নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

একটি ভাপা পিঠা তৈরীর সচিত্র ব্লগ

২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩


শীত এল

শীত আসবেই, প্রতবিার প্রতিবছর

আর তাইতো পিঠা খাওয়া হবে। হরেকরকম পিঠা।

ভাপা পিঠার জন্য শীত কাল আদর্শ।



শীত আসবে আর বাঙালি ভাপা পিঠা খাবেনা তা কি হয়। এভারে প্রথম ভাপা খেয়েছি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে।


আর গত পরশু নিজের বাসায় আয়োজন করে খাওয়া হয়েছে। অবশ্য রাস্তার মোড়ে মোড়ে আরও আগে থেকে তৈরী করা হচ্ছে


কিন্তু ওগুলো খেয়ে পেটও ভরেনা তৃপ্তিও মিটেনা।






সেই আয়োজনের সচিত্র ব্লগ শেয়ার করলাম আপনাদের জন্য-








চাল ভিজিয়ে শুকিয়ে মেশিনে ভাঙ্গিয়ে গুড়ি করে নেওয়ার পর।






নারকেল ভাঙ্গার পর খেয়ে দেখি না নোনতা নয় হালকা মিষ্টি।






ভাল গুড় পাওয়া দুষ্কর।



এনাকে সজতনে পলিতে মুড়িয়ে রাখা হয়েছিল। বলা চলে তিনি ঘুমিয়ে ছিলেন, এবার সজাগ করা হলো।



সবাই যখন মিলেমিশে এক জায়গায় একত্রিত।



ভাপা তৈরী হওয়ার পর। প্রথম চারটি বাড়িওয়ালাকে দেওয়া হল।



চিরাচরিত মিষ্টি ভাপা পিঠা।



ঝাল ভাপা (গত বছর খেয়েছি চিকেন দিয়ে এবার খেলাম শুটকি দিয়ে)

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাদের নারিকেল গাছ আছে ৭০ টার উপরে। পিঠা পুলির সময়ে খুব মনে পরে।
আপনার পিঠা ভালো হয়েছে। খেতে ইচ্ছা হচ্ছে। সব পিঠায় খাই।
সব চেয়ে ভালো লাগে এইটা ....

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত নারিকেল গাছ ! আমাদের বাড়িতে অবশ্য আছে চারটা কিন্তু ক’বছর ধরে নারিকেল হচ্ছে খুব ছোট আকারের। অনেকে বছলে মোবাইল টাওয়ারের কারণে এমন হচ্ছে।

দুধ চিতই আমার ভাললাগে। ধন্যবাদ মন্তব্য ও ছবি শেয়ারে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: শেয়ার করেছেন বলে মাথা ঘুর খায়
ভাল থাকবেন কবি দা--------

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


খাওয়া দরকার ছিলো।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দাওয়াত রইল।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাদের লাগছেও আগের মত ফলন নাই। নতুন গাছ লাগানো শুরু করতে হবে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের নতুন চারা কয়েকটা মরে গেছে, শুধু একটা বড় হচ্ছে।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর।

আমাদের বাসায় ছোট ভাই প্রতিবছর ভাপা পিঠা বানায়। অলরেডি সে একবার বানিয়েছে। বাসার সবাইকে খাইয়েছে।
দশ দিন পর সে আবার বানাবে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ ভাল। ধন্যবাদ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবার ভাপা খাইনি এখনো। ঝাল ভাপা খেতে ইচ্ছে করছে

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মিষ্টি ভাপা খাওয়ার পর ঝাল ভাপা মন্দ নয়। একদিন সময় করে তৈরী করে ফেলুন। ধন্যবাদ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯

সোনালি কাবিন বলেছেন: খুব জটিল শিল্পকর্ম মনে হইতেছে ।

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা পাক্কা রাঁধুনী তাদের কাছে এগুলো কিছুই নয় আর যারা সৌখিন রাধুন ী তাদের কাছেই যত ঝামেলা মনে হয়। ধন্যবাদ।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

নেওয়াজ আলি বলেছেন: শীতের এক নাম্বার প্রিয় পিঠা।

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । প্রিয় পিঠা উপভোগ করুন বেশি করে।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৮

ইসিয়াক বলেছেন:






আমি ভাঁপা পিঠা বানাতে পারি। রাইস কুকারে চমৎকার ভাঁপা পিঠা হয়।একসাথে তিন/ চারটা।সময় ও জ্বালানি দুটোই বাঁচে। তবে গুড়ের চাহিদা এবং দাম বেশি হওয়ায় আজকাল চিনি মেশানো গুড় পাওয়া যায়। চিনি ভেজাল দেয়া গুড়ের ভাঁপা পিঠা খেতে মজা লাগে না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিতো অনেক গুণী নিজেই পিঠা বানাতে পারেন। যাক এবারও মজা করে ভাপা খান।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: বিবিখানা পিঠা আপনার কাছে কেমন লাগে?

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাল লাগে। তবে এটা আপনাদের বিক্রমপুরের ঐতিহ্য। আমাদের এদিকে তেমন প্রচলন নেই। ধন্যবাদ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৯

নীল আকাশ বলেছেন: নারিকেল না দিলে এই পিঠা কেন যেন ভাল লাগে না।
আমার খুব প্রিয় পিঠা এটা।

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। ধন্যবাদ।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ ! পিঠার সাইজ ভালো হয়েছে কিন্তু।

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ধন্যবাদ।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

নতুন নকিব বলেছেন:



আমাদের বাড়িতে অবশ্য আছে চারটা কিন্তু ক’বছর ধরে নারিকেল হচ্ছে খুব ছোট আকারের। অনেকে বছলে মোবাইল টাওয়ারের কারণে এমন হচ্ছে।

-সাধারণতঃ নারিকেল গাছের যত্ন আত্মি তেমন কেউ নেয় না। অন্ততঃ আমাদের দেশে। পাশাপাশি তাল গাছ, বেল গাছ, জাম্বুরা গাছসহ এই ধরণের দেশী আরও কিছু ফলের গাছেরও তেমন কোন যত্ন নেয়া ছাড়াই আমরা সবসময় ফলন পেয়ে থাকি। তবে আমার দেখা মতে, কিছু কিছু গাছ চাহিদা মত খাবার যোগানে ব্যর্থ হয়ে ফল উৎপাদনের সক্ষমতা হারিয়ে ফেলে। কিছু জৈব সার দেয়া, গোড়ায় মাটির অভাব থাকলে দিয়ে দেয়াসহ আপনার নারিকেল গাছগুলোর কিছুটা পরিচর্যা করে দেখতে পারেন। আশা করি, ভালো কিছু হবে।

চমৎকার পোস্ট। ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

রানার ব্লগ বলেছেন: ভেজানো চিতই আমার একদম পছন্দ না। শুকনোটা বেশ লাগে মুরগীর মাংসের ঝোল দিয়ে খেতে বেশ আরাম।

২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার দুটোই পছন্দ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.