নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় রস (রম্য-রঙ্গ-১০)

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭



ব্লগীয় রসের প্রথমবার যাদের নাম এসেছিল সবাই খুশী হয়েছিলেন। অনেকের আক্ষেপ ছিল না নাম আসায়। আজ তারা চোখ রাখুন যারা বাদ পড়েছিলেন এখানে-

১। সম্প্রতি যিনি গল্প লেখায় করেছেন পাশ-নীল আকাশ।

২। কবিতায় যিনি সময় করেন পার- সেলিম আনোয়ার

৩। বিরহী কবিতা যিনি করন চয়ন-নাঈম জাহাঙ্গীর নয়ন।

৪।ব্লগ ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই জাপান-মিথী-মারজান।

৫।কাব্যে যে মনের কথা কয়-বিজন রয়।

৬। নিজের লেখার যত্নে যে পাগলপারা-করুণাধারা।

৭।গল্প লেখায় যিনি বীর-অপু তানভীর।

৮।কোথাও তার উড়িবার নেই মানা-ভ্রমরের ডানা।

৯। পাঠক তার কথায় মারেন তুড়ি-কথার ফুলঝুরি!

১০। ছবি তোলায় ষোলআনা আছে যার হুশ-সাদা মনের মানুষ।

১১। মন্তব্যে যিনি ঘটান ক্রিয়া-বিক্রিয়া-পাঠকের প্রতিক্রিয়া!

১২।আরেকটা নতুন চটি গল্প ধর-কাইকর।

১৩। পোস্ট হিট না হলেও কাঁদেনা যে বে- স্রাঞ্জি সে।

১৪। ঠিক মত ব্লগ না চললে খেতে হবে ধরা-অপ্সরা।

১৫। ছবি হয়ে যান যখন কবি-কাজী ফাতেমা ছবি।

১৬।কবিতায় তৃষ্ণার জল মিঠায় ক্ষনিক-জাহিদ অনিক।

১৭। গদ্যে-পদ্যে যিনি বিবিয়ানা-মনিরা সুলতানা।

১৮। পোস্টের কথাগুলো নয় তরল-গড়ল।

১৯। ওপার বাংলার জীবন ও কথা তুলে ধরি -পদাতিক চৌধুরী।

২০।বয়স কম হলেও নয় আত্মভোলা-মৌরি হক দোলা।

২১। একটা পোস্ট দিয়ে অনেক দিন থাকেন হীম-তারেক ফাহিম।

২২। ব্লগে যে থাকেনা থামিয়া-সামিয়া।

২৩। কবিতা যার বসত ঘর-সুমন কর।

২৪। বুকে যার ভালবাসা আছে টনের পর টন-গিয়াস উদ্দিন লিটন।

২৫। গল্প কবিতায় ভাব করি-নীলপরি।

ছবি-নিজের তোলা।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্লাসে কৃতজ্ঞতা দাদা।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো।।। সুন্দর

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাশে থাকার জন্য ধন্যবাদ।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

বিজন রয় বলেছেন: কাকতাল ব্যাপার!! আমাকে পাঁচ নম্বরে রাখলেন কিভাবে বলুনতো? আপনি কি আমার মনের কথা বুঝতে পারেন!!

আরে পাঁচ সংখ্যাটা আমার খুব পছন্দের!
পাঁচ সংখ্যাটা আমার জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত।

হা হা হা ..... দারুন!!!

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে আমার ভাবনাগুলো সত্যি হয়ে যায়।

আপনারটা কাকতালীয়।

দারুন জীবন কাটুক।

ধন্যবাদ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good point

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্য।


ধন্যবাদ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

নতুন নকিব বলেছেন:



গুনীদের নিয়ে আরেক গুনীর সুন্দর উপস্থাপনা।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন নকিব বলেছেন-

গুনীদের নিয়ে আরেক গুনীর সুন্দর উপস্থাপনা।

এবং আরেক গুণীর মন্তব্যে প্রীত হলাম।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাসতে কারো নেই মানা
ব্লগের নেই সীমানা।

ধন্যবাদ।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

নজসু বলেছেন:



বাহ! বাহ!! বাহ!!!
দারুণ হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুনেরা পরের যে কোন পর্বে আসবেন।


ধন্যবাদ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: আহা বেশ বেশ

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা বেশ বেশ
কি যে সুখের রেশ।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! সুন্দর! তালিকার অনেকেই চেনাজানা।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম আমার ব্লগে।

মতামতে ধন্যবাদ জনাব।

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আ: হা হা হা ! শুনিয়া শরম লাগে মনে। কি যে ছাই তুলে ধরি! বিনোদনমূলক পোস্টটি বেশ লাগলো।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দাদা শরমের কি আছে। সত্যি আপনার মাধ্যমেই ওপার বাংলার টুকিটাকি জানছি।


ধন্যবাদ।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো। ;)

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কবি এলেন অনেক দিন পর
ঠিক আছেতো মনের বাড়ি-ঘর ?

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

হাবিব বলেছেন: আমি কই?

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাই নাই নাইরে সারা দেশে নাই....................

ভবিষ্যতে লিস্টে আসিবেন।

ধন্যবাদ।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... অল্প কথায় ব্লগারদের ভাবসাব কিছুটা উঠে এসেছে।

কাইকর কই? দেখি না অনেকদিন।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল আছে ভাই। কাইকর বই প্রকাশে ব্যস্ত তাই হয়তো দেখা যাচ্ছে না।

ধন্যবাদ।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: া হা - সেইরাম....

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা কবি সেই রইম হইছে আপনার কাছে
তা জেনে ভাল লাগছে।

ধন্যবাদ।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১

আরোগ্য বলেছেন: দারুণ! বেশ!

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর কথন ও বচনে ধন্যবাদ।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

করুণাধারা বলেছেন: চমৎকার ছন্দময় বর্ণনা। খুব ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ আপু।

আপনাকে আমার এখানে দেখেও ভাল লাগলো।

ভাল থাকুন সবসময়।

১৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: অতীব সুন্দর পোষ্ট

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ কদিন দেখছিনা আপনাকে । ব্যস্ত নাকি ?

১৮| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

নীল আকাশ বলেছেন: সারাদিন বউ বাচ্চা নিয়ে ঘুরতে আর সিলভারস্ক্রীনে দেবী দেখতে গিয়েছিলাম। এখন এসে ব্লগ খুলে আমি তো হতবাক! এক নাম্বার রোলই কিনা আমার? আর মন্তব্য করতে আসলাম ১৯ এ? এই লজ্জা রাখি কোথায়? :`>
ভাগ্য ভালো এটার জন্য Click This Link
১২ নাম্বার হই নি, মনে হয় কানের পাশ দিয়ে গুলি গেছে, টাচ করেনি। ;)
মাইদুল ভাই দুর্দান্ত প্রচেস্টা, কোন প্রশংসার কথা লেখেই এটাকে মূল্যায়িত করতে পারব না....
শুধু একটা শব্দ - অসাধারন! আর কিছু বলা আমার সম্ভব না....
খুব ভালো থাকুন, সব সময়, আমার প্রিয় ভাই!
শুভ কামনা রইল!

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুঃখিত ভাইয়া উত্তরটা দেরিতে দিতে হলো।

দেবী দেখে নিশ্চয় ভাল লেগেছে। আর জয়ার অভিনয় মন কেড়েছে।

আপনার মতামত পেয়ে আনন্দিত হয়েছিল।

ভাল থাকুন । ধন্যবাদ।

২০| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: মজার !!

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দাদা।

পাশে থাকুন আরও মজা দিতে চাই।

২১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাঝে মাঝে তারে যায় দেখা ব্লগে, মনে হয় যেন গেস্ট
প্রতিটি পোস্ট এ ঢুঁ মেরে মেরে, করতে চায় সে টেস্ট
নোটিশ ছাড়াই হঠাৎ উধাও, নেয় কিছুদিন রেস্ট
সে তো কেউ নয় সম্রাট ভাই, নিজেকে বলে সে বেস্ট!

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ আপনাকে দিক একটা ক্রেস্ট-সম্রাট ইজ বেস্ট।

ধন্যবাদ।

২২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

পদ্মপুকুর বলেছেন: ব্লগে আসলেই মনটা ভালো হয়ে যায়, মানুষ কতো ক্রিয়েটিভ হতে পারে এখানে আসলে বোঝা যায়। ভাল্লাগ্লো।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাইয়া ভাল আছেন নিশ্চয়।

ব্লগে সৃজনশীল মানুষের কর্মকান্ড দেখে সত্যি মুগ্ধ হই।

ধন্যবাদ।

২৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আখেনাটেন বলেছেন: বেড়ে লিখেছেন ভায়া। :D

এই রকমই তো দরকার, কে লিখেছেন জানতে হবে না- অামাদের মোঃ মাইদুল সরকার। :)

মজা পেলুম

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনারটা মিলানো বেশ কষ্টকর। তবুও চেষ্টা করবো।

ধন্যবাদ।

২৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার চমৎকার ! দারুণ লেগেছে সবার টা ; অত সুন্দর করে ভাববার জন্য ধন্যবাদ।
দিল খুশ করে দিলেন :)

অনেক অনেক শুভ কামনা।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক দিল খুশ হওয়ায় আমিও খুশী।

ভাল থাকুন দিদি। ধন্যবাদ।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:

বাহ সুন্দর হয়েছে সবগুলোই।
১৩ তম প্লাসে ভালোলাগা জানালাম ভাইজান

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় ভালবাসা জানবেন কবি।

প্রসংশায় ধন্যবাদ।

২৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: মজার পোষ্ট

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজা পেয়েছেন জেনে ভাল লাগলো।

ধন্যবাদ।

২৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

সনেট কবি বলেছেন: Good

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগীয় রস তাহলে ভালোই ছড়িয়েছে :D

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তাইতো দেখছি আপু।


ধন্যবাদ।

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

বাহ বাহ চরম তো
এই অর্ধেকটা তোমার জন্যো।
লোহায় কাটে লোহা
ঠাণ্ডায় কাটে ঠাণ্ডা ;)


২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিয়েছেন যখন ভালবেসে না খেয়ে কি উপায় আছে।

ভায়া ঠান্ডায় ঠান্ডা বাড়ে।

ধন্যবাদ।

৩০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সুন্দর! অসাধারণ! প্রতিটি লাইনই এক একটি কবিতা! বাহ!

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ আপনি বেশ কাব্যিক মন্তব্য করলেন।

ধন্যবাদ।

৩১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন মনের ভাবগুলো সকল কে নিয়ে।
ছবিটি কিসের?

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামেন আপনিও আসবেন আপু। আপনারটাও ভেবে রেখেছি।

ছবিটা আমার বেডরুমের বিছানার চাদরের।

ধন্যবাদ।

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

নীল আকাশ বলেছেন: দেবী ছিনেমাটা নিয়ে একটা পোষ্ট দিব, দেবী উপন্যাসটা পড়ছি এখন। জামাই বউ এর কম্বাইন্ড রিভিউ হবে।
ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হবে তাহলে ।

কাজ শুরু করুন। শুভকামনা থাকলো।

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

মিথী_মারজান বলেছেন: সুযোগ পেলে আমি জাপান যেতে চাইইই ভাইয়া।
জাপানে নিশ্চয়ই ইন্টারনেট সুবিধা আরো উন্নত, সুতরাং সামুকে ফেলে তো অবশ্যই না বরং জাপান থেকেই সামুতে নিয়মিত থাকতে পারলে মন্দ হতোনা কিন্তু!
হাহাহাহা।
যতটুকু বুঝলাম, আমারটা মেলাতে আপনার খুব খাঁটুনি হয়েছে ভাইয়া।হাহা।:p
অনেক মজা পেলাম।
সবচেয়ে বড় কথা,, কতশত ব্লগারের ভীড়ে আমার নামটা মনে রেখেছেন এটাই তো বিশাল পাওনা।
থ্যাংক ইউ ভাইয়া....।:)

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অতটা কষ্ট হয়নি।

প্রথম ভাবনাটাই কাজে লাগিয়েছি আপু। জাপানের সাথে মারজান এর মিল আছে বলে।

জাপান গিয়ে আরও বেশি সামুতে সময় দিবেন -বেশ বেশ।

ব্যস্ত মনে হয়। অনেক দিন ব্লগে দেখিনা।

ধন্যবাদ পাঠ, মন্তব্য ও লাইকে।

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

বলেছেন: দারুণ উপমায় সাজানো

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ লতিফ ভাই পাঠ ও মন্তেব্যে।

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

নাসির ইয়ামান বলেছেন: সকলেরই আলোচনা যে ধরলে তুলে,
আপনার তুলনা নিজে গেলে ভুলে.

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! ছন্দে সত্যি কথাটাই বলেছেন ভাই-

এক কথায় সবাইকে তুলে ধরা দরকার-মোঃ মাইদুল সরকার।

ধন্যবাদ ও শুভকামনা।


৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার ঘাটে নৌকা ভিড়ায় যে মাঝি
তিনি আমাদের খোঁচামারা চাঁদগাজী!!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দটা কিন্তু দারুণ হয়েছে নূরু ভায়া।

ধন্যবাদ।

৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সবার ঘাটে নৌকা ভিড়ায় যে মাঝি
তিনি আমাদের খোঁচামারা চাঁদগাজী!
=p~ =p~ =p~

খিকজ B-))

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে ব্লগে যিনি মারছেন সিক্স-আর্কিওপটেরিক্স।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জনাব।

৩৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.