| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
পাখি জনম সাকি জনম সব জনমে পেলাম অবহেলা ,
অবশেষে ফুরালো তোমার সাথে আমার প্রেমের খেলা,
যা পেয়েছি দুঃখ সবই তুলে রাখবো ;দুঃখ-কথন লিখব না আর এই বেলা।
শেষ হয় না কেন মনের সাথে আগুন নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা,
শেষ অধ্যায় লিখা হোক আমার প্রতি তোমার সমস্ত অবহেলা,
তবুও কেউ নতুন করে লিখবে নাকি আমায় নিয়ে আরেকটা কালবেলা?
আমি আমার সুখ খুঁজে নেব না হয় সন্ধ্যা তারায়,
আমার এ চোখ ভেজাবো অঝোর কোন এক শ্রাবণ ধারায়,
সান্তনা এতোটুকুই জীবন থেকে সুখের স্মৃতি যেন না হারায়।
আমি তো করিনি কখনো ক্ষণিকের তরে তোমায় হেলা
কোন ভুলে আজীবন দিয়ে গেলে তুমি শুধু আমায় অবহেলা,
রঙে রঙে রাঙানো হলো না বুঝি তাই আর জীবনের মেলা।
জীবনের বাকি দিনগুলো নিজেকে অবহেলা পেতে দেব না আর,
আমি বাঁচবো, হাসবো, গাইবো নিয়ে নতুন আশা আর অধিকার,
সত্যি করে বল দেখি দিন শেষে নিম ফুলের মধু ভালো লাগে কার ?
ছবি-নিজের তোলা। কন্যা যখন নখের ডিজাইন করে।
০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না কোন কিছুরই গ্যারান্টি নেই। ধন্যবাদ কবি।
২|
০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
০৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ্
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: মৃত্যুটাও হবে না যে অবহেলা
তার কোন আছে গ্যারান্টি
না থাকলে পুণ্যকাছের অর্থ
মরেও হবে এই পথভ্রষ্ট;
ভাল থাকবেন কবি দা