|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
একটা সময় কারণে অকারণে ব্লগে ঢুকতাম, লিখতাম। কিন্তু দিন যত যাচ্ছে ততই যেন ব্লগিং করা কমে যাচ্ছে। যদিও চেষ্টা করি প্রতিমাসে ০৭ এর নীচে যেন পোস্ট না নামে। গত বছর ছয় মাস ছিল ০৭টি করে পোস্ট। চেষ্টা করছি এবছরও যেন সেই সংখ্যাটা না কমে। 
যদিও এখন প্রায় প্রতিদিন ঢু মারি এখানে কিন্তু লেখা আর হয়ে উঠেনা। লগিং করলে অবশ্যই মন্তব্য করে থাকি। 
এত এত অনলাইন প্লাটফর্মের ভিতর সামুর আলাদা একটা অবস্থান আছে কিংবা বলা যায় মায়া। সেই মায়ার টানেই আসতে হয় ব্লগে, লিখতে হয়।
অনেক পুরাতন ব্লগারকে এখন আর তেমন দেখিনা। নতুনরাও সেভাবে আসছেনা। তবুও ব্লগ উজ্জ্বল থাকুক নতুন নতুন পোস্টে। ভাল থাকুক সামু, ভাল থাকুক ব্লগাররা।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১:৪২
২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অনেক ধন্যবাদ। ফিরে আসার শুভকামনা। 
পুরনোরা এভাবে ফিরে এলে ভাললাগে। ধন্যবাদ। ভাল থাকবেন।
২|  ২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১:৫১
২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১:৫১
রানার ব্লগ বলেছেন: ব্লগ শীতের কারনে ঝিমাচ্ছে । হয়তো ব্লগাররা সবাই শীতের ছুটিতে বেড়াতে গেছে। আমি অভাগা যেতে পারি নাই তাই ব্লগে ।
  ২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ২:১৪
২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আহা! ভাই আপনিও কোথাও বেড়াতে চান। তারপর সবাই একসাথে ব্লগে লিখব। ধন্যবাদ।
৩|  ২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ২:৩৮
২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ভাল থাকুন।
  ২২ শে জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:১২
২২ শে জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
৪|  ২২ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:১০
২২ শে জানুয়ারি, ২০২৩  রাত ৮:১০
জুল ভার্ন বলেছেন: সামু আমার প্যাশন ❤️
  ২৩ শে জানুয়ারি, ২০২৩  সকাল ১১:১০
২৩ শে জানুয়ারি, ২০২৩  সকাল ১১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। সামুর প্রতি ভালবাসা শেষ না হোক।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১২:২৩
২২ শে জানুয়ারি, ২০২৩  দুপুর ১২:২৩
কৌতুহলী বয় বলেছেন: ১১ বছরেরও আগে সামুতে আইডি খুলি । ২০১৩তে নিয়মিত ছিলাম এরপর ১৪তে অল্প কয়দিন এরপর ১৬তে কয়দিন এরপর গতবছর আইডির পাস ভুল দেখাচ্ছিল ডুকতে পারছিনা তারপর গতকাল আইডি রিকভারি করি।আজ থেকে নিয়মিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ । তবে আগের মজাটা আর পাইনা।