নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আম, কাঁঠাল, জামের দিন(ছবি ব্লগ)

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪২






যাদের গ্রামের বাড়ি নেই তারা অভাগা। যাদের গ্রামের বাড়ি আছে কিন্তু আম, কাঁঠাল, জাম গাছ নেই তারা পোড়া কপালে। জ্যৈষ্ঠ মাস মানেই মধু মাস। আম, কাঁঠাল, জাম, লিচু, তালের শাস, আনারসসহ হরেক রকম ফল পাকে এ মাসে তাই মধু মাস বলা হয়। গরমে এ ফল গুলো খেতে খুবই আরাম।



এই সিজনে একাধারে কয়েকদিন আম, কাঠাল দিয়ে নাস্তা না করলে মনে হয় কি যে মিস করলাম। গ্রামে গিয়ে নিজ হাতে আম, কাঠাল আর পেপে পাড়লাম। দারুন অনুভূতি। আমার আর ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেও গাছের আম উপহার হিসেবে এসেছে।



এবার আমে পোকা তেমন নেই। কিন্তু কাঠাল ধরেছে কম। জামগুলো শ্বশুরবাড়ির গাছের।



সবাই আম কাঠাল উপভোগ করুন। বেশি বেশি গাছ লাগান, ফল খান বলবান হন আর পরিবেশও রক্ষা হোক।




























মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:১০

শেরজা তপন বলেছেন: বেশ কালারফুল আমের ছবি গুলো দেখেও খেতে ইচ্ছে করলো। পাকা জামেও তো লোভ ধরালেন। আর শেষে দেখি পেঁপেও আছে একজোড়া

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভায়া। পেঁপে পাকার পর ভালই মিষ্টি লেগেছে। ধন্যবাদ।

২| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৩০

মিরোরডডল বলেছেন:




অন্যায়, ভীষণ অন্যায় মাইদুল X((
কি মজার মজার ফলের ছবি দিচ্ছে!

এতো ফলের মাঝে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে তাল শাঁস।




০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত ফল থাকতে আপনার কিনা তাল শাঁস পছন্দ। আমি অবশ্য সিজনে ২/৪ দিন খেয়ে থাকি এই তাল শাঁস। ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৪৬

কালো যাদুকর বলেছেন: বহুদিন জাম টেসট করা হয়নি। পোসট করে দিন।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রবাসে ভাল জাম পাওয়া যায় কি ? জামের সিজনে বেড়াতে আসেন। ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: " আম-জাম-কাঠাল-কলা (পেপে)
চলো যাই গাছ তলা" -

- ভাই ৮ বছর মিস করছি এসব দেশী ফল গাছ থেকে পেরে খাওয়া তথা ভাদ্রের তাল পাকা গরম কে । কারন----------------

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রবাসে থাকার কারণে আপনি দেশি ফল বেশি মিস করছেন। সময় সুযোগ করে খেয়ে নিবেন ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:

পাঠিয়ে দেন।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিকানা বিহীন চিঠি কোথায় যাবে বলেন।

৬| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: নিজেদের গাছের ফলের স্বাদই আলাদা। কাঠালগুলো কি কাঁচা না পাকা? ছোট সাইজের কাঁঁচা কাঠালের তরকারী খুব মজার।

০৫ ই জুন, ২০২৩ রাত ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই ঠিক বলেছেন নিজের গাছের নিজের হাতে ফল পারার মজাই আলাদা। গতবারের তুলনায় একটু ছোট হয়েছে কাঁঠালগুলো তবে পাকা। কাঁচা কাঁঠালের তরকারি খাওয়ার প্রচলন আমাদের এলাকায় তেমন নেই বললেই চলে। ধন্যবাদ।

৭| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:২১

চারাগাছ বলেছেন:
মিরর আমার ছবি চুরি করেছে কেন?

০৫ ই জুন, ২০২৩ রাত ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: চুরি করে নি নেট থেকে নিয়েছে। যাক আপনাকে একটা দিয়েছে আর চোখ দেবেন না। হা হা……

৮| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৫১

মিরোরডডল বলেছেন:



চারাগাছ বলেছেন:
মিরর আমার ছবি চুরি করেছে কেন?


যা বুঝলাম চারাগাছকে না দিয়ে খেলে আমার খাবারে চোখ লাগতে পারে।
এই যে এখানে এক পিস খোসা ছাড়ানো আছে this is for you :)
বাকিগুলোর দিকে নো নজর চারাগাছ!






০৫ ই জুন, ২০২৩ রাত ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই বলে একটা দিলেন।

৯| ০৫ ই জুন, ২০২৩ বিকাল ৪:১২

শাওন আহমাদ বলেছেন: আহা মধু মাস! জাম দেখে খেতে ইচ্ছে করছে। :|

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জামগুলো মজাদার। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.