নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-২২

১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩




ডেন্টিস্ট এর কাছে নিয়ে যাওয়ার পর মার্কেটে ম্যানিকুইনের সাথে সময় কাটানোর মূহুর্তে।


দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া। বেশ কদিন ধরেই বাবুর দাঁতে ব্যথা। রাতে একটু পরপরই ব্যথার চোটে ঘুম ভেঙ্গে যায়। বাবুরতো বটেই সাথে আমাদেরও ঘুমে ব্যাঘাত ঘটে। শনিবার সকালে ডেন্টিস্টের কাছে যাওয়ার সিদ্ধান্ত হয়। ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমানোর চেষ্টা করতেছি কারণ ক’দিন ধরেই রাতে ঠিকমত ঘুমাতে পারছিনা। হঠাৎ দেখি বাবুর শরীরে কাথা নেই। বাবুর শরীরে কথাটা ঠিকমতো দিয়ে ঘুমিয়ে গেছি একটু পরেই বাবু জেগে উঠেছে। মা মা বলে সে বসে পড়েছে। হঠাৎই দেওয়ালের যে পাশে ওয়ারড্রব আছে সেদিকে হাত দিয়ে দেখিয়ে বলে ওইটা ওইটা!

তার আম্মু বাবুর কথা শুনে উঠে বসে বললে কি হইছে মা ?

না আমি যাব না। আমি যাব না, বলে হঠাৎ করেই চোখ মুখ বিকৃত করে তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মাকে শক্ত করে ধরে কুকড়ে গেল।

আমি বললাম, ওইখানে কি দেখছ মা! কেন ভয় পাচ্ছো। তখন সে বলতেছে আমি পুরাতন আস্তানায়(এখানে সম্ভবত পুরোনো বাসা বুজাচ্ছে) থাকতে চাই। তাড়াতাড়ি দোয়া পড়ে বাবুকে ফুঁ দিলাম এবং স্বাভাবিক করার জন্য অন্য কথা বলতেছিলাম।

বললাম কি দেখে তুমি ভয় পাচ্ছো মা। সে বলল আমি ওয়াল দিয়ে ওই পাশের বাসায় চলে গেছি। তারপর কি দেখছো?
সে আবার কান্না করে উঠলো। বলল, না না বললেও ভয় লাগে। আমি বলবো না।

তার মা বলল ভয়ের কিছু নেই মা। তুমি তো স্বপ্নে দেখছো। তুমি স্বপ্নে দেখছো আমাদের ওয়াল ভেদ করে ওপাশের বাসায় চলে গেছো আবার আসছো কিন্তু বাস্তবে উঠে তুমি দেখতেছো যে দেওয়াল ভেদ করা যায় না তাই তুমি ভয় পেয়ে গেছো।

পরে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়ানো হলো। পরের দিন থেকে সে সাইডে না ঘুমিয়ে মাঝখানে ঘুমানো শুরু করেছে। আমরা বললাম তুমি মোবাইলে আর ভুতের কার্টুন দেখিও না তাহলে ভয় পাবে না। কিন্তু কে শোনে কার কথা । ডাইনীর চুল কাটা কার্টুন দেখা তার চাই ই চাই।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সমস্ত বাচ্চাদের প্রিয় খেলনা মোবাইল। আমার কন্যা ফারাজা মোবাইল নিয়ে ব্যলকনিতে চলে যায়। যেন কেউ তাকে বিরক্ত করতে না পারে।

১৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশেষ করে ভাত খাওয়ার সময় মোবাইল লাগবেই কি যুগ আইল। ধন্যবাদ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি চট্রগ্রাম থাকেন?

১৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

মোস্তফা সোহেল বলেছেন: দেখতে দেখতে মেয়ে অনেক বড় হয়ে গেছে দেখছি!

১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দোয়া করবেন।ধন্যবাদ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শেরজা তপন বলেছেন: সব বাচ্চারাই মনে হয় এমন হয়- ভয় পাবে তবুও ভুতের গপ্পো শুনবে, কার্টুন দেখবে।।আশ্চর্য বৈকি

১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝে মাঝে অবাক লাগে।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.