|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
 
সময় নিয়েছে কেটে তোমারে আমার কাছ থেকে
 তবুও ভালোবাসার স্পর্শ আছে সারা গায়ে মেখে
তারা ভরা আকাশের তলে সাগর গান গায় জলের উল্লাসে
নক্ষত্রের ওপার থেকে তোমার কথার মত শব্দ ভেসে আসে।
তোমারে স্মরিয়া হায় মাঝরাতে মোম যায় জ্বলে
পৌষ নিশি শেষে সেই যে তুমি ছেড়ে চলে গেলে
দিনশেষে আলো নিভে পলাতকা নীলিমার পারে
 বল দেখি জীবনের কোলাহলে কে মনে রাখে কারে ?
জন্ম জন্মান্তর স্মৃতিরা এলোমেলো ডানা মেলে
প্রেমের বন্ধন ছিন্ন করে ক্রন্দন ছাড়া কি পেলে
নিঃস্বহায় মানুষের অন্তঃপুর যেন অসীমের তল
সেথায় খেলা করে বেদনার নীল স্রোতের জল।
শীতের শেষে ভিজে ঘাসে জোনাকির ঝাড়;
হিজল ফুল, ধানক্ষেত, বুনোহাঁস সবই যেন অসাড়
মক্ষিকার তৃষা আর অমানিশা আসে ক্ষনিকের তরে
মৃত্তিকার শূন্য পেয়ালার মত প্রেম পরে রয় বুকের ঘরে।
মৃত্যু মুছে দেয় একদিন জীবনের সমস্ত পটভূমি
এই নিখিলে আমারে ছাড়া কেমন আছো তুমি ?  
ছবি নিজের তোলা।
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:০৭
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কোড করে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
২|  ০৭ ই জুন, ২০২৩  দুপুর ১:১৩
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
  ০৭ ই জুন, ২০২৩  দুপুর ২:০৮
০৭ ই জুন, ২০২৩  দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ প্রসংশার জন্য।
৩|  ০৭ ই জুন, ২০২৩  দুপুর ১:৫৫
০৭ ই জুন, ২০২৩  দুপুর ১:৫৫
জটিল ভাই বলেছেন: 
সুগভীর অনুভূতির গাঁথুনি!
  ০৭ ই জুন, ২০২৩  দুপুর ২:১০
০৭ ই জুন, ২০২৩  দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ পাশে থাকার জন্য।
৪|  ০৭ ই জুন, ২০২৩  রাত ৯:২৯
০৭ ই জুন, ২০২৩  রাত ৯:২৯
নীলসাধু বলেছেন: বাহ। বেশ। 
শুভকামনা রইলো।
  ০৮ ই জুন, ২০২৩  সকাল ১০:৩১
০৮ ই জুন, ২০২৩  সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ দাদা আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২৩  সকাল ১০:৪৬
০৭ ই জুন, ২০২৩  সকাল ১০:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: মক্ষিকার তৃষা আর অমানিশা আসে ক্ষনিকের তরে
মৃত্তিকার শূন্য পেয়ালার মত প্রেম পরে রয় বুকের ঘরে।
কি গভীর অনুভূতির সুতীব্র প্রকাশ! সত্যিই অসাধারন!
লিখতে থাকুন মাইদুল ভাই।