নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
যে প্রেমিক পুরুষ -
ডেকে নিয়েছিল, চন্দনের বনে;
শীতের কোন এক পড়ন্ত বিকেলে
কুয়াশা যখন;
জড়িয়ে যাচ্ছিল মাকড়সার জালে
মধুকর যখন:
উড়ে যাচ্ছিল জারুলের ফুলে।
বলেছিল সে-ম্লান হেসে;
"ভালোবাসার জন্ম ভালোবাসা থেকে"।
চমকে উঠে চেয়েছিলাম
মনে হয় আজ কতকালঃ-
শুভ্র...
কোথায় তুমি ? কোথায় আমি ?
কবে হবে দেখা
সুনীল আকাশ মেঘলা হলে
ভুলনা মোর কথা।
দক্ষিনা বাতয়নে ঠেকিয়ে হিয়া
দেখছি ঝড়ছে বৃষ্টি
বকুল তলায় বকুল কুড়ায়
চেয়ে আছে দৃষ্টি।
কত দূরে মোরে ছোড়ে
যেতে পার...
সেই যে তারা ভরা রাতে
হাত ধরে চলে গেছ যুবকের সাথে
সময় গেলে হবে না সাধন বলে;
তাই সময়ের ঘূর্ণ স্রোতে
ভূমধ্যসাগর তীরে বিহ্বল বাতাসে
আর ফিরে আসনি
তুমি-তোমরা আর কোন দিন।
নগরের সব সুন্দর আল্পনা
গিয়েছে...
পৃথিবীর সব রং মুছে গেছে
আজ এই ক্ষনে
সব কথা জমে আছে মৌচাকের মত
প্রেমিকের মনে
কোকিলারা সব গান গাইছিল
বসন্তের আগমনে।
শ্রাবনের মেঘ ডেকে আনছিল
দক্ষিনা বাতাস
রংধনু আকাশের গায়ে রেখেছিল
ভালোবাসার প্রকাশ
ঘোর অমাবস্যার রাতে কে করছিল
তোমায়...
আজকের প্রেমে পড়া সুন্দর মুখগুলোর
একদিন ভেঙ্গে পড়ে সোনালী সুখ
বুঝি সেই বদেনায় লাল হয় কৃষ্ণচূড়ার বুক
মৃত্যু একদিন সবার দুয়ারে কড়া নাড়ে
জবানের তরবারি করে সব ক্ষত বিক্ষত
দিলের তামান্না মিঠে না বাড়ে...
নারকেলের চিরলপাতা গলে, জ্যোস্না চুইয়ে পড়ে
ইলিশ মাছের ঝোলের মতো, আমাদের পৃথিবীতে;
আরো ঢ়েড় আগে, মানুষী এক ভালোবেসে
হাত ধরেছিল প্রেমিকের এমনই অপার্থিব রাতে
তবুও বেচে থাকার আকাঙ্খা থেকে গিয়েছিল
মরন খেলায় নিঃষ্পলক চোখে,
তখন...
হায় কারবারা! হায় হোসেন! শাহাদাতের অমিও বেলা
তোমার জীবনের বিনিময়ে রচিত হলো- \'ইতিহাস রক্তাক্ত কারবালা\'।
ফোরাতের তীরে অবরোধ, পানির তরে পরিজন শিবীরে হাহাকার
কভু যায় না খন্ডন, ভাগ্যের লিখন মহান বিধাতার।
আকাশের ফেরেশতারা দেখছিল...
নদী ভাঙ্গে দু‘কুল
ঝড়ছে কেয়া ফুল
কোনদিন যেন নাহি ভাঙ্গে
বিশ্বাসে মোরানো এ ভুল
তোমার মায়াবী চোখের পানে চেয়ে
একটা জীবন কেটে যাবে।
তোমার চোখে ভোরের আলো
এ ভুবন লাগে কত ভালো
না হয় আমি হলাম অন্ধ
হয়না...
নদী ভাঙ্গে দু\'কূল
ঝড়ছে কেয়া ফুল
কোনদিন যেন নাহি ভাঙ্গে
বিশ্বাসে মোরানো এ ভুল
তোমার মায়াবী চোখের পানে চেয়ে
একটা জীবন কেটে যাবে।
তোমার চোখে ভোরের আলো
এ ভুবন লাগে কত ভালো
না হয় আমি হলাম অন্ধ
তবু...
জীবন শেষ হবার আগে
ভালোবাসা ফুরাবার আগে
মনে এই বাসনা জাগে-
চামেলী বাগে ধব-ধবে পূর্ণিমা রাতে
তোমার হাতটি ধরে জলঝিরির পাশে
চাঁদের নীচে সবুজ ঘাসে
গল্পে গল্পে কাটিয়ে দেই সারাটি জনম
আর হবে বেসামাল প্রেমের মধু...
নারকেলের চিরলপাতা গলে, জ্যোস্না চুইয়ে পড়ে
ইলিশ মাছের ঝোলের মতো, আমাদের পৃথিবীতে;
আরো ঢ়েড় আগে, মানুষী এক ভালোবেসে
হাত ধরেছিল প্রেমিকের এমনই অপার্থিব রাতে
তবুও বেচে থাকার আকাঙ্খা থেকে গিয়েছিল
মরন খেলায় নিঃষ্পলক চোখে,
তখন পৃথিবী...
আমরা তখন দিনাজপুরের খোলাহাটি থাকি। ক্লাস সেভেনে পড়ি। তারপর আব্বার আর্মির চাকরি শেষ হয়ে গেল। আমাদের দুই ভাই-বোনকে পাশের পাশায় রেখে ছোট দুই ভাইকে নিয়ে মা-বাবা কুমিল্লায় গ্রামের বাড়ি চলে...
একটা জীবন তোমাকে চায়
তুমি ভালবাসা
একটা জীবন তুমি ছাড়া কি যে পাগলপাড়া
মিথ্যে আমার গোলাপ বাগান
মিথ্যে মায়া কানন
সত্য কেবল তোমারি প্রেম
তোমায় আপন জানন।
এক জনমে তোমাকে চাই
তুমি মনের আশা
স্বর্গে বুঝি লেখা আছে
এমন প্রেমের...
©somewhere in net ltd.