|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
একুশ তুমি এদেশের ভাষা আন্দোলন
 একুশ তুমি বাহান্নোর গণজাগরণ
 একুশ তুমি রাঙা শিমুল পলাশ
একুশ তুমি ভাষা শহীদের লাশ
 একুশ তুমি বাঁচিয়েছো মায়ের মুখের ভাষা 
একুশ তুমি বাঙালির বাংলা ভাষার আশা
একুশ তুমি হৃদয়ে অগ্নিঝরা স্মৃতি
 একুশ তুমি হার না মানা এক রীতি
একুশ তুমি আমার অহংকার
একুশ তুমি বাংলার তেজী ঝংকার। 
ছবি-বিবিসি বাংলার সৌজন্যে।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৩১
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১:৪৫
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: মহান একুশের শুভেচ্ছ।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:১০
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:৩৩
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতায় নতুন কিছু নেই। এরকম কবিতা বহু আছে।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:১০
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরনো জিনিসে কত আর নতুনত্ব থাকবে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:১৫
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: মহান একুশের শুভেচ্ছা রইল কবি মাইদুল দা
ভাল থাকবেন