নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

২০২২ সালের সামুর তারকারা

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪২





২০২২ সালটা সামুর জন্য ছিল এভারেজ মানের বছর। প্রতি বছরের মত এ বছরও সামুতে অনেক নতুন ব্লগার এসেছেন কিন্তু হাতে গোনা দুই একজন ছাড়া তারকা ব্লগার হতে পারেননি কেউ। একেবারে সুপার- ডুপার কিংবা হিট পোস্ট দিয়ে তারকা বনে যেতে পারেনননি কোন নতুন ব্লগারই তথাপিও মন্দ সময়ে তারা আলো ছড়িয়েছেন ব্লগে। আলোচিত ও নির্বাচিত পাতায় তাদের লেখা/পোস্ট স্থান পেয়েছে। অনেকের সেফ হতে সময় লেগেছে আবার কেউ কেউ খুব দ্রুত সেফ হয়েছেন। হাতে গোনা কয়েকজন ব্লগে টিকে গেছেন, হয়েছেন নিজেদের লেখার গুনে ২০২২ সালের সামুর তারকা।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সামুতে নতুন যারাই আসছেন তারা কিছুদিন আলো ছড়িয়ে তারপর হারিয়ে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরেই এই ধারা অব্যাহত রয়েছে। নতুন বছরের শুভকামনা জানাচ্ছি নতুন তারাকাদের। স্যেই সাথে তারা যেন সুন্দরভাবে সামুতে টিকে থাকেন সেই আশাবাদ ব্যক্ত করছি। মহাজাগতিক চিন্তা-কে রাখা হয়নি কারণ তিনি পুরাতন ব্লগার নতুন নিকে সামুতে এসেছেন।

সামরিন হক


পোড়া বেগুন

অঙ্গনা


আমি আগন্তুক নই


কাজী হাসান সোনারং


মুনাওয়ার সিফাত


আমি আগন্তুক নই


নিবর্হণ নির্ঘোষ











বিগত বছরের সামুর তারকারা-


২০২১ সালের সামুর নতুন তারকারা

২০২০ সালের সামুর নতুন তারকারা

২০১৯ সালের সামুর তারকারা

২০১৮ সালের সামুর নতুন তারকারা

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিবর্হণ নির্ঘোষ এর লেখা মিস করি না।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। নতুনদের মধ্যে বেশ একটিভ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৩

জুল ভার্ন বলেছেন: উল্লেখিত অনেকের লেখা পড়ার সুযোগ হয়নি। তবে যাদের লেখা পড়েছি তাদের মধ্যে নিবর্হণ নির্ঘোষ কে আমার অত্যন্ত মেধাবী মনে হয়েছে। সবার জন্য শুভ কামনা।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: পোড়া বেগুন মাল্টি নিক।
এটা কার জানেন? আমি জানি।

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি জানিনা। ধন্যবাদ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এবছরের শেষ নতুন ব্লগার মনে হয় আমিই !

আপনাকে ধন্যবাদ নতুন ব্লগারদের নিয়ে এমন পোস্ট দেবার জন্য । এতে করে সত্যিই অনুপ্রেরণা পাওয়া যায় । যদিও আমি তারকা ব্লগার যোগ্যতা রাখি না ।

নবীন ব্লগারদের মধ্যে ব্লগের অনীহা আসে মনে হয় ব্লগে উদাসিনতার হাওয়া বইলে এবং ব্যস্ততা বেড়ে গেলে । এছাড়াও লিখা বুঝতে না পারার ব্যাপারটাও একটা বড় কারণ । লিখাতে বৈচিত্র্যতা থাকেই এবং নতুনের আগমন ঘটে বৈচিত্র্যের মধ্য দিয়ে কিন্তু বৈচিত্র্যতার প্রতি অনেকেরই অনীহা !!

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বৈচিত্র্যতার প্রতি অনেকেরই অনীহা হলে নতুনরা টিকে থাকবেননা। আপনার জন্য শুভকামনা।

নতুনরা আসুক সামুতে আলো ছড়াক । ধন্যবাদ।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: মোঃ মাইদুল সরকার ভাই, বরাবরেই মতই আপনার এ লেখা নতুনদের জন্য প্রেরণাদায়ক হবে বলেই মনে হয় যেমনটা হয়েছিল আমার বেলায়।

সামরিন হক, পোড়া বেগুন ,অঙ্গনা,নির্বহন নির্ঘোষ এর লেখা পড়েছি । বাকীদের হয়ত সুযোগ হয়নি ।তারপরও সবার সাফল্য কামনা করছি।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। নতুনরা অনুপ্রানিত হযয়ে আরো বেশি বেশি লিখুক ব্লগ মাতিয়ে রাখুক। আশা করি সবার লেখা পড়ার সুযোগ হবে।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সবার জন্য অভিনন্দন সুস্বাগতম শুভকামনা ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবার দ্বারে শুভেচ্ছা পৌঁছে যাক। ধন্যবাদ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



মাল্টি নিকের ভীড়ে "নতুন ব্লগারেরা" অনেকটা অদৃশ্যমান থেকে যাাচ্ছেন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুনরা দৃশ্যমান হোক। ব্লগ মাতিয়ে রাখুক সেই কামনা করি।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:




আমি যদি ভুল না করে থাকি পোড়া বেগুন যার মাল্টি নিক, উনি আর কখনো সামুতে আসবে না,
সবাইকে ছেড়ে ওপারে চলে গেছেন ।

অঙ্গনা মাল্টি নিক ।

নিবর্হণ নির্ঘোষ' কিছু লেখা পড়েছি, গান শুনেছি ভালো লেগেছে ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওপরে উনি ভালো থাকুন। নির্ঘোষ সাহেব মেধাবী বলে মনে হচ্ছে। সবার সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১০

ঢাবিয়ান বলেছেন: নবীন ব্লগার নিবর্হণ নির্ঘোষ ভালই আলো ছড়িয়েছেন ব্লগে। আশা করি ব্লগে স্থায়ী হবেন। অঙ্গনা যদি মাল্টি নিক হয়েও থাকে তারপরেও চাইব মাল্টি হিসেবেই থাকুক। রম্য বেশ ভাল লেখেন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম আলো ছড়ানো আরো নতুন ব্লগার যুক্ত হোক। অঙ্গনা টিকে থাকুক। ধন্যবাদ।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৫

কামাল১৮ বলেছেন: আমাদের সকল ব্লগাররাই মেধাবী কেবল আমি ছাড়া।কারণ আমি কিছুই লিখি না।

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিখুন কিছু পড়ি আমরা।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: সকল নুতন বন্ধুদেরকে অভিনন্দন।@ নির্বহণ নির্ঘোষের কমেন্টের সঙ্গে দু একটা পোস্ট পড়ে ওনাকে বেশ সমৃদ্ধ বলে মনে হয়েছে। বাকিদের তেমন চোখে পড়েনি। তবে সে যাইহোক আগামীতে ওনারা ব্লগকে আরও প্রাণবন্ত করে তুলবেন আশাকরি।

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। বাকিরাও জ্বলে উঠুক সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

অজ্ঞ বালক বলেছেন: আপনার এই লিস্ট আমি বেশ আগ্রহ সহকারে অনুসরণ কইরা থাকি। এই লিস্টে যারা থাকে তারা সকলেই মানসম্পন্ন ব্লগার বইলা অন্তত এতদিন দেইখা আসছি। এবারই বোধহয় হিসাবে গরমিল হইয়া গেলো। মাল্টিনিক, যার উৎপত্তি কিছু সুনির্দিষ্ট কারণে, তারে এই লিস্টে রাখা অনর্থক। যেমন অনর্থক, নির্দিষ্ট মানসপন্ন লেখা লিখতে না পারলে তারে লিস্টে রাখা। আগেও আমি অসংখ্যবার বলছি যে সামুর অধঃগতির অন্যতম কারণ সকল পোস্টে প্রশংসার বন্যা ডাইকা আনা। সমালোচনা, অবশ্যই সুস্থ, একটা মুখ্য ভূমিকা রাখে লেখকের গইড়া উঠায়। যাই হোক, মাসে ৩০ টা পোস্ট দিলে সেইটা আমি সুস্থ ব্লগিং মানতে নারাজ। বিনীতভাবে আমার মত বইলা গেলাম। লিস্টের মধ্যে একজন, পছন্দের সীমারেখা চুইংগামের মতন টাইন্না বড়ো করলে তিনজনকে, ব্লগার বলা যায়। বাকিরা দুধভাত।

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি এবার নতুরা কেউ হিট পোস্ট দিয়ে তারকা বনে যান নাই। বিগত বছরগুলোতে যেটা হতো। মাল্টি নিকটা না বুঝার কারণে লিস্টে এসেছে। সুন্দর মতামতের জন্য সাধুবাদ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০০

নেওয়াজ আলি বলেছেন: নিবর্হন নির্মোঘ ছাড়া গত এক মাসে কারো লেখা বগ্লে দেখি নাই। অবশ্য আমি চোখেও কম দেখি

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি ছাড়া বাকিরা এখন তেমন আসেনা। ধন্যবাদ।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৩৯

মিরোরডডল বলেছেন:




ঢাবির সাথে সহমত, অঙ্গন রম্য বেশ ভাল লেখে ।
আই উইশ তার মজাদার রম্য লেখা কন্টিনিউ করবে ।



২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও সেই আশায় থাকলাম। ধন্যবাদ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৭

সোহানী বলেছেন: সবার জন্য শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



ব্লগার " নিবর্হন নির্মোঘ"এর কত হাজার মালিনিক আছে?

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটা আপনি ভাল জানেন।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @সোনাগাজী

প্রথমত আমার নামের বানানটা শিখে নেবেন । দ্বিতীয়ত আমার আর কোন নিক নেই । এই একটাতেই আমি খুশি ।

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার যে মাল্টি নিক থাকবে এমনতো কথা নেই। ধন্যবাদ।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এই তালিকা থেকে নতুনদের সম্পর্কে ধারণা পাওয়া গেল। তবে আরও বেশী সংখ্যক নতুন ব্লগার পাওয়া গেলে ভালো হত।

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা এবার তেমন নতুন ব্লগার নেই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.