নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমি কাপ্তেন

মনের কথা লিখতে চাই

কলমি কাপ্তেন

নিজের সম্পর্কে কি আর লিখব

কলমি কাপ্তেন › বিস্তারিত পোস্টঃ

লাইফ ইজ বিউটিফুল

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০১

মানুষ সুইসাইড করতে চায় ক্যান বুঝিনা...

মানুষের মনে সুইসাইড এর চিন্তা আসে ক্যামনে এটাও বুঝিনা...

আরে ছ্যাকা খাইলে খাইসস, অন্যকোন কারণেও কষ্ট পাইলে পাইসস... তো সমস্যা কি ?

আরে এত সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে ইচ্ছে করে ক্যামনে ?

এই জীবনে সুইসাইড করার চিন্তা মাথায় আসছিল একবার... কিন্তু আমি এত লোভী যে জীবনের মায়া ত্যাগ করতে পারিনি... উফ চোখ বন্ধ করে মরে যাব, পরিবারের মানুষ ছাড়া বাকিরা চুক চুক শব্দ করে আফসোস করবে, আর বাকীরা মজা নিবে... এটা ভাবা যায় ?



সো, পোলাপান যারা সুইসাইড করার কথা ভাবছ, তারা ভুলে যাও... জানি যারা সুইসাইড করার কথা ভাবে তারা সুইসাইড করেনা... যারা ভাবেনা তারা হঠাত করেই করে ফেলে... ব্যাপার না... তবুও হতাশা খুব খারাপ জিনিস...



ভাই, নিজেকে নিজে তো আগে ভালোবাসতে হবে... নিজেকে নিজে ভালো না বাসলে অন্যের করুণা পাওয়া যায় ভালোবাসা না। আর যে সুইসাইড করে বা করতে চায় সে অন্যের করুণা পায়, ভালোবাসার পাত্র হয় না ।



এক প্রেমে ব্যার্থ হইসেন সমুসা কি...পুরো জীবন পড়ে আছে... কত প্রেম ভালোবাসা আসবে যাবে... শুধু নিজেকে সময় দিয়ে নতুন করে গড়ে তুলতে হবে... মানসিক স্থিতিশীলতার পরিচয় দিতে হবে। এখন জিজ্ঞেস করবেন না, "কীভাবে স্থিতিশীল হব... ?"



এর উত্তর, নিজেকে সময় দিন, সময় যাওয়ার সাথে সাথেই স্থিতিশীল হয়ে উঠে মানুষ।



বেঁচে থাকুন... আয়ু শেষ হওয়ার আগে মরার চিন্তা করবেন না... অনুভব করবেন একদিন না একদিন, জীবন কত সুন্দর। তারপর নিজে নিজেই বলবেন, "লাইফ ইজ বিউটিফুল" ... শুধু অপেক্ষা করুন।

মানুষ সুইসাইড করতে চায় ক্যান বুঝিনা...

মানুষের মনে সুইসাইড এর চিন্তা আসে ক্যামনে এটাও বুঝিনা...

আরে ছ্যাকা খাইলে খাইসস, অন্যকোন কারণেও কষ্ট পাইলে পাইসস... তো সমস্যা কি ?



আরে এত সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে ইচ্ছে করে ক্যামনে ?

এই জীবনে সুইসাইড করার চিন্তা মাথায় আসছিল একবার... কিন্তু আমি এত লোভী যে জীবনের মায়া ত্যাগ করতে পারিনি... উফ চোখ বন্ধ করে মরে যাব, পরিবারের মানুষ ছাড়া বাকিরা চুক চুক শব্দ করে আফসোস করবে, আর বাকীরা মজা নিবে... এটা ভাবা যায় ?



সো, পোলাপান যারা সুইসাইড করার কথা ভাবছ, তারা ভুলে যাও... জানি যারা সুইসাইড করার কথা ভাবে তারা সুইসাইড করেনা... যারা ভাবেনা তারা হঠাত করেই করে ফেলে... ব্যাপার না... তবুও হতাশা খুব খারাপ জিনিস...



ভাই, নিজেকে নিজে তো আগে ভালোবাসতে হবে... নিজেকে নিজে ভালো না বাসলে অন্যের করুণা পাওয়া যায় ভালোবাসা না। আর যে সুইসাইড করে বা করতে চায় সে অন্যের করুণা পায়, ভালোবাসার পাত্র হয় না ।



এক প্রেমে ব্যার্থ হইসেন সমুসা কি...পুরো জীবন পড়ে আছে... কত প্রেম ভালোবাসা আসবে যাবে... শুধু নিজেকে সময় দিয়ে নতুন করে গড়ে তুলতে হবে... মানসিক স্থিতিশীলতার পরিচয় দিতে হবে। এখন জিজ্ঞেস করবেন না, "কীভাবে স্থিতিশীল হব... ?"



এর উত্তর, নিজেকে সময় দিন, সময় যাওয়ার সাথে সাথেই স্থিতিশীল হয়ে উঠে মানুষ।



বেঁচে থাকুন... আয়ু শেষ হওয়ার আগে মরার চিন্তা করবেন না... অনুভব করবেন একদিন না একদিন, জীবন কত সুন্দর। তারপর নিজে নিজেই বলবেন, "লাইফ ইজ বিউটিফুল" ... শুধু অপেক্ষা করুন।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৭

মাঘের নীল আকাশ বলেছেন: "লাইফ ইজ বিউটিফুল"...কিন্তু
.
.
.
.
.
.
.
*শর্ত প্রযোজ্য

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২

কলমি কাপ্তেন বলেছেন: তবুও লাইফ ইজ বিউটিফুল।

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৮

শেরজা তপন বলেছেন: সহমত। তবে শুধু প্রেমের কারনটাকেই প্রধান্য দিচ্ছেন কেন? অন্য অনেক কারনেই মানুষ সুইসাইড করে-সেই কারনগুলোকেও সংযুক্ত করা উচিৎ!

শত দুঃখ কষ্ট ঝড়ের শেষে এক সময় মনে হয়,'রিয়েলি- লাইফ ইজ বিউটিফুল'!

অফটপিক: লেখাটা দুবার হয়ে গেছে-ঠিক করে দিয়েন।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

কলমি কাপ্তেন বলেছেন: বেশিরভাগ সুইসাইড প্রেম সংগঠিত কারনে হয় তো তাই বললাম। বাকিগুলোও ঠিক।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

খেলাঘর বলেছেন: ব্যাপারটা োাত সোজা নয়; জাতির ১ কোটী মানুষ অনিশ্চয়তার মাঝে থাকে, এবং মানসিক বিষন্নতায় ভোগে; সেখান থেকে সুইসাইড; এটাকে সমাধান করতে হবে।

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬

কলমি কাপ্তেন বলেছেন: বিষণ্ণতা এড়ানোর হাতিয়ারটা মানুষ নিজেই বহন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.