নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমি কাপ্তেন

মনের কথা লিখতে চাই

কলমি কাপ্তেন

নিজের সম্পর্কে কি আর লিখব

কলমি কাপ্তেন › বিস্তারিত পোস্টঃ

হিরোদের সমারোহ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

একজন রিয়াল হিরোর অর্ধাঙ্গীর সাথে ফোনালাপের একাংশ...

--ভাবী, কেমন আছেন?

--এইতো ভালো আছি, আপনি কেমন আছেন?

--আমিও ভালো, জাকির কোথায়?

--উনি তো অফিসে।



(আগেই বলে রাখি ‘উনি’ মানে জাকির উনার প্রানপ্রিয় স্বামী আর আমার খুব কাছের বন্ধু।)



...

তাদের বিয়ের অনেকদিন পার হয়ে গেলেও এর আগে কোনোদিন জিজ্ঞেস করা হয়নি এমনকি আলাপও হয়নি যে জাকির কেমন মানুষ......



--আপনাদের সংসার কেমন চলছে? জাকির কিন্তু অনেক ভালো মানুষ। এতদিনে কি বুঝলেন? এখনো কি ভালোই আছে নাকি বদলে গেছে?

--না ভাই, আপনার বন্ধুটা অনেক ভালো। তাকে নিয়ে আমি অনেক সুখে আছি। উনি আমার জীবনের রিয়াল হিরো।

--তা... স্বামীর প্রতি আপনার শ্রদ্ধাবোধ দেখেই বুঝতে পারছি। যেভাবে বারবার উনি উনি করে ডাকছেন।



..................

ভাবলাম, স্বামীর নাম যে মুখে আনতে নেই এই ব্যাপারটা মেয়েটা ভালোই জানে এবং মানে।

যাইহোক জাকিরটা এত বাঁধা বিপত্তি পার করে এলেও অন্তত একজনের কাছে সত্যিকারে হিরো হতে পেরেছে। এটাই সুখের কথা।

..................

এরকমভাবে আমাদের চারপাশের সবাই কোনো না কোনোভাবে তাদের নিজস্ব অবস্থান থেকে আজ হিরো হয়ে যাচ্ছে।



...

কেউ জাকিরের মত জীবনটা ঠেলায়ে ঠুলায়ে নিয়ে গিয়ে অবশেষে ফরজ কাজ মানে বিয়ে-শাদী করে আজ সংসার জীবনে হিরো।



কেউ ব্রাইট কৃতকর্ম দিয়ে বাবা-মা’র কাছে হিরো।



কেউ পড়াশোনায় ভালো ফলাফল করে শিক্ষাঙ্গনে হিরো।



কেউ নিজেকে উপস্থাপন করে দিয়ে সাংস্কৃতিক জগতে হিরো।



কেউ আবার রাজনীতিতে অবদান রেখে আজ তারা পলিটিক্যাল হিরো।



............

জীবনকে সুন্দর করতে হলে, ঠিক এখনি... ইউ হেভ টু রেডি ফর হিরোগিরি।

বাহবা জানাই সকল হিরোদের। জয় হোক সবার।

..........

আমাকে ফেসবুকে পেতে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

বলাকা মন বলেছেন: জয় হোক হিরোদের

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

কলমি কাপ্তেন বলেছেন: জয় হোক সবার।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৩

আরণ্যক রাখাল বলেছেন: আসলে সবাই আমরা কারো না কারো কাছে হিরো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৭

কলমি কাপ্তেন বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

নিলু বলেছেন: আবার হিরো থেকে জিরো , যোগ ফল শুননও হয় কখনো , লিখে যান

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

কলমি কাপ্তেন বলেছেন: হয় .। কিন্তু কখনো না কখনো নিজেকে হিরো বানাতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.