নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

জোনাক স্নান

০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৭






এসো প্রিয়, এসো জড়াও জোনাক স্নানে
বেদনার কোন গান রেখনা আর মনে
ভুলে গিয়ে ধানশালিক বাবুইয়ের নীড়
স্মৃতির পলাশ বনে মৌমাছির ভীর
আজ এই উতলা সমিরণে সন্ধ্যাক্ষণে
কে কারে পায় নয়া যমানায় রঙ্গিলা মনে
আগুন জ্বলুক পুড়িয়ে দিক বুকের তল
প্রেম দিয়ে গেলো বিরহ, নয়ন ভরা জল।
আমি এখন একলা পাখি জোনাক স্নানে
তুমি কোথা কোন কপালকুন্ডুলার সনে
লঙ্কার কলঙ্ক মুছতে কি পেরেছে বিভীষণ
মানুষ কেন ভাঙ্গে আপনার কাছে আপনার পণ
আমারে ভাসাইলা নির্দয়, দুঃখের বাণে
তুমি সুখ খুঁজে পাবেনা ভূবনে কোনখানে,
কার হাসিতে ফুটে তবে এখন পোলাপ ফুল
গন্ধ ছড়াতে ভুলেনাতো ভালোবাসার বকুল।
পুলকিত শিহরণ জাগেনা কেন জোনাক স্নানে
ভুলতে যে পারিনা তোমারেই পড়ে মনে।


ছবি-নিজের তোলা।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৫ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনা, ভাল থাকুন।

২| ০৫ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় এক গান

০৫ ই জুন, ২০২৪ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি।

৩| ০৫ ই জুন, ২০২৪ রাত ৯:৫০

নজসু বলেছেন:


ছন্দে ছন্দে দারুণ ছিলো প্রিয় ভাই।

০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। ভাল থাকুন।

৪| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !

০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ পাঠ ও মন্তব্যে। ভাল থাকুন।

৫| ০৭ ই জুন, ২০২৪ সকাল ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা সুন্দর; কবিতাটাও। + +

১৩ ই জুন, ২০২৪ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.