নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
দেয়ালের পলেস্তারা একদিন খসে পড়ে। ঝড়ে যায় চুনকাম, রং, রূপ বুঝি যৌবনও তবুও সৌন্দর্য ধরে রাখার কত আয়োজন? আনমনা দুপুরে বুক পকেট থেকে তোমার ছবিটা আলগোছে পড়ে যায় রাজপথে। তবুও স্মৃতির জঞ্জাল থেকে যায়না পাওয়া দায়মুক্তি। একি দুঃখ বিলাস আমার ! মরনেও ঘটেনা ভালোবাসার পরিসমাপ্তি।
এ কোন বোধের জন্ম হল মনের গহিনে ? একদিন নক্ষত্র মরে যায়। জেগে থাকে বুকের ভিতর প্রেমের তৃষ্ণা। কেড়ে নিয়ে যিশু খ্রিস্টের ক্রুশ, সময়ের প্রয়োজনে কখনো কখনো প্রেমিক হয়ে যায় অগ্নি পুরুষ।
ছবি-নিজের তোলা।
২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়তো হয়। ধন্যবাদ।
২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা সেই হয়েছে
২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: গতকাল এই দেয়াল দেখেই গদ্য কবিতার লাইন প্রথম মাথায় আসে। তাই আজ ছবি তুলে জুড়ে দিলুম। ধন্যবাদ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬
কালো যাদুকর বলেছেন: প্যালেস্টার খসে পড়া জীবনে ভালবাসাই টিকে থাকে একমাত্র সংগী হয়ে। কবিতা+
২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালোবাসাটাই থাকুক স্বযতনে। ধন্যবাদ। + এ পুলকিত।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: ছবিতে পলেস্তা ঠিক আছে। দেয়ালে লাগালো রঙ খসে গেছে।
২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু একদিন তাও একদিন খসে পড়বে। ধন্যবাদ।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০০
নীল আকাশ বলেছেন: এভাবে চলমান জীবনের দিনগুলো কেটে যায়।
২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিন যায় বয়স বাড়ে এইতো জীবন। ভাল থাকবেন, ধন্যবাদ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩
নেওয়াজ আলি বলেছেন: স্মৃতি কখনোই ভুলা যায় না সেটা ভালো হোক আর মন্দ হোক। জীবনের কোন এক সময় পুরাতন স্মৃতি মনে পড়বেই পড়বে।
৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। ধন্যবাদ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কিন্তু একদিন তাও একদিন খসে পড়বে। ধন্যবাদ।
রবার্ট ফ্রস্টের কবিতার একটা লাইন আছে- ''একদিন আমরা সবাই মাটিতে খসে পড়ে যাবো।
৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতার মত মনে হল। পুরানো দেয়ালের মতই আমাদের জীবনও একদিন পুরানো হয়ে যায়। কিন্তু স্মৃতিগুলো হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায়।
৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ভাই কবিতা। গদ্য কবিতা। জীবনও পুরানো হয় প্রতিদিন একটু একটু করে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
অগ্নিপুরুষ মহাপুরুষে রূপান্তরিত হয়।