নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ান শৈশব: ছবি ব্লগ ( বাচ্চা এবং বাচ্চাদের বাবা মায়েদের জন্য )

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭



এই বইটি পড়লে বুঝবে মাশা কেমন বুদ্ধিমতী। তবে সে তো এমনিতেই বোঝা যায়।বুদ্ধিমতী না হলে কি আর তাকে নিয়ে কেউ বই লেখে ? ছবি আঁকে ?এমন কি এক্কেবারে ছোটতেই , মাশা যখন দোলনায় , তখন ই সে একহাতে ঝুমঝুমি বাজাতো আর আরেক হাতে মশা তাড়াত।
তাই না দেখে মাশার বাবা-মা, দিদিমা ,তাদের আত্মীয়স্বজন, চেনা পরিচিত , পরিচিতদের আত্মীয় ,আত্মীয়দের পরিচিত , সবাই একবাক্যে বলেছিলো -- ' সত্যি ই , খুবই , খুবই বুদ্ধিমতী মাশা।'

দুঃখের কথা মাশার ছোট ভাই ভিতিয়া সম্পর্কে বলা যায় না সে বুদ্ধিমতী।তবে তাতে যায় আসে না। বইটি পড়লে তোমরা দেখাবে একা মাশার বুদ্ধিতেই দুজনার কুলিয়ে যাবে।
আর ববিক, রবিক , লবিক , জুবিক সম্পর্কে কি করা যায় ? কেবল প্রশংসা। এরা হলো দুনিয়ার সবচেয়ে চালাক , সবচেয়ে দৌড়বাজ, সবচেয়ে বাধ্য কুকুর। বিশ্বাস না হয় পড়ে দেখো।

আর একটা কথাঃ গল্পগুলো কিছুটা বলবো আমরা , কিছুটা তোমরা ; ভাবনা নেই , ছবিগুলোর দিকে ভালো করে তাকালেই কিছুই আর বুঝতে বাকি থাকবেন না।


মাশা আর তিনসেরী হাঁস

মাশা আর চুম্বক

মাছির জ্বালাতন আর মাশার বুদ্ধি

মাশার কাপড় কাচা

মাশার কাপড় শুকনো



মাশার শহর যাত্রা

মাশার বাড়ি ফেরা

মাশা , ববিক আর রণ-পা


মাশার বাগান পরিষ্কার



মাশার ধনুক ছোঁড়া




মাশার স্কেটিং শেখা



মাশা আর শেয়াল




মাশা , ভিতিয়া আর কুকুর




বুদ্ধিমতী মাশার গল্প এখানেই শেষ হলো। আগামীতে অন্য কোন ছবি গল্প নিয়ে আসবো বাচ্চা আর বাচ্চার বাবা মায়েদের জন্য। ভালো থাকুন। শৈশব ফিরে আসুক।

---------------------------------------------------
মাঝে মাঝে শৈশবের সেই রাশিয়ান বইগুলো বুকের মাঝখান থেকে আচমকা বের হয়ে আসতে চায় লেখায়। খুব ছোটবেলায় যখন আব্বা আমাকে বই পড়ে শোনাতেন , যখন আমি বানান করেও পড়তে পারতাম না , যখন আমি স্কুলেও যেতাম না -- তখন থেকেই রাশিয়ান বইগুলো আবার সাথেই আছে। তাই সেই 'ছোটমানুষের ' বইগুলোকে মাঝে মাঝে আমি শৈশবের স্কুল বলে ডাকি !


ছবিঃ https://sovietbooksinbengali.blogspot.com/ (রাশিয়ান শৈশবের সম্ভার!)

মন্তব্য ৩৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: একটি সুন্দর উপস্থাপণা। - ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আবার এই গুলো শুরু করবো। ইমেজ সাইজ বড় দেখাচ্ছে না।
মন্তব্যে অনুপ্রেরণা ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর পোষ্ট । আমার ছোটবেলার সব বইগুলো হারিয়ে গেছে ।একটাও নেই ।
এজন্য খুব কষ্ট হয় মাঝে মাঝে ....।

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কি রাশিয়ান বই !!
আমার নিজের অনেক বই ছিল আর বেশ কিছু পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে বড় বোনদের থেকে.... অনেক বই নষ্ট হয়ে গেছে , উঁই কেটেছে। হারিয়ে গেছে। তবে বেশ কিছু বই এখনো অক্ষত আছে।
ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

করুণাধারা বলেছেন: বুড়ো বয়সে পৌঁছে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গেছিলাম! খুবই ভালো লাগলো মাশার গল্প অনেকদিন পর পড়তে পেরে! এর অনেকগুলোই আগে পড়িনি (অথবা ভুলে গেছি)! এই চমৎকার গল্পগুলোর মনে হয় দেশ-কাল-পাত্র বলে আলাদা কিছু নেই... এমন চমৎকার গল্প উপহার দেয়ায় অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ, এটা আমি বুকমার্ক করে রাখলাম, মাঝেমাঝেই পড়ব।

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবই কিন্তু ওই সোভিয়েত নামক দেশটা আর প্রগতি প্রকাশনার কল্যানে , সেই সাথে বাংলার অসাধারণ কিছু অনুবাদক। তাদের মধ্যে ননী ভৌমিক একজন। একজন ননী ভৌমিক আর রাশিয়ান বইয়ের কাছে আমার শৈশব চিরঋণী। ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ।

আপনার সেই 'সাত রঙা ফুল' কিন্তু আমার কাছে আছে। ইসস , সত্যি ই যদি সেই ফুল থাকতো তাহলে একটা পাঁপড়ি উড়িয়ে বলতাম ---

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: আমার নেট খুব স্লো। ছবি গুলো দেখা যাচ্ছে না।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইসস ! ছবি গুলো দেখতে পারলে ভালো লাগতো। বাচ্চা আর বাচ্চার বাবা মায়েদের জন্য ক্ষুদ্র প্রয়াস ছিল। ভালো থাকবেন রাজীব ভাই।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার উপস্থাপনা।
শৈশবে মাশার মধ্যে হারিয়ে যাওয়া আর অসহায় শৈশবকে খুঁজে পাওয়ার চেষ্টা করা।

শুভকামনা জানবেন।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে উৎসাহ পাই। আমার সোভিয়েত শৈশব দিয়ে আমার ব্লগ রাঙিয়ে তোলার তুমুল ইচ্ছা কাজ করে। ভালো থাকবেন আর অবশ্যই খুদে কবিকে দেখবেন। আমার এই প্রয়াস ওদের আর ওদের বাবা মায়ের জন্য। শুভকামনা।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

সাইন বোর্ড বলেছেন: চমৎকার আয়োজন !

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় সাইনবোর্ড ! ভালো থাকবেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: আমার সংগ্রহে থাকা প্রিয় এই বইগুলো :)

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শৈশব আগলে রেখেছেন আপনি। অভিবাদন আপনাকে।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব সুন্দর, ছবিগুলো দারুণ। শৈশব ও কৈশোরে এইসব ছবিকথার গল্পে খুব আগ্রহ ছিলো। অনেকদিন পর, কয়েকপৃষ্ঠা পড়লাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শৈশবে থাকুন। সেই রঙিন পৃষ্ঠার শৈশব। আহা....

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

মাআইপা বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শৈশবে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার শৈশবের এক বিরাট অংশ জুড়ে রাশিয়ান গল্পবইগুলোর স্মৃতি | আমার বাবা ছবি ও রঙিন পৃষ্টার সেই অসাধারণ মানবিকতাপূর্ণ এক জগতের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাকে -পেন্সিল আর সর্বকর্মার অভিযান, রূপের ডালি খেলা, বুদ্ধিমতী মাশা, উভচর মানুষ, সাগরতীরে, আরো কত কি ? তাই রাশিয়ান গল্পগুলোর সাথে সাথে আমার বাবার কথা মনে পড়ে |

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার বাবা ছবি ও রঙিন পৃষ্ঠার সেই অসাধারণ মানবিকতাপূর্ণ এক জগতের পরিচয় করিয়ে দিয়েছিলেন।---- মনের কথা বলেছেন।
ভালো থাকুক শৈশব , ভালো থাকুক বাবার.... আপনিও ভালো থাকবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

মলাসইলমুইনা বলেছেন: যাক আপনার রাশিয়ান (মানে প্রাক্তন সোভিয়েত ) ভিসাটা বহাল আছে তাহলে ! আমিতো মনে করেছিলাম পুতিনের সাথে গন্ডগোল হওয়ায় সে আপনার ভিসা বাতিল করেছে । এতো দিন পরে সোভিয়েত দেশ বেড়িয়ে আসাটা খারাপ হলো না বলতেই হবে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা। রাশিয়ান শৈশবে পুনরায় স্বাগতম।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

ফয়সাল রকি বলেছেন: মাশা তো দেখছি আসলেই বুদ্ধিমতী!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমম। সত্যিই অনেক বুদ্ধিমতী।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শৈশব ফিরে আসুক। ধন্যবাদ নিন।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

কাতিআশা বলেছেন: আমার প্রথম রাশান বইটি ছিল "চুক আর গেক"! সেই থেকে রুশ সাহিত্য আর ভেতরের আঁকা স্কেচ গুলোর (বিশেষ করে দ. দুবিনস্কি এর আঁকা) প্রতি অসীম ভালবাসা আমার!..খুব লাগলো আপনার পোস্ট টা!

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আর্কাদি গাইদার এর চুক আর গেক !! আবার মনে করিয়ে দিলেন। পছন্দের বইয়ের একটি। তবে সবচেয়ে পছন্দ রূপের ডালি খেলা এবং পেনসিল আর সর্বকর্মার অ্যাডভেঞ্চার। কাশতানকা পড়েছেন ?
অনেক ধন্যবাদ আপনাকে। শৈশব বেঁচে থাকুক।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার পোষ্ট-
খুব ভালো লাগলো!

০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শৈশব ফিরে আসুক। ধন্যবাদ নিন।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

বলেছেন: Lord Almighty
I feel my temperature rising
Higher higher
It's burning through to my soul
Girl, girl, girl, girl
You're gonna set me on fire
My brain is flaming
I don't know which way to go ...…………Elvis Presley…………...…...…

ভগবান সর্বশক্তিমান
আমি অনুভব করছি আমার তাপমাত্রা বাড়ছে
উঁচু থেকে উঁচু ,,,,,,,,,,,,,,,,
আমার আত্মা জ্বলছে
মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি আমাকে আগুন ধরিয়ে দিতে যাচ্ছ
আমার মস্তিষ্ক জ্বলন্ত
কোন পথে যাব জানি না

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.