![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন থাকতে ভালবাসী যদিও মানুষের স্বাধীনতা বলতে কোন শব্দ অভিধানে নেই। আমরা একজনের কাছে অবশ্যই আটক আছি তিনি হলেন আল্লাহ । সুতরাং স্বাধীন মানেই তাকে ছেড়ে তার আদেশ না মেনে নিষেধ না শুনে চলা নয়।
এমন স্বপ্ন কে দেখে বল?
যেখানে কোন বাস্তবতা নেই!
এই নষ্ট সমাজ তোমাদের মত
অবলা আর ইমোশনালদের নিয়ে খেলা করে!
তোমরা এটাকে ফ্যাশন মনে করে
স্রোতের তালে গা ভাসিয়ে দাও!
একবার ও কি ভেবে দেখেছ
তোমাকে ও জবাবদিহি করতে হবে,
কি জবাব দিয়েছ সেদিন তুমিই ভাল জান।
তুমি শুধু ভূল করেছ এটুকুই বলেছিলে,
আর আমিও তুমি ভুল বুঝেছ এটুকুতেই সুখি হয়েছিলাম!
তুমি যে আবার ফিরে যাবে ভাটার টানে
তোমার সেই ফেলে আসা অতীতে,
আবার গা ভাসিয়ে দিবে নর্দমার স্রোতে,
সত্যিই আমি ভাবতেও পারিনি!
ভাবতে পারিনি তোমাকে দেওয়া
ভালবাসার এভাবে অমর্যাদা করবে!
আচ্ছা তুমিই বল তোমার জন্য কি করিনি?
আমার সমস্ত শক্তি, সামর্থ, জ্ঞান দিয়ে
তোমাকে বোঝাতে চেয়েছিলাম এই পথ কন্টকাকীর্ন!
একবার যে যায় সে আর অক্ষত ফেরত আসেনি!
তোমার ছেয়ে কে ভাল বুঝবে বল?
তুমি এই বুঝ, আবার ফিরে যাও!
এখনো মাঝ রাতে হঠাত শিউরে উঠি
তোমার বখে যাওয়ার গল্প মনে করে!
তোমার তো এমন হওয়ার কথা ছিলনা
কেন এমন হলে???????????
(মুহসীন)
©somewhere in net ltd.