নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ইলিশ মাছ দিয়ে কচুশাক-
প্রথমে একআটি কচুশাক পাতাসহ কেটে ধুয়ে একটি পাত্রে সিদ্ধ করুন। কোন পানি দেয়া যাবেনা। ঘন ঘন নাড়তে থাকুন একটু লবন দিয়ে দিবেন। সিদ্ধ হয়ে এলে একটু পানি দিয়ে ডাল ঘুটনি দিয়ে ভাল করে ঘেটে দিন শাক একদম পালিশ হয়ে যাবে।
এবার একটি কড়াইতে তেল গরম করে ইলিশ মাছে মাথা ও দুটি খারি ভেজে নিন। বাকি তেলে পেয়াজ দিয়ে ভেজে নিন। পেয়াজ নরম হয়ে এলে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনে গুড়া দিয়ে ভাল মত কষিয়ে নিন এবং একটু পানি দিয়ে কষিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিন এবার মাছ গুলো নরম হয়ে খুলে গেছে সিদ্ধ কচু শাক দিয়ে ভাল করে নেড়ে চেড়ে দিন এবং একটু পানি দিন, জিরাগুরা দিন, লবন দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। শুকিয়ে এলে উঠিয়ে নিন। লেবু দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুন লাগে।(রসুন বাটার পরিমানটা একটু বেশি দিতে হবে তা না হলে গলা ধরার সম্ভাবনা রয়েছে।
মলা মাছের চচ্চড়ি-
ফ্রিজে মালা মাছ আছে। ওয়াইফ অসুস্থ থাকায় এগুলো আর কুটে রাখেনি এবং এখন বাবু ও তার মা গ্রামের বাড়িতে। তো মাছগুলো পানিতে ভিজিয়ে বরফ ছাড়লে কুটতে বসলাম। ভালই সময় লাগলো। মাথাসহ পেটের ময়লা ফেলে দিলাম, তা না হলে এই মাছে খেতে তিতকুটি লাগে।
এবার মাছ ধুয়ে পানি ঝড়িয়ে রসুন বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনে গুড়া, জিরা গুড়া ও লবন দিয়ে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পেয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেয়াজ নরম হলে, একটু পানি ও লবন দিয়ে টমেটো কুচি দিয়ে কষিয়ে নিব। কষানো হলে এবার মেরিনেট করা মাছে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং কষানো শেষ হলো ঝোল দিয়ে ডেকে দিব। ঝোল শুকিয়ে গেলে উঠিয়ে নিব। ব্যস হয়ে গেল মজাদার মলা মাছের চচ্চড়ি।
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা....। ধন্যবাদ ভাই। আপনিও ভাল রান্না করেন।
২| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ ভালোইত রন্ধন শিল্প আয়ত্ব করেছেন মাইদুল ভাই!
মেয়ে কেমন আছে? মনে পড়ে আমাদের আড্ডার কথা?
০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। রান্না বান্নাটা মোটমুটি পারি ভালই।
হ্যা মেয়ে এখন ভালো আছে। নানির বাড়ি বেড়াচ্ছে।
হ্যা মনে পড়ে ভাই। কি সুন্দর সময় কেটেছে।
৩| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: রেসিপি না, বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান।
০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিতো আবার অনেক কিছু খান না। দাওয়াত রইল।
৪| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২
মেঠোপথ২৩ বলেছেন: কচুশাক দিয়ে ইলিশ মাছের মাথা অসাধারন স্বাদ। আপনার রান্না দেখেও বোঝা যাচ্ছে খুব মজার হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই ভাই মজা হয়েছে। ধন্যবাদ।
৫| ০২ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথমটা বেশ উপাদেয় হয়।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। আমার কাছে দুটোই ভালো লাগে।
৬| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:২২
মিরোরডডল বলেছেন:
ইলিশ আমার পছন্দের মাছ না, তাই ইলিশ কচু খাওয়া হয়নি কিন্তু চিংড়ি দিয়ে কচুরশাক অনেক মজা।
যে কোন ছোট মাছের চচ্চড়ি ভালো লাগে।
কিন্তু এই দুটো আইটেমের জন্যই, ভাত অবশ্যই ধোঁয়া ওঠা গরম এবং ঝরঝরে হতে হবে।
নইলে কিন্তু খাবো না
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই একদিন কচু ইলিশ খেয়ে দেকবেন এবং তার গরম ভাতের সাথে। ধন্যবাদ।
৭| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:২৮
জুন বলেছেন: দুটো রেসিপিই অনেক মজার, খাওয়া হয় তখনই যখন হেল্পার থাকে। গুড়া মাছ হাল্কা বরফ মানে শক্ত থাকা অবস্থায় কেচি দিয়ে কাটবেন, সহজ হয় মাইদুল সরকার।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু টিপস দেওয়ার জন্য।
৮| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রথম রেসিপিটায় জিভে জল এসে গেল! দ্বিতীয় রেসিপি টা অবশ্য আমার আব্বা খুব বেশি পছন্দ করেন!!
রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ
শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ দেয়ালিকা বিপাশা ভালো থাকবেন।
৯| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:২২
শায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে রান্নার চেহারা! কাজেই খেতেও নিশ্চয় মজা!
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম একজন খেয়ে বলেছে ভালো হয়েছে। ধন্যবাদ আপু।
১০| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এদিকে কচু শাক আরেকটু তরল করে রান্না করে।
কচু শাকে আমার গলা ধরে, তবে মলা মাছ খুব পছন্দ।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু কিছু কচু আছে যা কারোই গলা ধরে না ওগুলো একবার ট্রাই করতে পারেন ধন্যবাদ।
১১| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
ইলিশ ও মলা দুটোই আমার খুবই প্রিয় মাছ ।
আপনার হাতে পরিবেসিত এদের সচিত্র রেসিপি দেখে জীবে
জল আসা ঠেকিয়ে রাখা বড় দায়।
সাময়িক এই প্রবাস জীবনে সুসাদু পদ্মার খাটি ইলিশ পাওয়া বেশ দুস্কর ।
পারস্য সাগর ও তার উপকলীয় নদী টাইগ্রিস ও ইউফ্রটিসেও নাকি বেশ
ইলিশ পাওয়া যায় , এগুলি দেখতে অনেকটা পদ্মার ইলিশের মতই দেখায় ।
এছাড়া মায়ানমারের ইলিশতো আছেই ।এশিয়ান গ্রসারি শপ হতে বাংলায় লেখা
বাংলাদেশী পদ্মার ইলিশ লেখা দেখে বেশ চড়া দামে ইলিশ মাছ কিনে নিয়ে
এসে রান্না করার পর টের পাওয়া যায় আসলেই ঠকে গেছি , না আছে পদ্মার
ইলিশের মত স্বাদ না আছে গন্ধ , বরং এর কাটা এতটাই শক্ত যে একটুখনি
বেসামাল হলেই মুখে জড়ায় রক্ত।সে তুলনায় ইলিশের তুলনায় শতভাগ কমদামে
মিলে ফ্রজেন মলা । কাটাকুটির ঝামেলা নাই । বেগুন দিয়ে চর্চরী কি মঝাই না লাগে ।
জানা যায় এর মুষ্টি গুণও নাকি অনেক অনেক বেশী ।
তাইতো এই বেশ স্বাদের ও পুষ্টিমানের মলামাছ দেশের বিদেশে বাজার পাচ্ছে বেশ দ্রুত গতিতে ।
দেশের গণ্ডি ছাড়িয়ে এই মাছ নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। ডেনমার্কের কোপেন হেগেন
ইউনিভার্সিটির শিক্ষক পুষ্টিবিদ ড. শকুন্তলা থিলস্টেড এই মাছ নিয়ে তাঁর গবেষণা এবং বিশ্বের বিভিন্ন দেশে
মাছটিকে জনপ্রিয় করতে অবদান রাখায় বছর দুয়েক আগে বিশ্ব খাদ্য সংস্থার পুরস্কার লাভ করেন।
এফএওর এই পুরস্কারকে ‘খাদ্য ও কৃষির জন্য নোবেল পুরস্কার’ বলা হয়। মূলত মানবোন্নয়নে সবার জন্য
খাদ্যের গুণমান, পরিমাণ ও প্রাপ্যতা উন্নত করে বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় ভূমিকা রাখায় মর্যাদাকর এ
পুরস্কার দেওয়া হয়। মলা নাকি এতই পুষ্টিমানসমৃদ্ধ মাছ যে প্রতিদিন একটি বা দুটি মলা মাছ খেলে কারও
বাড়তি ভিটামিন নেওয়ার দরকার নেই।
মুক্ত জলাসয়ের এই মলামাছ এখন আমাদের দেশের মৎস বিজ্ঞানীদের গবেশনা ও মাছ চাষিদের প্রচেষ্টায়
পুকুরেও হচ্ছে চাষ ভাল ভাবেই । বরিশালের বাবুগঞ্জে এক গৃহিণী গিলনেট জাল দিয়ে মলা মাছ ধরছেন
ছবি: প্রথম আলো হতে সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাড়ৈখালী গ্রামের গৃহিণী সান্ত্বনা রানী, শিখা রানী ও রওশন আরা বেগমের মত
দেশের অনেকেই এখন পুকুরে মলা মাছের চাষ করছেন এবং রান্না করে পরিবারের পাতে তুলে দিচ্ছেন।
জয় হোক নিন্ম আয় ভোগী সাধারণ মানুষের পাতে উঠার মত সাস্রয়ী মুল্যের এই অতি উচ্চমানের
স্বাদু পানির অতি স্বাদের মলা মাছ ও এ মাছের চর্চরীর ।
মুল্যবান পোষ্টটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই দেশী যে কোন মাছের সাথে অন্য দেশের মাছের তুলনা করা যায় না। আপনার সুন্দর তথ্যবহুল ও গঠন ধর্মী মন্তব্য পোস্টটির সৌন্দর্য দাঁড়িয়েছে। ধন্যবাদ ভালো থাকবেন।
১২| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনিতো আবার অনেক কিছু খান না। দাওয়াত রইল।
বিখ্যাত ও জনপ্রিয় রাজীব নূরকে কেউ এভাবে দাওয়াত দেয়?
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি অনেক রেসিপিতে মন্তব্য করেছেন নো নেভার জীবনেও খাব না।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
গেঁয়ো ভূত বলেছেন: কচু শাক আমার খুব প্রিয়। একটু দাওয়াত-তাওয়াতের ব্যবস্থা করেন।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই দাওয়াত রইলো ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: জ্বিবে জল এল বলে