নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-০৭

২৭ শে মে, ২০২২ দুপুর ১২:৫০




কন্যা আমার কথা বলা শুরু করে বু বু শব্দ দিয়ে তারপর বাবা-মা বলা শিখে। এর বাহিরে অন্য নতুন শব্দ যেটা বলে সেটা হচ্ছে জু.... প্রথম দু'একদিন বোঝা না গেলেও এরপর থেকে স্পষ্ট করেই সে জুতো শব্দ টা বলতে শুরু করে। যখন একটু বড় হতে লাগল তখন থেকেই সে জুতোর প্রতি আকৃষ্ট হতে লাগল। নতুন জুতো দেখলে বা মার্কেটে জুতার দোকান দেখলে সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত। আর এখন তো নিজ হাতে ধরে বলে এটা আমার পছন্দ হয়েছে কিনে দাও।

এভাবে তার প্রায় ৮ থেকে ১০ জোড়া জুতো কেনা হয়েছে। জামা কাপড় ছোট হয়ে গেলে অন্য কাউকে দিয়ে দিলেও জুতোর বেলায় সে কিছুতেই দিতে রাজি না। মনে হলেই সোরেক থেকে পুরাতন জুতো বের করে পায়ে দিতে থাকে যখন ছোট গুলো লাগে না তখন বলে জুতোগুলো কেন লাগছে না।

আমি বলি তুমি বড় হয়ে গেছ তাই লাগছে না । সে বলে ও আমি বড় হয়ে গেছি আর জুতো ছোট হয়ে গেছে। তার জীবনের প্রথম জুতো জোড়া থেকে শুরু করে সর্বশেষ কেনা জুতো শোরেকে সাজিয়ে রাখা আছে।

নতুন জুতো কেনা হলে সেটা লুকিয়ে রাখতে হয় তা না হলে দিন নেই রাত নেই জুতো পড়ে থাকে। কালকে রাতে তার মাথায় উকুন আছে কিনা তার মা সেটা দেখতেই সে বলে উঠলো উকুনের জুতো নেই?

তার কথা শুনে আমরা হাসতে হাসতে শেষ। বললাম না উকুনের জুতা থাকে না । উকুন এমনিতেই খুব সুন্দর করে চুলের ভিতরে মাথার মধ্যে হাঁটতে পারে।

গতকাল তাকে এলিয়েনের গল্প বলেছি তখন সে বলল এলিয়েনের জতো আছে কিনা ? আমি বললাম নেই । মানুষ ছাড়া আর কারো জুতোর প্রয়োজন হয় না তাই তারা জুতা পড়ে না।

সে মাথা ঝুঁকিয়ে বুঝালো বুঝতে পেরেছে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ দুপুর ১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে উকুনের জুতো না থাকা ভারি অন্যায়। :)

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখন দেখছি উকুনের জন্য জুতো খুঁজতে হবে হাহাহা.... ধন্যবাদ পদাতিক দা । ভালো থাকবেন।

২| ২৭ শে মে, ২০২২ দুপুর ১:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা ও বিষয় ,দোয়া রইলো।
আধুনিক হতে হলে এলিয়েন বিষয়ে আলাপ বাধ্যতামূলক,
ধর্ম বিষয়ক কিছু বলার সময় হয়তো এখন নয় !

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়েট ভাইয়া ধর্ম-কর্ম সব বিষয়ে আসবে। ধন্যবাদ।

৩| ২৭ শে মে, ২০২২ বিকাল ৩:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার মেয়ে মাশা আল্লাহ খুব কিউট। দোয়া রইল।

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: দোয়া কবুল হোক। ধন্যবাদ।

৪| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: কন্যা ভালো থাকুক। সুস্থ থাকুক।

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কন্যা দয়ের জন্যও একই কামনা। ধন্যবাদ।

৫| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: মামনি তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল!
যে বাসায় বাচ্চা থাকে সে বাসায় প্রতিদিনই অনেক গল্প তৈরী হয়।

২৭ শে মে, ২০২২ রাত ৮:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই সোহেল ভাই। আপনার বাসায় নিশ্চয়ই এরকম অনেক গল্প তৈরি হচ্ছে। ভালো থাকবেন।

৬| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাশা!
মেয়েকে নিয়ে দারুণ সব গল্প এগিয়ে যাচ্ছে।
আপনার মেয়ে জন্য ছোট্ট আয়োজন।

বুদ্ধিমতী মাশা

২৭ শে মে, ২০২২ রাত ৮:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আয়োজনের জন্য ধন্যবাদ ভাই। আপনার রাজপুত্র নিহাল কে নিয়ে ও এরকম অনেক অনেক গল্প তৈরি হচ্ছে আপনার বাসায়। ভালো থাকুন আপনারা ধন্যবাদ।

৭| ২৭ শে মে, ২০২২ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



মেয়ে টাইপ করতে জানে?

২৭ শে মে, ২০২২ রাত ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ল্যাপটপ ওপেন টু ক্লোজ করতে জানে মাউস ক্লিক করতে পারে কিন্তু টাইপ করতে পারে না ।

৮| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: বাচ্চারা এমনই। প্রতিদিন ওদের জীবনে নতুন কিছু যোগ হয়। আমাদের নাতনীর বয়স ছয় বছর প্লাস। প্রতিদিন ঘুম থেকে উঠলেই ওর কাছে নতুন কিছু জানতে পারি।

২৭ শে মে, ২০২২ রাত ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার নাতনীর জন্য দোয়া রইল। আসলেই প্রতিদিন অনেক কিছু যোগ হয় তাদের জীবনে।

৯| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: কন্যা সন্তান মানেই বিশেষ কিছু :(( কন্যা মানেই না বলা গল্পের এক অফুরান ঝুড়ি ।

যদিও আমার ভাগ্যে :(( নেই সেই বিশেষ একজন বা গল্পের ঝুড়ি ।

আপনি ভাগ্যবান ।
আপনার সাথে ভাগ্যবান রাজিব নুর ভাইও - কারন -আপনাদের দয়াময় দিয়েছে জীবন্ত এক পুতুল যারা প্রতিনিয়ত তৈরী করতে পারে একটি গল্পের এবং ঘর-পরিবারকে ভরিয়ে তুলতে পারে হাসি-আনন্দে ।

কন্যার জীবনের সুখ-সাফল্য কামনায় ------------

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আসলে আল্লাহ কাইকে সন্তান দেন, কাউকে দেন না, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ভয়টাই দেন আবার কেউ পায়ইনা।

আপনার এত সুন্দর করে মেয়ের জন্য দোয়া করা ও প্রসংশা করায় মনটা ভরে গেল।

ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.