নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪






গতকাল হঠাৎ মেয়ের পেট ব্যাথা সাথে বমি। আগের দিনও ছিল কিন্তু এতটা না। তাই বিকেলে অফিস থেকে বেড়িয়ে মা ও শিশু হাসপাতাল নিয়ে গেলাম।

যা ভেবেছি তাই। পেটে গ্যাস জমেছে। হাসপাতাল থেকে বেরে হয়ে ঔষধ কিনে বাসায় ফিরব ওমনি মেয়ে বলল জাম্বরি পার্কে যাব। গেলাম পার্কে। সে কিছু খায়না তাই বাদাম নিলাম সবাই খেলাম।

বেশ ডান্ডা লাগছে শেষ বিকেলে। তবুও সে বাসায় যাবেনা। সন্ধ্যায় ফোরারা ছাড়লে পানির খেলা দেখবে। দেখা হল। পার্ক থেকে বের হওয়ার সময় দেখলাম পলাশ ফুলে ছেয়ে আছে গাছটা।

বেশ ভাললাগলো। ছবি উঠালাম। মেয়েকে ফুলের কলি দিলাম। ঘ্রান নেই বলে সে ফেলে দিল। বিবর্ণ ঝড়া পাতার সাথে ফুল পড়ে আছে সেটার ছবিও উঠালাম কিন্তু ততক্ষনে আধার নেমেছে চারপাশে তাই ছবি সুন্দর হয় নাই।






পার্কে পলাশ দর্শন।




পলাশ বেশ সুন্দর আলো থাকলে ছবি আরও ক্লিয়ার হত।




পার্কের পানি বেশ টলমল।



ফোয়ারায় পানি ফুটার অপেক্ষায়।





আমার অফিস থেকে বাগান বিলাশ নিয়ে যেতে মেয়ের আবদার।



সীবিচ -এ সাগরের শামুক-ঝিনুকের দোকানে।



নৌকা।





ঝিনুকের মালা মেয়ের পছন্দ হয়েছে।





ঝড়া পাতা।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

অধীতি বলেছেন: মামনির সুস্থতা কামনা করি। পলাশের রূপ চোখের ধাধা তৈরি করে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। আশা করি ভাল আছেন। আপনার বাড়ির পাশের নদী ও খাল দেখে বেড়াতে যেতে ইচ্ছে হয়। কখনো ঝালকাঠি গেলে যোগাযোগ করবো।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ছবি গুলো দেখলাম।
ছবির মান ভাল না।

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেহেতু সন্ধ্যায় সবগুলো ছবি তুলা তাই মান ভাল নাও হতে পারে। ধন্যবাদ।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: এবছর কোন এক সময় চট্টগ্রামে যাওয়ার ইচ্ছে আছে।
মেয়ে এখন কি সুস্থ হয়েছে?

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসুন ঘুরে যান চট্টগ্রাম। আগের চেয়ে ভাল। ধন্যবাদ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার--------

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯

নতুন বলেছেন: গতকাল হঠাৎ মেয়ের পেট ব্যাথা সাথে বমি। আগের দিনও ছিল কিন্তু এতটা না। তাই বিকেলে অফিস থেকে বেড়িয়ে মা ও শিশু হাসপাতাল নিয়ে গেলাম।

বাচ্চাদের খাবার সব সময় খেয়াল করে দেবেন, দেশের বাইরের খাবারে ফুড পয়জনিং হবার ঝুকি খুবই বেশি থাকে।

আর বমি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯

ঢাবিয়ান বলেছেন: আপনার কন্যার জন্য শুভকামনা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:০৫

হাসান জামাল গোলাপ বলেছেন: কন্যা আর আপনার সুন্দর সময় কাটুক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.