নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প মেয়েকে পড়া লেখা শিখানো নিয়ে।
অ আ... সহজেই শিখে গেছে তারপর ইংরেজী বর্ণমালাও শিখে গেল ভালভাবেই । আরবিও কয়েকটা হরফ বাদ দিয়ে শিখে গেছে। আরবী পড়তে বসলে সে হেজাব দিয়ে বসবেই। সমস্যা শুরু হল- ক,খ,গ..........শেখাতে গিয়ে।
প্রথম থেকেই যতবার ক,খ,গ বাংলা বর্ণগুলো পড়াতাম তখন একটু পড়েই সে বলত এগুলো আমার পড়তে ভাললাগেনা। এগুলো এমন কেন(মানে কঠিন) ?
যাই হোক ণ পর্যন্ত শিখার পর আর আগাতে পারছিনা। যখনই ণ পড়া শেষ হয়ে যায় তখন সে অন্য পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যাতে আর বাংলা বর্ণ পড়তে না হয়।
যতই বলি তুমি বাংলায় কথা বলছো কিন্তু সেটাতো লিখতে শিখতে হবে। বর্ণ কিভাবে বুঝবে কি বলছ ?
সে আমাকে বলে আমিতো সব কথা বলতে পারি তাহলে বর্ণ শিখার দরকার কি ?
আমি তখন আমার সংগ্রহে থাকা গল্প উপন্যাস পড়ে তাকে বুঝাই বর্ণ না শিখলে তুমি এভাবে বই পড়তে পারবেনা। সে বলে আমি বড় হয়ে পড়ব।
পড়তে বসলে পড়া যেমন তেমন সব বই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে কিংবা সাজিয়ে রাখাই তার খেলা।
উপরের ছবির বইগুলো সে সাজিয়ে আমাকে ডেকে দেখিয়েছে। আমি ছবি তুলে স্মৃতি রেখে দিলাম।
মাঝে মাঝে বালিশ দিয়ে স্কুল ঘর তৈরী করে,রীতিমত ঘন্টা দিয়ে তবেই পেড়তে বসাতে হয়। পুতুলগুলোকে ছাত্র ছাত্রী বানিয়ে তার সাতে অংশগ্রহণ করায়।
মেয়েকে শেখাতে গিয়ে আমারও কেন যেন মনে হচ্ছে বাংলা বর্ণ আসলেই কঠিন। আমাদের বাবা মাও মনে হয় আমাদের শিখানোর সময় এমনটা মনে করতেন।
আপনাদের অভিজ্ঞতা কি এরকম নাকি ভিন্ন কিছু ?
২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম আমার ব্লগ নীড়ে। প্রতিদিন একটি করে তৈরী হয়- মূলত আমার মেয়েকে নিয়ে লিখা বিভিন্ন ঘটনা। ভবিষ্যতে মেয়ে বড় হলে এই ব্লগ পড়বে আর অবাক হবে সে এগুলো করেছিল। বাকি গল্প পড়ার প্রত্যয় ব্যক্ত করায় ধন্যবাদ। আপনার পথ চলা সুগম হোক।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।
২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: মানুষের জীবনের শ্রেষ্ঠ গল্প হলো- জীবনের গল্প গুলো।
২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গত শনিবার বিবি-বাচ্চাদের নিয়ে বানিজ্য মেলায় গিয়েছিলাম অনেক অনুরোধের পরে। সেখানে পৌছে মানুষের সংখ্যা দেখে আমি রগে ওদের রেখেই চলে আসতে নিয়ে ছিলাম। ছোট কন্যা আবদার করে বললো- পাপপা তুমি থাকো।
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাচ্চাদের আবদার ফেলা যায়না।ধন্যবাদ। ভাল থাকুক আপনার কন্যাদ্বয়।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪০
হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর গল্প।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২
চারাগাছ বলেছেন:
প্রতিদিন একটি করে তৈরী গল্পের ২৩ নম্বর গল্প টা পড়লাম। আর আগে আরো ২২ টা গল্প হয়েছে।
পড়া হয়নি। পড়বো।