![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন থাকতে ভালবাসী যদিও মানুষের স্বাধীনতা বলতে কোন শব্দ অভিধানে নেই। আমরা একজনের কাছে অবশ্যই আটক আছি তিনি হলেন আল্লাহ । সুতরাং স্বাধীন মানেই তাকে ছেড়ে তার আদেশ না মেনে নিষেধ না শুনে চলা নয়।
তুমি পথ হারিয়ে ফেলেছিলে অনেক আগেই,
তোমাকে পথে ফেরাবে সাধ্য কার?
যে তোমাকে পথ দেখাবে সে ই তো পথভ্রষ্ট!
তাই তুমি কারো বাধার তোয়াক্কা করতেনা।
আমি যখন হুট করে এলাম তোমার পাশে,
তোমাকে অনেক বুঝিয়েছি, চেষ্টা করেছি অনেক,
ধৈর্য ধরেছি যতটুকু ধরার, আমার যত চেষ্টা আছে,
সব চেষ্টাই করলাম! কিন্তু তোমার হারিয়ে ফেলা পথটাকে
তুমি ভুলতেই পারলেনা! তুমি অনেক ইমোশনাল,
খুব সহজেই কাউকে বিশ্বাস করো সেটা আমি জানি!
কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার মত ভূল কেউ করে?
তোমার জেদ তোমার জীবন কে শেষ করে দিয়েছে,
আমি সে কথাটিই বারবার বলতে চেয়েছি,কিন্তু তুমি
তোমার জেদের কাছে, তোমার ইগোর কাছে পরাস্ত হতে চাওনি,
তুমি চাওনি আর দশটি মানুষ যেভাবে সমাজে বাচঁতে চায়
তাদের মত বাচঁতে, তুমি জীবনটাকে পূর্ন্য দৈর্ঘ বাংলা ছবির মত দেখতে চেয়েছিলে,
কিন্তু তুমি যাননা ঐ ছবিটি ৩ ঘন্টার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যেই শেষ হয়।
যার সাথে বাস্তবের দুনিয়ার অনেক ফারাক!
তুমি সেই অন্ধকার থেকে বেরুতে পারনি,
পারনি তোমার ধ্যান ধারনা বদলাতে, আমার কি দোষ বল?
আমি তো তোমাকে পথেই রাখতে ছেয়েছি,
তুমি আর গেলে কই? আমিই হঁটি আমার একলা পথ
যে পথের ঠিকানা নেই, নেই কোন সীমানা।
(মুহসীন)
©somewhere in net ltd.