| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ভেবেছিলাম এই সিরিজটা আর কন্টিনিউ করবোনা। আজ আবার শুরু করলাম।
আমার কন্যা জাফরিন মালিহা শিশিু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ২য় স্থান পেয়ে। তার ভর্তি রুল নং ছিল ০২। এবার সে চট্টগ্রামে একটি ভালো স্কুলে প্রথম শ্রেণীতে চান্স পয়েছে। সেখানেও ১২০ জন ছাত্র ছাত্রীর মধ্যে তার রুল নং হেয়েছে ০২। এই যে সব জায়গায় তার স্থান ২য় হচ্ছে এই ব্যাপারটাতে সে বেশ আনন্দীত।
এক তারিখে যদিও বই উৎসব ছিল। দেশের বেশির স্কুলে জানুয়ারীর ০১ তারিখে বই দেওয়া হয়েছে। ভর্তি কার্যক্রমের জন্য জাফরিনদের বই দেওয়া হয়েছে ০৪ তারিখে।
নতুন স্কুল ও বই পেয়ে সে খুবই খুশী। সাথে কলনীর ২/১ জন বন্ধু/বান্ধবী ক্লাশে পেয়ে আরও খুশি।
প্রথম কয়েকদিন আমরা সবাই মিলে তার স্কুলে গেলাম। কয়েকজন অভিবাকের সাথে পরিচিত হলাম। কন্যা বেশ আনন্দিত তার ছোট ভাইকে নিয়ে প্রথম দিন ক্লাশ করেছে। তার ভাইও ক্লাশ বেশ উপভোগ করেছে।
এভাবে সুন্দর ও সুস্থ্যভাবে প্রত্যেক শিশুর স্কুলজীবন শেষ হোক।
০৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। আশা করি আপনার মেয়েরা ভালো আছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: জাফরিনকে শুভেচ্ছা।