নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

এমন ঘটনা কেন যে ঘটে !

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৩




২০০৩, ৪, ৫ সাল বা আগে পরে হতে পারে। সেসময় আমাদের থানার সাথে সড়ক পথে যোগাযোগ ছিলনা। দাউদকান্দি বা ঢাকা যেতে প্রথমে ট্রলারে করে যেতে হতো। সেই ট্রলার চলাচল যুগের ঘটনাটা আজও মনে পড়ে যায় আর ভাবলে শিউরে উঠি।

ট্রলারঘাটে পৌছে ট্রলারে বসে আছি। এক ঘন্টা পর পর ট্রলার ছাড়ে। গরমকাল। খুব রোদ উঠেছে। ট্রলার প্রায় ভরে গেছে। টাইমও শেষ হয়ে আসছে। শেষ মূহুর্তে কয়েকজন যাত্রী দৌড়ে এসে উঠল। তাদের মধ্যে বাচ্চা কোলে এক নারীও ছিল।

ট্রলার ছেড়ে দিয়েছে। যাত্রীরা যে যার মত বসে আছে। নদীর ঢেউ কেটে কেটে ট্রলার সামনে এগিয়ে যাচ্ছে পিছনে সরে যাচ্ছে গ্রাম, জনপদ, মাঠ, ফসলের ক্ষেত।

গরমে এক ঝলক বাতাস যেন শরীরে শান্তির পরস বুলিয়ে দিচ্ছে। কেউ কেউ পরিচিত জনদের সাথে গল্পগুজব করছে। হঠাৎ সেই বাচ্চা কোলে রাখা মহিলা ঢুকরে কেঁদে উঠল। সে তার বাচ্চার দিকে চেয়ে আছে তারপর বাচ্চাকে নিবিরভাবে চেপে ধরে হাত দিয়ে আদর করছে আর কান্না করছে। ব্যাপারটা কেউ না বুঝে মহিলার দিকে সবাই তাকিয়ে আছে।

একজন জিজ্ঞেস করল, আপনি কাঁদছেন কেন ? বাবু কি অসুস্থ ?

প্রশ্নটা শোনার পর মাহিলাটা আর্তনাদ করে উঠল। সে আহাজারি করে বলেতে লাগলো- আমার বাছা আর নাই গো। আমার যাদুরে ওরা মেরে ফেললগো। মহিলা বিলাপ করেই চলল।

মহিলা যাত্রীরা মহিলাকে শান্তনা দিতে লাগলো। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছেনা সে মরে গেছে বরং সে মায়ের কোলে পরম মমতায় ঘুমিয়ে আছে। তারপর আস্তে আস্তে সব জানা গেছে কিভাবে কি ঘটেছে।

মৃত বাচ্ছাকে আগলে রাখা একমাত্র একজন মায়ের পক্ষেই সম্ভব। মহিলার বাচ্চা অসুস্থ ছিল। মহিলা বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে যেতে চেয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু গৃহস্তের বউ বাড়ি না থাকলে সিজনের এই সময়ে ফসল বোনা ও কামলাদের খাওয়া দাওয়া করানো কষ্টকর হয়ে যাবে তাই তাকে যেতে দেওয়া হয়নি।

কিন্তু বাচ্চা যখন পৃতিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তখন মা কিছুতেই বিশ্বাস করতে পারছেনা তাই সে স্থানীয় ফার্মেসীগুলোতে না গিয়ে দাউদকান্তি বড় ডাক্তার দেখিয়ে নিশ্চিত হবে যে তার বাচ্চা আসলেই মরে গেছে কিনা। তাই সে বাচ্চাকে দাফন কাফন না করিয়ে এক প্রকার পালিয়ে এসেছে।

সকলে এবার তার গ্রাম ও স্বামীর নাম জানতে চায়। সেই পাষন্ড লোককে গালিগালাজ করতে থাকে।

আমার শরীর মন কেমন যেন করতে লাগলো মৃত বাবুটাকে মহিলার কোলে পড়ে থাকতে দেখে। আজও মনে পড়লে কেমন যেন লাগে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইগুলো সহ্য করা কঠিন। আজীবন মনে থাকে।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো মনে হচ্ছে। ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: মায়ের কোলে মৃত সন্তান!! এর চেয়ে কষ্টদায়ক দৃশ্য আর পৃথিবীতে নেই।
খুবই হ্রদয়বিদারক ঘটনা।

০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু ঘটনা কখনো ভুলা যায়না। ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুঃখজনক।

০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। ধন্যবাদ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আপনাদের কুমিল্লাতে আমি ট্রলারে করে গিয়েছি। ৭ দিন ছিলাম। একটা ওয়াজ মাহফিলের অনূষ্ঠানে ছিলাম। সারারাত পালা গান হয়েছে। জিকির হয়েছে। তবারক হিসেবে দিয়েছিলো গরম গরম খিচুড়ি। তীব্র শীত। ভোরের দিকে সেই খিচুড়ি খেতে দারুন লেগেছিলো।

০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কুমিল্লায় কোন থানায় গিয়েছিলেন ?

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব সংবাদ খুবই কষ্টকর হয়। :(

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: চোখের সামনে ঘটা ঘটনা খুবই কষ্টকর। ধন্যবাদ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

গেঁয়ো ভূত বলেছেন: কিছু কিছু মানুষরূপী অমানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে।
আর যোগাযোগ ব্যাবস্থার যে চিত্র দিয়েছেন, এইতো বছর দশেক আগেও ঢাকার আশেপাশেও যোগাযোগ ব্যাবস্থার যে কি অবস্থা ছিল তা ভাবা যায় না।

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। কিছু মানুষ স্বার্থের জন্য সবই করতে পারে । এখন যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক অনেক ভালো।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

নতুন বলেছেন: মৃত বাচ্ছাকে আগলে রাখা একমাত্র একজন মায়ের পক্ষেই সম্ভব। মহিলার বাচ্চা অসুস্থ ছিল। মহিলা বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে যেতে চেয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু গৃহস্তের বউ বাড়ি না থাকলে সিজনের এই সময়ে ফসল বোনা ও কামলাদের খাওয়া দাওয়া করানো কষ্টকর হয়ে যাবে তাই তাকে যেতে দেওয়া হয়নি।

কিন্তু বাচ্চা যখন পৃতিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তখন মা কিছুতেই বিশ্বাস করতে পারছেনা তাই সে স্থানীয় ফার্মেসীগুলোতে না গিয়ে দাউদকান্তি বড় ডাক্তার দেখিয়ে নিশ্চিত হবে যে তার বাচ্চা আসলেই মরে গেছে কিনা। তাই সে বাচ্চাকে দাফন কাফন না করিয়ে এক প্রকার পালিয়ে এসেছে।


সন্তান মায়ের শরীরের অংশ, জন্মের সময় নাড়ী কেটে আলাদা করে মাত্র। তাই সন্তান মৃত হলেও মায়ের কোলে রাখতে কখনো ভয় বা অন্য কোন রকমের খারাপ লাগা আসেনা। সন্তান হারানোর কস্টে মা, বাবা একটা ঘোরের মাঝে চলে যায়।

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই । প্রথমে কেউ বুঝতে পারিনি মায়ের কোলে বাচ্চাটা মৃত। মায়ের মত নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে আর নেই।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


সুজলা,সুফলা,শস্য-শ্যামলার একটুখানি মন্দ দিক।

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখন সামাজিক চিত্র কিছুটা ভালো যোগাযোগ ব্যবস্থাও।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



দরিদ্র মায়ের সন্তান অসুস্হ হলে, মা তার সন্তানে চিকিৎসা করানোর জন্য কি করা সম্ভব?

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আত্মীয়-স্বজন বা বাবার বাড়ির আর্থিক সাহায্য নিয়ে ডাক্তার দেখাতে পারে। ধন্যবাদ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: হৃদয়বিদারক ঘটনা।

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিঃসন্দেহে। সেই মহিলা ভালো থাকুন নতুন সন্তান নিয়ে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: খুবই বেদনাময় । খুবই দুঃখের বিষয়।

১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই তাই। ধন্যবাদ ভাই।

১২| ১০ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৩

হাসান জামাল গোলাপ বলেছেন: মর্মান্তিক।

১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই মর্মান্তিক। ধন্যবাদ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১

নীল আকাশ বলেছেন: মন খারাপ হয়ে গেল।

১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন খারাপ হওয়ার মতই ঘটনা। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.