নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

একজন ভবঘুরে ইকবাল হোসেন জন্য সহিংসতা ছড়িয়ে পড়ল

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৫



গত বুধবার ভোরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। ব্যস আর যায় কোথায় কে করল, কেন করল এসব না দেখে না ভেবে কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক এবং ব্যাপক ভাঙচুর চালানো হয় সেখানে।

তারপর আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে চাঁদপুরের হাজীগঞ্জে, নোয়াখালীর বেগমগঞ্জে,রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে হিন্দুদের ওপর হামলা সংঘর্ষ হয়। মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হয়েছেন অনেক এবং নিহত হন কয়েকজন।

কথা হচ্ছে এর নেপথ্যের নায়ক ভবঘুরে ইকবাল হোসেন। কি অদ্ভুত ও আশ্চার্যের বিষয় একজন ভবঘুরে ইকবাল হোসেন জন্য সহিংসতা ছড়িয়ে পড়ল সারা দেশে। গ্রেফতার হলে ইকবাল আসলেই ভবঘুরে কিনা তা নিশ্চত হওয়া দরকার। এবং এর পেছনে কারো হাত আছে কিনা তা বের করা প্রয়োজন। তারপর তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ যাতে ভবিষ্যতে এধরনের জঘন্যতম বর্বর কাজ কেউ করার সাহস না পায় তা হোক সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান বা যে কোন ধর্মাবলম্বী কিংবা তার সামাজিক বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন।

ছবিটি প্রথম আলো থেকে নেয়া। এমন অমানবিক, মর্মস্পর্শী, দুঃখজনক অনেক ছবি আমরা দেখেছি সম্প্রতি । তাই মানুষ তুমি মানবিক মানুষ হও।

ছবি-প্রথম আলোর সৌজন্যে।



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪১

জুল ভার্ন বলেছেন: অমন কাঁচা হাতের ভিডিও ম্যানকে অস্কার পুরস্কার দেওয়া উচিত :)

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইকবাল হোসেন সেই ঘটনার নায়ক নাকি বলির পাঁঠা সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে। ধন্যবাদ।

২| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৬

শাহিন-৯৯ বলেছেন:

আমার জানামতে প্রতিটি মন্ডবে শেষের কয়েকদিন আনসার সদস্য নিয়োগ দেয় সরকার রাত জেগে পাহার দিবে, এখানেও তো দায়িত্ব থাকার কথা, তাকে কি ধরা হয়েছে?

আর ইকবাল নিজে যে এক কাজ করেনি তা পাগলেও বুঝে, তাহলে পিছনে কে তাকে খুঁজে বের করা হবে কখনও?
নিশ্চিত থাকেন হবে না কারণ হলে অবশ্যই রামুর ঘঠনার বিচার এতদিনে শেষ হয়ে যেত।

এই সরকার চেতনা আর হিন্দু ভোটের উপরে রাজনীতি করে অতএব দুই তিন বছর পর পর এমন ঘঠনা ঘঠবেই!!

২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুষ্ঠু তদন্ত ও বিচার হয়না বলেই আজ দেশ, জাতী, মানুষের এই অবস্থা। ধন্যবাদ।

৩| ২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৬

গফুর মিয়া১৯১ বলেছেন: ধর্মহীন দেশে ধর্মের নামে সহিসতা নাই। ধর্মের দেশে এত সহিংসতা কেন?

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রকৃত মানুষ ও প্রকৃত ধার্মীকের অভাব তাই। ধন্যবাদ।

৪| ২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২০

নতুন বলেছেন: সব সম্ভববের নাম বাংলাদেশ।

ঘটনার দায় মানুষিক ভারসাম্যহীন মানুষের উপরে চাপানো বেশ ভালো আইডিয়।

দেশের মানুষ এতো বোকা কেন?

২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইদানিং এটা বেশ ভালই চলছে। মানুষিক ভারসাম্যহীন মানুষের উপরে দায় চাপানো হলে একজন আসামীও পাওয়া গেলে আবার ঝামেলাও কম, মোটামুটি সব পক্ষকেই খুশি রাখা যায়।

চালাকির ভান করতে বাঙালী ভালোবাসে। ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না এসব আর :(

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও এসব দেখতে হচ্ছে । বন্ধ হোক এমন সহিংসতা। ধন্যবাদ।

৬| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৬

*কালজয়ী* বলেছেন: এটা সত্যিই দুঃখজনক যে, বাঙ্গালী মুসলমান দিল্লীর সাম্প্রতিক দাঙ্গা (মুসলমানের মসজিদ-কোরআন-ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয় মুসলিমদের) থেকে শিক্ষা নেয়নি।

দিল্লীর দাঙ্গায় বাইরে থেকে ক্যাডার ভাড়া করে আনে বিজেপির স্থানীয় এমপি। ভোটব্যাংক বাড়ানো ছিল উদ্দেশ্য।

বাঙ্গালী মুসলমানের উচিৎ হিন্দুদের প্রতি উত্তম আচরণ (নিরাপত্তা-হেফাজত) করা। রাজনীতির গভীর চক্রান্ত ভেদ করে সম্প্রীতির উদাহরণ তৈরি করা। বাঙ্গালী মুসলমানকে জাগতে হবে। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অতীত থেকে শিক্ষা না নিলে এভাবেই দাঙ্গা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এ রকম ঘনটা আর চাইনা।

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৭| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৮

শেরজা তপন বলেছেন: বড়ই দুঃখজনক!
ক্যামনে কে শাস্তি পাবে কে জানে! উদোর পিন্ডি বুদোর ঘাড়ে না পড়ে

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সম্প্রতি এমনটাই দেখা যাচ্ছে নাম পরিচয়হীন একজনকে আসামী করে তার ঘাড়ে দায় চাপানো।

ধন্যবাদ।

৮| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১০

ঢাবিয়ান বলেছেন: নতুন বলেছেন: সব সম্ভববের নাম বাংলাদেশ।

ঘটনার দায় মানুষিক ভারসাম্যহীন মানুষের উপরে চাপানো বেশ ভালো আইডিয়।
দেশের মানুষ এতো বোকা কেন?

দেশের মানুষ বোকা না বোবা -----

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এদেশে সবই সম্ভব। এদেশের মানুষ বোবা কোথায় ফেসবুকেতো কথার তুবড়ি ছুটিয়ে সব উদ্ধার করছে।

ধন্যবাদ।

৯| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সরকার যা চায় যেভাবে চায় তাই হয় দেশে। এঁর বাইরে যাবার ক্ষমতা দেশের কারো নেই।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাইকেই যার যার ক্ষমতা অনুযায়ী ভাল কাজ করতে হবে।

ধন্যবাদ।

১০| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: আসলে কী ইকবাল ঘটনার নায়ক । তাহলে পাশে কে

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধরা যেহেতু পড়েছে এখন থলের বেড়াল বেড়িয়ে আসার অপেক্ষা।

১১| ২২ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিভিন্ন মন্দিরে হামলাকারীদের ভিডিও ফুটেজ দিয়ে খুঁজে বের করা হোক। তাহলে পিছনে কে তাকে খুঁজে বের করা সম্ভব হবে

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা হামলাকারীদেরও খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.