিক বলেছেন।
বিবিসি বন্ধ মানে বাংলার অনেক এলাকার মানুষের সংবাদ ও বিনোদনে আঘাত।
চায়নারা হয়তো তাদের অর্থণীতির জন্যই প্রচার প্রসারে ব্যস্ত হচ্ছে।
ধন্যবাদ।
ভাল থাকুন।
৮|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২
সৈয়দ তাজুল বলেছেন: একটা দুঃসংবাদ বটে।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি তাই।
ধন্যবাদ।
৯|
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১
কবীর বলেছেন: আগে নিয়মিত বিবিসি শোনা হতো.....
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন আর শোনা হয়না-অনেকের এরকম কারণেই বন্ধ হলো বিবিসির দুটি অধিবেশন।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
১০|
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা পুরোদস্তুর ক্যাপিটেলিজমে দীক্ষিত হয়ে গেছেন, উনাদের কাজ হয়ে গেছে!
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ হয়েও হইলনা শেষ।
ধন্যবাদ অশেষ।
১১|
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
দিবা রুমি বলেছেন: বেদনাময়ী সংবাদ।
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একেবারে বন্ধ হয়ে গেল বেদনার আর শেষ থাকবেনা।
ধন্যবাদ।
১২|
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪
করুণাধারা বলেছেন: এক সময়ে প্রতিদিন দুবার বিবিসি শুনতাম। কবে থেকে বিবিসির শোনা ছেড়ে দিলাম তাই এখন ভাবছি- সম্ভবত কেবল টিভি আসার পরে।
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকের ক্ষেত্রেই এ ঘটনা ঘটেছে।
সময় সব বদলে দেয়।
ধন্যবাদ।
১৩|
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
কলাবাগান১ বলেছেন: এপ্রিল ফুল
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এপ্রিল ফুল হবে কেন ?
ভোর ৬।৩০০ ও রাত ১০।৩০ ঘটিকার বাংলা অধিবেশন বন্ধ হয়ে গেছে।
সকাল ও সন্ধ্যার অধিবেশন ঠিক ই আছে।
১৪|
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
কলাবাগান১ বলেছেন: এপ্রিল ফুল মনে হয়...কোথাও লিং পেলাম না
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
৩১ তারিখ রাত ১০।৩০ টার সময় যখন পরিক্রমা প্রচার হচ্ছিল তখন একটু পর পরই বলছিল আজ শেষ পরিক্রমা।
আজ রাতে অধিবেশন শুনতে পান কিনা দেখেন তাহলেই নিশ্চিত হয়ে যাবেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কালের গর্ভে বিলীন হবে সবই। শুধু মানুষের কৃতকর্মগুলো যুগের পর যুগ মানুষের মুখে মুখে উচ্চারিত হয়ে ফিরবে।