নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমি কাপ্তেন

মনের কথা লিখতে চাই

কলমি কাপ্তেন

নিজের সম্পর্কে কি আর লিখব

কলমি কাপ্তেন › বিস্তারিত পোস্টঃ

একটি ফোনকল...

২১ শে মে, ২০১৫ দুপুর ২:০৭

অনেক সকাল-সন্ধ্যা-রাত সে অপেক্ষায় থাকতো একটি ফোনকলের...

মুঠোফোনে ভেসে উঠা কোন এক নাম্বার, যা দেখলে তার হৃদস্পন্দন একসময় বেড়ে যেত...

বেলা অবেলার ফাঁকে যে নাম্বারের এফএনএফ লিস্ট থেকে হয়তো সে হারিয়ে গিয়েছিল...

একটি ফোন কলের অপেক্ষায় যার রাত কাটতো নির্ঘুম...
___ ___ ___

বিশেষ তারিখগুলোর শুরুতে রাত বারোটায় সে অপেক্ষায় থাকতো ওপ্রান্তের মানুষটি সমস্ত দুঃস্বপ্নকে মিথ্যে প্রমাণ করে কল দিয়ে বলবে...

--"এই তোমার মনে আছে, আজ কত তারিখ... দেখি বলতো আজ কি হয়েছিল"

ছেলেটা হয়তো মেয়েটার অভিমান দেখার জন্য ইচ্ছে করেই বলত...

--"না তো... আজ কি বিশেষ কিছু?"

মেয়েটা কপট রাগ করে বলত...

--"এই তোমার ভালোবাসা... আমাদের প্রথম দেখার তারিখটাও তোমার ঠিক মনে নেই!!"

......তারপর চলতো আগেরমত করে ছেলেটার চেষ্টা, মেয়েটার অভিমান ভাঙ্গানোর।

এসব কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে পড়তো বুঝতেই পারতো না... কিন্তু ওপ্রান্ত থেকে কল আর আসতোনা কখনো।

তার মুঠোফোনের পর্দায় ভেসে উঠা প্রতিটা অপরিচিত নাম্বার তাকে বিচলিত করে তুলতো...কিন্তু না প্রতিবারই সে হতাশ ...।

অপেক্ষা অপেক্ষা অপেক্ষা...

একদিন দুইদিন করে সপ্তাহ-মাস-বছর গড়িয়ে যেতো... কিন্তু কাঙ্খিত নাম্বার থেকে কল আর আসতো না।
.... .... ....

তারপর...তারপর একদিন অপেক্ষারাও অভিমান করে মরে গেল...
সমস্ত ভালোবাসা সময়ের ধুলিতে চাপা পড়ে অদৃশ্য হলো...
ধুলোজমা অনুভূতি ঠিকমতো কাজ করা বন্ধ করে দিল...
হৃদপিণ্ডও যেন শত্রুতা করে বিশেষ কারো জন্য স্পন্দন কমিয়ে দিলো...।

অনেক অনেকদিন পর...

সেই অতি পরিচিত নাম্বার থেকে ছেলেটার মুঠোফোনে একটি ফোনকল...

মেয়েটা অতিপরিচিত কিন্তু যেন অপরিচিত কন্ঠে জিজ্ঞেস করে,

--"হ্যালো, তুমি কি আছো?"

--"হ্যাঁ"

--"তুমি কি আগের মতো আছো?"

--"নাহ... তুমি বড্ড দেরী করে ফেলেছো "

--"মানে! আমায় আর ভালোবাসোনা?"

--"এইবেলা তোমায় ভালোবেসে আমি আর পুষিয়ে নিতে পারবো না। তুমি ভাল থেকো তোমার ঠিকানায়..."

........................ তারপর...তারপর, আর "ভালো থেকো" বলে দুজনের কারো ভালো থাকা হয় না...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.