নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদের নতুন কৌশল-‘গা ঘেঁষে দাঁড়াবেন না’।

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৫

https://www.bbc.com/bengali/news-47843402

ছবি-নেট থেকে নেওয়া।

প্রতবাদের ভাষা ও হাতিয়ার বিভিন্ন রকম হতে পারে। সম্প্রতি টি-শার্টে লিখা ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ তেমনই একটি অভিনব উদ্যোগ। কয়েকজন নারী যখন বাসে বা যানবাহনে বাজে অভিজ্ঞতা লাভ করেন তখন তারা প্রতিবাদ করলেও কেউ তাদের সমর্থন না করায় হতাশ হয়েছেন।

আর সেই ভাবনা থেকেই এ রকম ব্যতিক্রমী প্রতবাদের ভাষা ব্যবহার করা হচ্ছে টি-শার্টে, খোঁপার কাঁটায়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেখা দিয়েছে এ নিয়ে মতভেদ, আলোচনা-সমালোচনা।

ফেসবুকে অনেকে এ নিয়ে নেতিবাচক প্রচারনা চালাচ্ছে। শুধু নারীরা কেন পুরুষেরাও এ ধরনের টি-শার্ট ব্যবহার করতে পারেন সচেতনতার জন্য।

আপনাদের মতামত কি ?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই তো অভিনব! হা হা হা.... গা ঘেঁষে দাঁড়াবেন না।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ আইডিয়া।

ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: সিগারেটের পেকেটে কি লেখা থাকে? যারা খায় তারা মানে?

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানা না মানা আপনার ব্যাপার। কিন্তু পন্যের বিজ্ঞাপনতো থেমে নেই।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৩

কিশোর মাইনু বলেছেন: রাজীব নুর ভাই কথায় পয়েন্ট আছে। তবু ও খারাপ না উদ্যোগ।
দেখা যাক, ২/১জন ও যদি চেইঞ্জ হয় ২মিনিটের জন্য।

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও যদি পরিবর্তন হয় ক্ষতি কি ?

৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৫

ঢাবিয়ান বলেছেন: বিদেশে কোন মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকানোও শাস্তিযোগ্য অপরাধ। আমাদের দেশে যেহেতু ল এন্ড অর্ডার বলে কিছু নাই তাই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রসংসনীয়। মেয়েদের আরো বেশি প্রতিবাদী হয়ে ওঠা প্রয়োজন।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিবাদ ও সচেতনতা দরকার। আইনের প্রয়োগও প্রয়োজন।
ধন্যবাদ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

ভুয়া মফিজ বলেছেন: তিনটা পক্ষ যদি ধরি....
যৌন হয়রানিকারীঃ এরা কোন কিছুতেই বিরত হবে না, কারন এরা মানসিকভাবে অসুস্থ।
সাধারন পাবলিকঃ এ'ধরনের ঘটনায় আশেপাশে যারা থাকে, তারা খুবই গুরুত্বপূর্ণ। কারন, এরাই এ্যকশানে যায়। এখন আমাদের দেশের সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে একটা মেয়ে যদি টি-শার্ট পড়ে পাবলিক বাসে উঠে আর এ'ধরনের ঘটনার শিকার হয়.....তাহলে সে সহানুভূতি পাবে না কিংবা পেলেও কিছু করার জন্য যথেষ্ট হবে না। এতে করে এই ধরনের ব্যক্তিরা আরো উৎসাহিত হবে। সুতরাং, টি-শার্ট যে উদ্দেশ্যে বানানো, সে উদ্দেশ্য ব্যাহত হতে বাধ্য।
ভিকটিমঃ দেশের বাস্তবতায় এ'ধরনের টি-শার্ট পাবলিক সহানুভূতি লাভে ব্যর্থ হবে। ফলে, আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে না।

সুতরাং বলা যেতে পারে, এটা কার্যকরী হবে না। অন্য উপায় দেখা দরকার। তবে শুরু যে কিছু একটা দিয়ে হয়েছে, এটা ভালো। চলুক এ'ধরনের প্রতিবাদ!

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ভাল তো জগৎ ভাল এই প্রবাদটা মেনে সবাই ভাল হলেই রক্ষা । তা না হলে সমস্যার শেষ থাকবেনা।

ধন্যবাদ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

জুন বলেছেন: আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। বিদেশে নারী পুরুষ অফিস টাইমে স্কাই ট্রেন মেট্রো রেল বোটে পাশাপাশি ঠাসাঠাসি করে দাঁড়িয়ে যার যার গন্তব্যে যাচ্ছে। কোন অশ্লীলতা অশালীন আচরণ ভুলেও আমার কখনো চোখে পরে নি। কার পাশে কে? মানুষ নাকি রোবট? নারী নাকি পুরুষ এসব নিয়ে কোন বিকার দেখিনি কখনো। যার যার চিন্তায় সে সে মগ্ন। গন্তব্য আসলে নিঃশব্দে নেমে যাচ্ছে।

আসলে এর জন্য ছোটবেলা থেকে বিভিন্ন সামাজিক নীতিমালা শিক্ষা ছাড়াও আইন প্রনেতাদের এই বিষয়ে রয়েছে জিরো টলারেন্স। তাই আমাদের মত "গা ঘেষে দাড়াবেন না " লিখতে হয়না তাদের। দুঃখই হয় আমাদের মেয়েদের জন্য। কত অসহায় হয়েই না এই সাইনবোর্ড লাগাতে হয়েছে আজ।

০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা বিদেশ থেকে শিক্ষা নেই না। নিলে আজ এই অবস্থা হতোনা।

ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩

চোরাবালি- বলেছেন: না ঘেষে দাঁড়ালে কাছে আসার গল্প তৈরী হবে কি ভাবে?
ঘেষাঘেষি, ঠেলাঠেলি, ঝগড়া দ্বন্দ থেকেই তো বন্ধুত্ব, তা হলে কেন এ প্রতিবাদ।

প্রতিটা সমাজে কিছু রীতি আছে, ইচ্ছামত কিছু রীতি ভেঙে কিছু রীতি রাখা যায় না, তাতে মিক্সড কালচার তৈরী হয়।
একই কথা মৌলভীরা যখন বলে তখন হয় মৌলবাদি গোড়ামী আবার যখন মেয়েরা বলে তখন হয় প্রতিবাদ। অদ্ভুদ এদেশে।

আচ্ছা এর থেকে ভালো মেয়েরা আলাদা পরিবহনের জন্য আন্দোলন করতে পারে না?

এসব হাইলাইট হওয়ার ধান্দা।

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন।

তবে সবাই হাইলাইট হওয়ার জন্য তা করেননা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.