| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আকাশে আজ উড়বে একটি স্বপ্ন সাথে একটি সাফল্যের পালক
কয়েকটা চক্কর মেরে ফিরে আসবে আবার মাটির বুকে শুরু হবে নতুন এক জীবন
এদিকে ছেলেটা আজ মোরগ পোলও খেতে চয়েছে, মা তাই আজ ব্যস্ত
ছেলেকে স্কুলে দিয়ে মায়ের মধ্যহ্ন ভোজে সেকি আয়োজন যেন কিছু বাদ না পরে।
ওদিকে নুডলস এর কৌটা ব্যাগের পকেটে দিয়ে আরেক মা যেন হাফ ছেড়ে বাঁচলেন
মেয়ের টিফিন নিয়ে আজ আর কোন চিন্তা তাকে পেয়ে বসবেনা ।
তাড়াহুরোয় নাস্তা না খেয়েই শিক্ষক বেড়িয়ে পড়লেন ক্লাসের উদ্দেশ্যে
কত জনের কত কাজ, কত কথা, কত ব্যস্ততা, ছুটি হবে একটু পরে-
কিন্তু কোথা থেকে একটি প্লেন হঠাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলে
মূহুর্তেই আগুনের নদী হয়ে যায় শ্রেণী কক্ষ, সিড়ি, করিডোর আর রাস্তা
একজন পাইলটের স্বপ্নের অপমৃত্যু ঘটে সাফল্যের পালক ছিটকে যায়
মাটিতে আর প্রোথিত হয় না শিকড়, নববধূ হয় বিধবা, বাব-মা সন্তান হারা।
মায়ের হাত থেকে তরকারিটা পরে যায়, কিছু ঘটেছে কি ? কুডাক ডাকে মনে
মেয়েটা টিফিন খেতে বসেছিল, নুডলসের কৌটা ছিটকে পড়ে
আগুনের নদীতে ভাসতে ভাসতে সে নিজেই নুডলসের মত সিদ্ধ হয়ে যায়
পুড়ে যায় অগনিত দেহ, স্বপ্ন আর শরীর অঙ্গার হয় আগুন নদীর স্রোতে।
পোড়া শরীর নিয়ে আর কতজনকে বাঁচাতে পারলে মন তৃপ্ত হবে
সেই উত্তর জানার আগেই পরপারে পারি জমালেন শিক্ষক নামের বটবৃক্ষ।
পোড়া গন্ধে চারদিক অস্থির বাতাস, আহ! কি নির্মম নিদারুন মৃত্যু ঘটলো
নিষ্পাপ হাসি মাখা মুখগুলোর, কি শান্তনা দেবে তাদের যাদের বুক হল খালি
বুকের চেয়ে আজ যে বেদনা বড় বেশি হয়ে গেছে, সবইবার ক্ষমতা যে নেই কারো
মাইলস্টোন নিঃশব্দ পতনের দিন যেখানে শিশুদের ব্যগ, বই, খাতা কথা বলে-
মাইলস্টোন যেন আগুনের নদী কিছু বুঝে উঠার আগে কতগুলো জীবন নিয়েছে কেড়ে
মায়ের কান্না, বাবার আহাজারী আর হাজার ডাকে ওরাতো আসবেনা কখনো ফিরে।
ছবি-নিজের তোলা।
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই সন্তানহারা বাবা মারা কিভাবে বেঁচে থাকে একমাত্র আল্লাই জানে। বেঁচে যেন মরে থাকা। এমন কঠিন দিন যেন দেশকে আর দেখতে না হয়। ধন্যবাদ। ভালো থাকুন।
২|
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ এক আবেগঘন অনুভব প্রকাশ ভাল থাকবেন
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ দাদা।
৩|
০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
বিজন রয় বলেছেন: আহারে! এই বিষয় নিয়ে কবিতা লিখলেন কেন?
আবার ব্যথা জাগিয়ে দিলেন!
১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অতীতের একটি ঘটনা কবিতাবন্দি হয়ে থাকুক। ভবিষ্যতে যেন বলতে পারি একসময় কি ঘটেছিল আমাদের দেশে। ধন্যবাদ।
৪|
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আহারে---
১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চরম বেদনার দিন ছিল।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী কঠিন সময় বয়ে গেল শহরের উপর। ফুল বাচ্চারা জান্নাতে ভালো থাকুক। মায়েদের আল্লাহ শোক সইবার ক্ষমতা দিন