|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মানুষ ছাড়া প্রকৃতিতে এক ধরনের পাখি আছে- যারা ফুল দিয়ে ঘর সাজায়। এদের বাওয়ার বার্ড নামে ডাকা হয়। এদের মধ্যে ২০ প্রজাতির পাখি পাওয়া যায়। নিউ গিনির জঙ্গলের ধারে একই মালি পাখি কুঁড়ে ঘরের মতো দেখতে এক ধরনের ঘর বানায় এবং তার সামনের কিছু জমিতে রঙিন ফুল দিয়ে বাগান সাজিয়ে রাখে। ফুল ছাড়াও এরা ঝিনুক এবং অন্যান্য রঙিন জিনিস দিয়ে তাদের বাগান সাজায়। সাজানোর সময় এরা নানাভাবে সাজিয়ে দেখে কোনভাবে সাজালে সবচেয়ে সুন্দর দেখায়। সুন্দর করে সাজানো শেষ হলে এরা মনের আনন্দে উচ্চস্বরে গান গাইতে থাকে।
যে পাখি ফুল দিয়ে বাসা সাজায়-১
যে পাখি ফুল দিয়ে  বাসা সাজায়-২
সমুদ্রর তলদেশে কিছু প্রজাতির পাফার মাছ মূলত তাদের নারী সঙ্গীকে আকৃষ্ট করার জন্য বালিতে সার্কেলের মত ডিজাইন করে। মানুষ ছাড়া মাছ যে এভাবে এত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন তৈরী করতে পারে তা হয়তো অনেকেই জানেনা, আর অনেকেতো ভাবতেই পারবেনা যে সমুদ্রের নীচে এত সুন্দর ডিজাইন তৈরী করছে কোন প্রানী। সৃষ্টির বৈচিত্রতা সত্যি বড় বিশাল ।
  
   
 
ছবি ও তথ্য- দৈনিক যুগান্তর ও https://bn.quora.com/
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ২৬ শে মে, ২০২৪  বিকাল ৩:১৬
২৬ শে মে, ২০২৪  বিকাল ৩:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আসলেই অবাক করা বিষয়। ধন্যবাদ।
২|  ২৬ শে মে, ২০২৪  বিকাল ৪:০০
২৬ শে মে, ২০২৪  বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভিডিওটা দেখমু
  ২৭ শে মে, ২০২৪  সকাল ৯:৫৮
২৭ শে মে, ২০২৪  সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হ্যা দেখিয়েন, ভাললাগবে। ধন্যবাদ।
৩|  ২৭ শে মে, ২০২৪  রাত ১২:১৩
২৭ শে মে, ২০২৪  রাত ১২:১৩
অধীতি বলেছেন: শিরোনামটা অসাধারণ। লেখাটা আরো বিস্তারিত হলে ভালো লাগত।
  ২৭ শে মে, ২০২৪  সকাল ৯:৫৯
২৭ শে মে, ২০২৪  সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঠিক বলেছেন। কিন্তু সময় করে উঠতে পারিনি। ধন্যবাদ।
৪|  ২৭ শে মে, ২০২৪  সকাল ৭:২৪
২৭ শে মে, ২০২৪  সকাল ৭:২৪
ডঃ এম এ আলী বলেছেন: 
ভিডিউতে ফুল দিয়ে পাখির বাসা সাজানোর ছবি দেখে মুগ্ধ । 
সাগরের নীচে  ছোট্ট পাফার মাসের বালুর উপর সুন্দর 
ডিজাইন তৈরীর অপুর্ব কলা কুশিলতার কথা শুনেও 
বিস্মিত । সত্যিই মহান সৃষ্টিকর্তা তার জীববৈচিত্রকে
কত বিচিত্র ভাবেই না সৃজন করেছে । 
পাফার মাছ শুধু ভাল ডিজাইনই তৈরী করেনা সে 
নিজেও তার গায় বহন করে অপরূপ বাহারী ডিজাইন ।
  
 
  
 
  
 
  ২৭ শে মে, ২০২৪  সকাল ১০:০৪
২৭ শে মে, ২০২৪  সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সহমত। ধন্যবাদ। প্রথম ভিডিওটা আসেনি, ঠিক করে দিয়েছি।
৫|  ২৭ শে মে, ২০২৪  সকাল ১১:০৭
২৭ শে মে, ২০২৪  সকাল ১১:০৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: একটা পাখি আছে সে তার পার্টনারকে ইম্প্রেস করার জন্য এত সুন্দর করে বাসা সাজায় আর নাঁচে, দেখে আমার মনে হয় এসব দেখে ও যদি কিছু মানুষ কিছু  শিখতো   । আমার সবথেকে পছন্দের ন্যারেটর হচ্ছে ব্রিটিশ ডেভিড অ্যাটেনবোরো, ওনার প্রাণীজগৎ নিয়ে কাজগুলো এত চমৎকার! এই জগতে এত কিছু ঘটে না দেখলে আমরা কখনো জানতেই পারবো না পৃথিবীতে কত কিছু ঘটে।
 । আমার সবথেকে পছন্দের ন্যারেটর হচ্ছে ব্রিটিশ ডেভিড অ্যাটেনবোরো, ওনার প্রাণীজগৎ নিয়ে কাজগুলো এত চমৎকার! এই জগতে এত কিছু ঘটে না দেখলে আমরা কখনো জানতেই পারবো না পৃথিবীতে কত কিছু ঘটে।
  ২৭ শে মে, ২০২৪  সকাল ১১:২৬
২৭ শে মে, ২০২৪  সকাল ১১:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। 
আসলেই প্রাণীজগৎ অনেক বিচিত্র, শিখার আছে কিন্তু আমরা শিখিনা। ভাল থাকুন।
৬|  ২৭ শে মে, ২০২৪  বিকাল ৫:০২
২৭ শে মে, ২০২৪  বিকাল ৫:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- মাছের বিষয়টা মনে আছে এখনো, দেখেছিলাম আগে কোনো ডকুমেন্টরিতে।
  ২৮ শে মে, ২০২৪  সকাল ৯:৪৪
২৮ শে মে, ২০২৪  সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। সত্যি অবাক করা বিষয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২৪  বিকাল ৩:১১
২৬ শে মে, ২০২৪  বিকাল ৩:১১
শায়মা বলেছেন: ভিডিওগুলা দেখলাম আর মুগ্ধ হলাম!