নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের জয়গান www.facebook.com/Muhammed Mohshin

মুহাম্মদ মুহসীন

স্বাধীন থাকতে ভালবাসী যদিও মানুষের স্বাধীনতা বলতে কোন শব্দ অভিধানে নেই। আমরা একজনের কাছে অবশ্যই আটক আছি তিনি হলেন আল্লাহ । সুতরাং স্বাধীন মানেই তাকে ছেড়ে তার আদেশ না মেনে নিষেধ না শুনে চলা নয়।

মুহাম্মদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

প্রসারিত করে রেখ আমার হাত

২০ শে মে, ২০১৫ সকাল ৯:০১

এত নির্মম হবে জীবন সত্যিই ভাবিনি!
কেউ বুঝে জীবন দিয়ে, কেউ বুঝে মন দিয়ে!
আমি না হয় আমাকেই বিলিয়ে দিলাম
কিসের নেশায় তুমি এভাবে আমাকে বলি দিলে বল?
আমি সত্যিই আজ অসহায়!
আমার যা ছিল তা তোমাকে দিয়ে নিজের জন্য যে কিছুই অবশিষ্ট রাখিনি।
কিছুই অবশিষ্ট রাখিনি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম বলে,
সে বিশ্বাসের মর্যাদা এভাবে তুমি দিবে সত্যিই আমি ভাবিনি!
আমি আজ অভিভুত, আবেগাপ্লুত, অশ্রুসিক্ত।
এই ভেবে যে কাউকে কিছু দিতে পেরেছি।
তুমি স্বীকার কর আর নাইবা কর
অন্তত নীরবে চোখের জল বর্ষন করবে সেটা আমি জানি,
তুমি শুধু আমার বাহিরটাই দেখেছিলে,
ভেতরটা দেখার চেষ্টা করনি কখনো
এই হ্রদয়ের রক্তক্ষরন কবে আর এভাবে হয়েছিল মনে করতে পারিনি।
হ্রদয়ের রক্তক্ষরন হতে হতে হয়তো এই নস্বর দেহটি সাদা হতে শুরু করবে!
এক সময় অবশিষ্ট টুকু ঝরে গিয়ে আমাকে বিদায় দিবে।
আমার দুটি হাত প্রসারিত করে রেখ
পৃথিবী দেখুক আসলেই আমি শুন্য হ্রদয়ের ছিলাম
চলেও যাচ্ছি শুন্য হাতে, কেউ কথা রাখেনি,
কি অধিকার বল আমাদের বেঁচে থাকার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.