নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
এক আকাশে পাশাপাশি আমরা দুটি তারা
নক্ষত্রের ওপার হতে ভেসে আসে মুক্তির গান, হৃদয় পাগলপারা
এক ডালেতে আমারা দুটি ফুটে থাকা ফুল
মুক্তির আশায় ভালোবাসায় বিলিয়ে যাই ঘ্রাণ, করিনাতো ভুল।
এক নদীতে উজান ভাটি রক্তের বন্যা বয়
স্বাধীনতার জন্য একটি জাতির লক্ষ জীবন দিতে হয়
পৃথিবরি দিকে দিকে মানুষেরা গায় শিকল ভাঙ্গার গান
তারা জানে প্রাণের বিনিময়ে বাঁচে হাজার নতুন প্রাণ।
দুটি চোখে দুটি পাখি যেন আঁকে মায়ারই কাজল
মহা মিলনের তরে মুক্তির মোহনায় নয়ন ভরা জল
মুক্তির বার্তা নিয়ে আসে মৃত্যুর পয়গাম একদিন যদি
ভালোবাসা নয় মিছে আশা প্রেমের তরী বয়ে যায় নিরবধি।
একটি পাখি গেয়েছিল মৃত্যুর মিছিলে মুক্তির গান
আকাশের মেঘে যেন ধরে ছিল সেই গানেরই তান
বাতাসের আহ্বানে মেঘ দিল ছড়িয়ে বৃষ্টির মিষ্টি ধারা
ইতিহাল লিখে রাখে নাম বিজয়ী বীর বসুধায় ছিল কারা।
ছবি-নিজের আঁকা।
২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ। ভাল থাকুন।
২| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৬
মায়াস্পর্শ বলেছেন: বাহ্ ,অসাধারণ লিখেছেন
ছবিটাও অনেক সুন্দর।
২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটি +++++
২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা পড়ে শান্তি পেলাম। ফিলিস্তিন স্বাধীন হোক। ইহুদীবাদ নিপাত যাক।