নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনের কথামালায় থমকে গেল ব্লগিং।

০৫ ই মে, ২০২৩ সকাল ১১:৪৫




যাপিত জীবনে মানুষের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা থাকবে।

কিন্তু মানুষের জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না। নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক তখনই ঘটে অঘটন।

গতকাল বন্ধের দিন মেয়ের সাথে সময় কাটিয়ে, বাইরে গিয়ে তার ছোট সাইকেল বড় রাস্তায় চালিয়ে সে বেশ পুলকিত। বাহিরে থেকে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়ে উত্তরের জানালাটা খুলে ব্লগে ঢুকলাম। সময়টা তখন দুপুর সাড়ে বারোটা। ভাবলাম গোসল আর নামাজের আগে একটু ব্লগে সময় দেই।

ব্লগ পড়ছি, কমেন্ট করছি। শেরজা তপন ভাইয়ের তিন চাকায় বাধা জীবন এর এক গেরস্ত রিক্সা চালকের গল্প পরে সেই রিকশা চালকের জন্য বেশ খারাপ লাগছিল ঠিক তখনই আমার বেড রুমের জানালা দিয়ে উত্তরের বাতাসে ভেসে এলো এক বিষন্ন পুরুষ কন্ঠের কথামালা।

লোকটি এত জোরে ফোনে কথা বলছিল যে, মনে হয় পাশে বসে কেউ কথা বলছে। পাশের বিল্ডিং, নাকি ওপাশের টিনশেড নাকি পাশের ফ্ল্যাট নাকি আমাদের বিল্ডিং এর দোতলা থেকে কথাগুলো আসছে সেটা বুঝা যাচ্ছেনা।

সেই অদেখা পুরুষের যাপিত জীবনের কষ্টের কথাগুলো আমার কর্ণ কুহুরে প্রবেশ করতেই আমার ব্লগিং থমকে গেল।

শোনার ইচ্ছা ছিল না কিন্তু কথাগুলো এত স্পষ্ট ও মর্মান্তিক যে আপনা আপনি শুনে গেলাম।

সে মানুষটি ফোনে তার শ্বশুরকে বলছিল-

আপনার মেয়েকে বলেন আজকের মধ্যে ঢাকা ছাড়তে।

সম্ভবত ফোনের অপরপ্রান্ত থেকে লোকটির শ্বশুর বলছিল কেন কি হয়েছে?

এই কথাটা শোনা মাত্র সে আহত বাঘের এর মত চিৎকার করে উঠলো।

কেন আপনি জানেন না কি হয়েছে ? কি হচ্ছে ? আপনার মেয়ে আর আপনার ওই শয়তান বউ মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমাকে শেষ করে দিয়েছে।

আপনার মেয়ে ঢাকা থেকে বেলেল্লাপনা করবে আর আমি তা মেনে নেব কখনোই না। তারপর সে কানায় ভেঙে পড়ে বলল যদি আজকের মেয়ে মধ্যে ঢাকা না ছাড়ে তাহলে আমি আত্মহত্যা করব।

আমি আর বাঁচতে চাই না। আমার আর বাঁচার ইচ্ছে নেই।

সম্ভবত তার শ্বশুর তাকে শান্ত হতে বলছেন এবং তার বাবা- মার সাথে কথা বলতে বলছেন।

সেটা শুনে সে হুংকার দিয়ে উঠলো। আমার কারো সাথে কথা বলা লাগবে না। আমার কাউকে লাগবে না ।আপনার মেয়ে যদি আজকের মধ্যে পটুয়াখালী না পৌঁছায় তাহলে আমি সুইসাইড করব। আমার এক কথা ব্যস।

এটা কি জীবন ! এটাকে কি জীবন বলে। আমার ছয় ছয়টি প্রপোজাল তারা নষ্ট করেছে।

নিশ্চয়ই কিছু এমন একটা ঘটেছে যা খুবই বেদনাদায়ক। হয়তো চরমসীমায় পৌঁছে গেছে ব্যাপারটা। তাইতো একজন পুরুষকে এতটা অসহায় মনে হল। বর্তমান সময়ে মানুষের যাপিত জীবনের এই দুঃখ-কষ্টর সহজ সমাধান এর পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।


ছবি-নিজের তোলা।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৩ সকাল ১১:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিছু দিন আগে এক বড় ভাই তার শাশুড়িকে এই কথাগুলিই বলছিলেন আমার সামনে। "আপনার মেয়ে আর আপনার ওই শয়তান বউ" এর জায়গায় ছিলো আপনার দুই মেয়ে।

আমি বহু পরিবারকে ধ্বংস হয়ে যেতে দেখেছি শুধুমাত্র পরিবারের ভিতরের মানুষের কারণে।

০৫ ই মে, ২০২৩ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি বহু পরিবারকে ধ্বংস হয়ে যেতে দেখেছি শুধুমাত্র পরিবারের ভিতরের মানুষের কারণে। সহমত।

কারণ পরিবার ধ্বংস করতে ১/২ জন খারাপ মানুষই যথেষ্ট। ধন্যবাদ।

২| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১২:০৮

জটিল ভাই বলেছেন:
হায়রে জীবন!!! তারপরও বেঁচে থাকার এতো আকুতি!!! :(
এনিওয়ে, মামনি যেনো সাবধানে সাইকেল হ্যান্ডেল করে। যদিও মেয়েদের সাইকেল চালানোটা আমার পছন্দ নয় :(

০৫ ই মে, ২০২৩ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি তার সাথেই ছিলাম পুরোটা সময় তাই ভয়ের কিছু নেই। ধন্যবাদ আমার মেয়ের প্রতি আপনার আন্তরিকতায়। ভাল থাকবেন।

জীবন বড় সুন্দর আর জটিল, কঠিনও।

৩| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১২:১২

ডার্ক ম্যান বলেছেন: পারিবারিক অশান্তির কারণে কত পুরুষের জীবন যে শেষ হয়ে যায়, তার হিসাব কেউ রাখে না।
২ বছর আগে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছিলেন পারিবারিক অশান্তির কারণে। কিন্তু তার পরিবার সেটাকে অন্য রঙ দিয়ে ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দেয়।

০৫ ই মে, ২০২৩ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বড় মর্মান্তিক। কিন্তু পরে যখন ভুল বুঝতে পারে তখন করার কিছুই থাকেনা।

ধন্যবাদ।

৪| ০৫ ই মে, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে জটিলতা ও নানান সমস্যা থাকবেই। তাই সহজ সমাধান খুঁজে বের করতে হবে।

০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমাধান হয়না অনেক কিছুর। তবুও জীবন হোক সহজ সরল। ধন্যবাদ।

৫| ০৫ ই মে, ২০২৩ দুপুর ২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আমার চোখের দেখায় এক পুরুষকে ধীরে ধীরে নিঃশেষ হতে দেখছি, ফলাফল জানাবো।

০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বড় বেদনার কথা। সুখে থাকুক প্রতিটি পরিবার। ধন্যবাদ।

৬| ০৫ ই মে, ২০২৩ দুপুর ২:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: দিনকাল আসলেই বেশ খারাপ, এ কোন অন্ধকারের দিকে যাচ্ছি আমরা?

০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাম হীন এক অন্ধার গ্রাস করছে আমাদের। ধন্যবাদ।

৭| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নারী ও পুরুষ দুপক্ষেরই আজকাল ভেতরের পশুটা নিজেকে প্রকাশ করে ফেলছে । এতে করে বিগতদের অবস্থা শোচনীয় আর সমাগতদের সাবধানবাণী শোনা যাচ্ছে !!

আমরা পুরুষ হচ্ছি নারী হচ্ছি , মানুষ হচ্ছি না কেন ?

০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নীতি, নৈতিকতা, মূল্যবোধ কমে যাচ্ছে তাই হয়তো এ অবস্থার সৃষ্টি হচ্ছে। মানুষকে মানুষ হতে হবে তা না হলে সমাজে অনর্থ সৃষ্টি হতেই থাকবে আর তা বাড়তে থাকবে।

ধন্যবাদ।

৮| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: হ্যাঁ দেশে বিদেশে সারা পৃথিবীতেই মানুষ অসহায় নিয়তির কাছেও।

০৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তথাপি যাপিত জীবন সুখে ভরে উঠুক। ধন্যবাদ।

৯| ০৬ ই মে, ২০২৩ দুপুর ১২:১৭

কিরকুট বলেছেন: মানুষ আধুনিক সমাজ ব্যাবস্থার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। হয় তারা পিছিয়ে পরছে নতুবা প্রয়োজনের থেকে বেশি এগিয়ে যাচ্ছে। মানুষ কে তার অবস্থান বুঝে চলতে হয়। দিঘীতে থেকে আপনি সমুদ্রের মাছের মতো আচরন করতে পারেন না।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে মানুষের সমস্যার শেষ নেই। তবুও সব দিক বেবেচনা করে চলতে হবে।

১০| ০৬ ই মে, ২০২৩ দুপুর ১২:২৫

শেরজা তপন বলেছেন: একটু দেরিতে আসলাম আপনার পোস্টে!
আমার পোস্টের কথা উল্লেখ করার জন্য ধন্যবাদ।
আহা কি কষ্টের মধ্যেই না দিন পার করছে ছেলেটা। :( ওর জন্য মায়া লাগছে- শেষমেষ কি হোল জানা গেল না।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। গত দুদিন সেই মানুষটার কন্ঠ শুনেছি একদম ক্ষীন আওয়াজ এখন মনে হয় স্বাভাবিক আছেন উনি।

১১| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
জীবন থেকেই গল্পের উপাদান নেয়া। প্রতি মূহুর্তেই একটি করে গল্পের জন্ম নেয়।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.