![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন থাকতে ভালবাসী যদিও মানুষের স্বাধীনতা বলতে কোন শব্দ অভিধানে নেই। আমরা একজনের কাছে অবশ্যই আটক আছি তিনি হলেন আল্লাহ । সুতরাং স্বাধীন মানেই তাকে ছেড়ে তার আদেশ না মেনে নিষেধ না শুনে চলা নয়।
কার ডাকে সাড়া দেব বল
তোমার ডাক যে অন্যের কর্নকুহরে পৌঁছায়!
আমি তোমাকে নিয়েই এখনো স্বপ্ন দেখি
তোমাকে নিয়েই স্বপ্নের রাজ্যে ছবি আঁকি
অথছ তোমার হৃদয়ে অন্য কারো ছবি!
এটা কি হয় বল? এ ও কি সম্ভব?
সব কিছুর ভাগ সমান কিংবা অসমানভাবে দেওয়া যায়!
তাই বলে এটার ভাগ ও অন্যকে দিতে হবে?
কেমন ইনসাফ তোমার এ কেমন বিচার?
একবার ও ভাবলেনা এটা অসম্ভব!
এমন নির্লজ্য বেহায়াপনা মেনে নেয় কেউ?
অথছ তুমিই চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলে
ভালবাসলে এভাবেই বাসতে হয়!
আমার জানা ছিলনা এটা কি করে ভালবাসা হয়?
তুমি বলতে হ্যাঁ হ্যাঁ এটাই ভালবাসা!
আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নেইনি বলেই
হয়তো কোন করুন পরিনতি অপেক্ষা করছে!
এখন শুধু দেখার পালা সেই পরিনতি কত ভয়ংকর হয়?
এর চেয়ে আর কিইবা বেশি হবে বল?
আমি যে আর আমার মাঝে নেই
নিজেকেই খুঁজে ফিরি সারাক্ষন,
জীবন আমাকে দেখিয়ে দিল কত মোহময় এ ভুবন।
(মুহসীন)
©somewhere in net ltd.