নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প নিম পাতা দিয়ে মেয়ের গোসল করা ও প্রতিক্রিয়া।
ফেব্রুয়ারি মাসে হঠাত করে বাসার সবার চুলকানী শুরু হলো। চাদর, বালিশের কাভার, মশারি ধুয়েও সুফল পাওয়া গেলনা। বিশেষ করে রাতে ঘুমাতে গেলেই পায়ে চুলকানী শুরু হয়।
বাবা মা তখন বেড়াতে আসবেন বাসায় তাই বাড়ি থেকে নিম পাতা আনালাম। আমিসহ সবাই তিন দিন পরপর নিমপাতা সিদ্ধকরে গোসল করলাম। চুকানী সেরে গেলো।
তো মেয়েকে যখন গোসল করালাম। তার মুখে পানি যাওয়াতে সে তিতা অনুভব করল। চিতকার দিয়ে বলল, পানিতো কি দিয়েছো, পানি কেন এমন লাগে? আমি আর গোসল করবনা। তখন তাকে বুঝিয়ে বলা হলো নিমপাতা দিয়ে গোসল করানো হয়েছে।
ঈদে বাড়িতে গিয়ে মেয়ে বিল্ডিং এর ওয়াশরুমে গোসল করবেনা। বাহিরে টিন দিয়ে বেড়া দেওয়া গোসলখানা তার পছন্দ। সেই গোসলখানার উপরে বড় নিমের গাছের ডাল দোলখায়। তো এবারও বালতিতে যখন নিমপাতার পানি ঢাললাম তখন সে কালার দেখে বুঝে ফেলেছে যে পানিতে কিছু দেওয়া হয়েছে।
বাবা পানি এত গ্রিন কেন ?
নিম পাতা পড়েছে তাই।
নিম পাতা কোথা থেকে পড়ল ?
ওই দেখ উপরে নিম গাছের পাতা ঝুলছে। বাতাসে বালতিতে পড়ছে। সত্যি দু’একটা পাতা ঝরে পরেছে। যাক গোসল সারা হলো। ঈদের পর বাসায় আসলাম। নিমপাতা ফ্রিজে রেখে দিলাম। বন্দের দিন তাকে আবার নিমপাতার পানি দিয়ে গোসল করাতে যাব। সে বলল,
এমন ঘ্রাণ আসে কেন, সে বালতিতে মুখ নিয়ে গন্ধ শুঁকে ও পানির কালার দেখে বুঝে ফেলল। নিম পাতা দিয়েছ!
হ্যা দিয়েছি। এটা দিয়ে গোসল করলে তোমার স্কীন থাকবে।
কিন্তু বাবা মুখে গেলে তিতা লাগে।
তাহলে সাথে সাথে পানি দিয়ে কুলি করে ফেলবে। এখন আর তার নিম পাতাতে আপত্তি নেই।
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জ্বী্ ধন্যবাদ।
২| ৩১ শে মে, ২০২৩ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিমপাতা উপকারী জিনিস
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: জ্বী আপু। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২৩ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: নিমপাতার অনেক গুণ।