নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
একদা যে শব্দের ঘ্রাণ ছিলো...
সামু ব্লগে মন্তব্য থেকে কবিতা সৃষ্টি নতুন কিছু নয় কিংবা ফিচার/গল্প থেকে কবিতা তৈরীও বিচিত্র কিছু নয়। গতকাল পদ্ম পুকুরের পোস্ট পড়ে মন্তব্য করেছিলাম-
ফেলে আসা শব্দরা আজ খোঁজে অবয়ব
চায় রূপ-রং আর গন্ধ
এতকাল পড়ে আমি যে অসহায়
হায় কেন চোখ থাকতে অন্ধ।
তো ওনার প্রতিউত্তর পেয়ে দারুন মুগ্ধ হলাম এবং বাকি অংশ পূর্ণ না করে পারলাম না। ওনার অনুপ্রেরণা না পেলে হয়তো মন্তব্যটা এখানেই শেষ হয়ে যেত। অনেকের পোস্টেই এ ধরনের মন্তব্য করি কিন্তু পুরো কবিতা আর হয়ে উঠেনা । ব্লগে এই গল্প-কাব্যের সৃষ্টির মিথস্ক্রিয়া চলতেেই থাকবে। মনে পড়ে ব্লগার নীলপরি ও ব্লগার শাহরিয়ার কবিরের কথা। ওনাদের মন্তব্যে আর প্রতিমন্তব্যে ব্লগ পেয়েছে দারুন সব কবিতা। ওনাদের কাব্যের লড়াই চলতো দিনের পর দিন। মিস করছি সেই দিনগুলো।
কবিতার এমনই শক্তি ১৫০০ শব্দকে দু’লাইনে প্রকাশ করতে পারে।কবিতার এমনই গতি গল্পকে গুটিকয়েক শব্দে বুঝিয়ে দিতে পারে। কবিতার এমনই গুণ প্রেমিক রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। কবিতার এমনই শক্তি জনতাকে করতে পারে বিদ্রোহী।
এবার পুরো কবিতাটি পাঠ করার আমন্ত্রণ-
শব্দের ঘ্রাণ
ফেলে আসা শব্দরা আজ খোঁজে অবয়ব
চায় রূপ-রং আর গন্ধ
এতকাল পড়ে আমি যে অসহায়
হায় কেন চোখ থাকতে অন্ধ।
অতীতের শব্দরা গড়ে তোলে স্মৃতির তাজমহল
আধার রাতে জোনাকির ভীর
সময়ের স্রোতে ভেসে গেলে জীবনের হিসেব
সব পাখি আর ফিরেনাতো নীড়।
শব্দ মানেই শঙ্খের গায়ের মত নান্দনিক কারুকাজ
আনন্দ বেদনার মিশ্র অনুভূতি
শিশিরের শব্দের মত মিলিয়ে যাবে অনন্তে
দিন শেষে এইতো রীতি।
শব্দের ঘ্রাণের আছে নিজস্ব গাঢ় স্বকীয়তার আচ্ছাদন
যেমন নক্ষত্রের গায়ে আল্পনা
ভালবাসার মানুষকে নিয়ে চিরকাল বয়ে চলা
বিরহের আগুনে মিলনের শান্তনা।
কৃতজ্ঞতা- ব্লগার পদ্ম পুকুর
ছবি-নিজের তোলা।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দাদা ১ম আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পাওয়ায়।
আপনার ও রাবেয়া রাহিম এর মিথস্ক্রিয়া নিশ্চয় পাঠক ভুলে যায়নি। চলতে থাকুক ব্লগে এমন(গল্প কবিতার সৃষ্টির) মধুর পথচলা।
সত্যি এমন পোস্ট থেকেই তো হতে পারে কবিতার জন্ম।
ভাল থাকবেন।
২| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১০
শেরজা তপন বলেছেন: বাহ বেশ জমে উঠেছে! এবার ব্লগার পদ্ম পুকুরের পালা...
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জমে উঠা মনে হয় এখানেই শেষ, কারণ পদ্মপুকুর হয়তো কবিতা লিখবেনা।
যদি উনি লিখতেন তবে আরও কবিতার জন্ম হতে পারতো।
সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
৩| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ স্যার।
ভাললাগা জানিয়েছেন
ভালবাসা ভরে থাকুক সারাটা জীবন।
ভাল থাকবেন।
৪| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮
পদ্মপুকুর বলেছেন:
পুরাই বাক্রুদ্ধ!!! বলেছিলাম আপনার কবিতা পূর্ণ করতে, আপনি করেও দেখালেন, এর চেয়ে বেশি পাওয়া আর কি হতে পারে? আমি শব্দের ঘ্রাণ খুঁজেছিলাম, আপনি সে শব্দের পুরো রঙ মেলে দিলেন প্রজাপতির পাখার মত। আপনি যথার্থই বলেছেন- ব্লগে এই মিথস্ক্রিয়া চলতেই থাকবে।
আপনাকে ধন্যবাদ অবশ্যই।
যেহেতু আমি কবিতা বুঝিনা, তাই কবিতার ক্ষেত্রে যদি পড়তে ভালো লাগে, তখন বলি ভালো হয়েছে, কিন্তু বিএম বরকতউল্লাহ স্যারের মত পুরস্কারপ্রাপ্ত কবি ছড়াকার যখন বলেন 'ভালো লেগেছে', তখন মানতেই হবে যে আপনার কবিতা ভালো হয়েছে।
শেরজা তপন বলেছেন: বাহ বেশ জমে উঠেছে! এবার ব্লগার পদ্ম পুকুরের পালা...
এ যাত্রা ক্ষমা করে দিন স্যার, কবিতা লেখা আমার কম্ম নয়।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন করে ক’জনই বা প্রেরণা/অনুপ্রেরণা দিতে পারে বলুন।
শব্দের ঘ্রাণ নিয়ে প্রজাপতি মেলেছে ডানা
ভালবাসাই হোক আমাদের স্বপ্নের ঠিকানা
............
............
ঠিক তাই মনে হয়-ব্লগে এই মিথস্ক্রিয়া চলতেই থাকবে।
আপনি দু’এক লাইন কবিতা লিখলে হয়তো এই মিথস্ক্রিয়ায় আর কিছু কবিতার জন্ম হতে পারতো। তবে এও বা কম কি অনেক দিন পর একটা পোস্ট থেকে একটা কবিতা হলো।
ভাল থাকবেন।
ধন্যবাদ।
৫| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮
পদ্মপুকুর বলেছেন: ও হো, পোস্ট প্রিয়তে।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় বাটনে যখন ১ সংখ্যাটা দেখেছি তখনই বুঝেছি আপনিই প্রিয়তে নিয়েছেন।
আবারও ধন্যবাদ।
৬| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১২
ইসিয়াক বলেছেন:
খুব ভালো লাগলো। দারুন শব্দ চয়নে মুগ্ধতা।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।
৭| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ জানবেন।
৮| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার কবিতা সাথে আমার কবিতার মন্তব্য
কেমন জানি অমিল দেখছি------- কবি দা
অনেক শুভেচ্ছা রইল----------
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
আমি বুঝতে চেয়েছি আপনার কবিতায় স্পর্শের কথাগুলো প্রথমদিকে আসে নাই।
৯| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আপনি ভালো লিখেছেন।
এই পোস্ট টার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ব্লগার পদ্মপুকুর একজন পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং ভালো ব্লগার। মানুষ হিসেবে তিনি ভালো।
তিনি আমাকে দাওয়াত দিয়ে রেখেছেন অনেকদিন হলো। করণাকাল শেষ হলেই তার কাছে যাবো।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
ওনার সম্পর্কে আমার ভাল ধারনা আছে।
অবশ্যই দাওয়াত গ্রহণ করে একটা পোস্ট দিবেন।
১০| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭
নেওয়াজ আলি বলেছেন:
তপ্ত দুপুর- কারো মুখে লাবণ্য নেই,
রাত্রি নিথর- নেই জ্যোৎস্নার বিচ্ছুরণ।
চারপাশে তুমুল শৈত্য প্রবাহ,
আমার ফুটফুটে কবিতার গায়ে জামা নেই,
পৃথিবীতে নীল আকাশের-কোন সম্ভাবনা নেই,
১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও আকাশ নীল মরন জোছনারকালে
তুমি আমার হলেনা হলে অন্য কারো
তবুও ফুটেছেতো ফুল ঐ শিমুলের ডালে।
কাব্যিক মন্তব্যে ধন্যবাদ।
১১| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪১
পদ্মপুকুর বলেছেন: মৈত্রেয়ী দেবীর ন হন্যতে এবং মির্চা এলিয়াদ এর লা নুই বেঙ্গলি'র কথা মনে পড়ছে...
১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৈত্রেয়ী দেবী লা নুই বেঙ্গলি বই এর প্রতিউত্তরে লিখেছেন তার এই অসাধারণ আত্মজীবনী উপন্যাস সেটাও এখন ইতিহাস।
প্রিয় ভালবেসে গলাম হলনা মিলন
তবু মরেনা মিলনের সাধ
তুমি আমার মনে ছিলে মনে রবে
এটুকুই কি আমার অপরাধ।
ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য।
১২| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩
শায়মা বলেছেন: পদ্মভাইয়া এবার তোমার পালা......
ঠিক ঠিক এবং এই পালা মানে পালিয়ে যাওয়া নহে!!!!!!!
১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শায়মা আপু সুন্দর বলেছেন
তার চেয়ে পদ্ম ভায়া সুন্দর গদ্য উপহার দিবেন এটাই ভাল।
ধন্যবাদ।
১৩| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২১
পদ্মপুকুর বলেছেন: শায়মা বলেছেন: পদ্মভাইয়া এবার তোমার পালা......
জ্বী না, আমার পালা নিতে রাজি নই। নভোনীলে একবার পালা ঘাড়ে নিয়ে ব্যাপক প্যাড়ায় পড়েছিলাম, ওইদিকে আর যাচ্ছি না। ন্যাড়া একবারই বেলতলায় যায়, জানেন না....
১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা ঠিক বটে।
দু’বার বেলতলায় গিয়ে কাজ নেই।
১৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: ওকে দাওয়াত শেষ করে অবশ্যই পোষ্ট দিব।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অপেক্ষায় থাকলাম ভাই।
১৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৩
ঢুকিচেপা বলেছেন: কোন কিছুর স্মৃষ্টি এভাবেই হয়, স্মৃষ্টি বলে কয়ে আসে না, হয়ে যায়।
ভাল লাগলো কবিতা স্মৃষ্টির ইতিহাস ও কবিতা।
২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় ধন্যবাদ।
সৃষ্টির ইতিহাস না জানালে হয়তো পোস্ট পূর্ণতা পেত না।
১৬| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৫
তারেক ফাহিম বলেছেন: মিথস্ক্রিয়া সত্যি ব্লগকে প্রানবন্ত করে।
পোস্টে ৭ম লাইক।
২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ফাহিম ভাই।
মিথস্ক্রিয়া সত্যি ব্লগকে প্রানবন্ত করে। সত্যি ই তাই।
ভাল থাকবেন।
১৭| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৯
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বাহ, কাব্য মন্তব্য থেকে কবিতা।
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার পোস্ট পুরোন দিনের কথা মনে করিয়ে দিল। আগে সামুতে মন্তব্যে মন্তব্যে যা বেড়িয়ে আসত, তা মূল পোস্টের সৃষ্টিশীলতাকেও হার মানাত। দারূনভাবে মন ছুঁয়ে গেল পোস্টটি।
আপনি লিখেছেনও অনেক সুন্দর! পোস্টে অবশ্যই লাইক।
পদ্ম পুকুর যদি আবারো বেলতলায় যেতেন তবে আমরা পাঠকেরা অনেক আনন্দিত হতাম!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।
হ্যা । এভাবে নতুন সৃষ্টি ও সৃজনশীলতায় মুগ্ধ হত পাঠক । আবারও সেদিন ফিরে আসুক।
পদ্ম ভায়া জানে ন্যাড়া একবারই বেলতলায় যায়।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা একটা দারুন ব্যাপার!
আমার শীতনিদ্রায় থাকা স্বত্তাকে জাগিয়ে ছিলো আমাদের প্রিয় ব্লগার রাবেয়া রাহিম এর সাথে এমনি মিথস্ক্রিয়া
একেকটা মন্তব্য আর প্রতি মন্তব্যে দাড়িয়ে যেতো দারুন কাব্যিক দ্যোতনায়।
আর উনার পোষ্ট টা সত্যিই অসাধারন।
ভাবুক হৃদয়ের ভেতরটাকে ছিড়ে খুড়ে জাগিয়ে তোলা
সকালেই পোষ্টে মন্তব্য করে ফিরেই দেখি তা নিয়েই আরেক পোষ্ট
ভাল লাগা রইল।
ধন্যবাদ দুজনকেই
কবিতায় আর কবিতার প্রেরণায়