নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমি কাপ্তেন

মনের কথা লিখতে চাই

কলমি কাপ্তেন

নিজের সম্পর্কে কি আর লিখব

কলমি কাপ্তেন › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া বনাম আমাদের মূল্যবোধ

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩

আমরা সবাই কমবেশ
হিন্দি ছবি দেখি এবং দেখতে পছন্দ করি...... কিন্তু
এর আড়ালের বিষয়গুলোকে এড়িয়ে যাই। আড়ালের
বিষয়গুলো কেমন আসুন একটু পর্দা ফাঁক
করে দেখি।
ওদের সবগুলো ছবিতেই
ভালোবাসা বিষয়টি সাধারনত থাকে। পাশাপাশি কোন
কোন ছবি নির্মিত হয় স্বাধীনতা দিবসকে কেন্দ্র
করে। কোন কোন ছবিতে থাকে স্বদেশপ্রেমের
বহিঃপ্রকাশ... কোন কোন ছবিতে থাকে ক্রিকেট
দলকে হাইলাইট করে এবং অনুপ্রেরণা দেয় এমন
কিছু দৃশ্য। কোন কোন ছবিতে থাকে ভারতের
প্রতিরক্ষা বাহিনী বিশেষত ইন্ডিয়ান
আর্মি এবং ইন্ডিয়ান পুলিশের দায়িত্ববোধ
এবং তাদের অবদানকে জাতির সামনে তুলে ধরার
মত দারুন কিছু দৃশ্য।
এছাড়া ও আর কিছু বিষয়
আছে যা আমাদের দেশের মানুষ দেখতে পায়না.... শুধু
দেখতে পায় ওদের নায়ক-নায়িকারা কোন
ঘড়ি পরেছে....কি ডায়ালগ দিয়েছে..... কিভাবে ওদের
বিয়ে হয়েছে.... কেমন করে ভালোবাসা হয়েছে আর
গানগুলো কেমন......
ওদের কূটনৈতিক
কথাবার্তা আর আচার আচরনকে অনুসরন
করে এবং নিজেদের জীবনে তার প্রতিফলন ঘটায়।
আমরা এই প্রকৃতির মানুষ যারা শুধু
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতেই
শিখেছি। নিজের আদর্শবোধকে জাগ্রত
করতে পারিনি। আমরা নিজেরা এমন কিছু আজপর্যন্ত করতে পারিনাই যা ভারত আমাদের
দেখে শিখবে.....আমাদের অনুকরন করবে।
ভারতে আমাদের বাংলাদেশি নাটক থেকে শুরু
করে আমাদের দেশে তৈরী পণ্য পর্যন্ত
বাজারে আসে না।..... আমাদের দেশের
বর্ডারে আমাদের জাতীয় মাছ পদ্মার
রুপালী ইলিশে যখন কলকাতার বাজার
ছেয়ে গেছে তখন ভারত তার বিনিময়ে আমাদের
দেশে ঢুকিয়ে দিচ্ছে ইয়াবা..ফেনসিডিল সহ নানান
ধরনের মাদকদ্রব্য। আর এরই
মাধ্যমে আমরা লাভবান হচ্ছি।
ইন্ডিয়ান বর্ডার
থেকে আমাদের দেশের মানুষগুলো কমদামে ইন্ডিয়ান
গরু কিনে নিয়ে এনে বিক্রি করে দেয় আমাদের
দেশের কুরবানীর পশুর হাটগুলোতে। যাতে আমাদের
দেশের গরুগুলো রয়ে যায় অবিক্রিত।
এভাবে আমরা লাভবান হই। .......
এদেশের
নামে ঠিকই আমি আর আপনি গেয়েছি.... আমার
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.... তো ভাই
সেই লাইনগুলো গেল কই.............

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্ডিয়ান সিনেমা সম্পর্কে যা বললেন সেক্ষেত্রে বলবো , আপনিও রোদ চশমা লাগিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিই দেখতে পান নি ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫০

কলমি কাপ্তেন বলেছেন: রোদ চশমা লাগিয়ে আমাদের নিজেদের বিষয়গুলোই দেখতে পারিনা। ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮

একজন গাঙ্গচিল বলেছেন: কথায় আছে, কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মগ বেচে দুদ খায়। বাংলাদেশ ভারতের অবস্থা ঠিক এমন এখন।

ভালো লাগলো। ভাল থাকবেন।।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫১

কলমি কাপ্তেন বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.