|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকে যে ছবি উঠালাম সেটা আগামী দিনের স্মৃতি।
সেই ছবি কথা বলবে অতীতের। 
কত রুপ, রং, রস আর ঘ্রাণ যে থাকে ছবির পিছনে লুকিয়ে তা কেবল সময় জানে;
একটি ছবি বলে দিতে পারে অনেক কথা- 
ফুটাতে পারে আপনার মুখে হাসি, 
হাসি ছবিয়ে পড়ুক প্রতিটি মুখে।
১।
  
  
ফুল সবখানেই সুন্দর।
২।
  
  
অনেক দিন ছবি আঁকা হয়না।
৩।
  
 
অফিসের বাগানটা ভেঙ্গে ফেলা হচ্ছে।
৪।
  
 
চিড়িয়াখানায় একদিন। 
৫।
  
  
রাতে টাইলসে প্রতিচ্ছবি (মেয়েকে অবাক করে দেয়ার জন্য তুলে ছিলাম বছর দুই আগে)
৬।
  
 
মাঝে মাঝে আকাশের নীলক্ষা নীল টানে মানুষেরে।
৭।
  
 
কদবেল ও তার ভর্তা।
৮।
  
 
মেয়ে পার্কে বেড়াতে গিয়ে ইটের মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তুলল ফুল কুড়িয়ে।
৯।
  
 
ধীরে ধীরে কন্যার পুতুল খেলার দিন শেষ হয়ে আসছে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সে অনুভূতি কি এখন প্রখাশ করা যাবে ! 
ইনশাল্লাহ ততদিন যদি বেঁচে থাকি ও ব্লগে থাকি তবে প্রতিদিন একটা করে গল্প তৈরি করবো। ধন্যবাদ ভাই।
২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৩৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকারি ছবি ভালো হয়েছে।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ ভাই।
৩|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪২
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৪|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:৫৭
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  বিকাল ৩:০৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৫|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:০৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: বাহ! খুব সুন্দর।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  বিকাল ৩:০৫
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৬|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:২৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:২৪
নেওয়াজ আলি বলেছেন: খুব চমৎকার
  ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৩
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৫০
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৫০
শেরজা তপন বলেছেন: আপনি সম্ভবত খুব অল্পতে সুখী মানুষ।
এমন মানুষ ধীরে ধীরে বিরল হয়ে যাচ্ছে।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৩
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
৮|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩  রাত ১০:৪০
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩  রাত ১০:৪০
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩১
২০ শে ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:২৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পুতুল খেলা মেয়েটি একদিন পুতুল সেজে বিয়ে করবে!
ব্রাদার আপনার অনুভূতি কেমন ?
তখন কি আপনি মেয়ের জন্য প্রতিদিন একটা করে গল্প তৈরি করবেন ?